পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8oや প্রত্নতত্ত্ববিদগণ নিজ নিজ হাতিয়ার লইয়া খননকাৰ্য্য, লিপিপাঠ, চিত্রসমালোচনা, ও মূৰ্ত্তিতত্বের বিশ্লেষণ করিতেছেন। মিশর সমগ্র পাশ্চাত্য ঐতিহাসিক সমাজের একটা বিরাট ল্যাবরেটরী । আধুনিক মিশর এই কারণে পাশ্চাত্য দেশেরই এক অংশ হইয়া পড়িয়াছে । - র্যাহারা ভারতবর্ষের উত্তবদক্ষিণ পূৰ্ব্বপশ্চিম প্রান্তে পর্য্যটন করিয়া দেশীয় পুপাতত্ত্বের আকর ও ল্যাবরেটরী প্রবাসী—মাঘ, ১৩২১ [ ১৪শ ভাগ, ২য় খণ্ড বিধানের কাল সমীপবৰ্ত্তী হইবে। এইরূপে নব নব উপাে ভারতের ঐতিহাসিকগণ জগতের চিন্তাক্ষেত্রে নূতন নূত আন্দোলনের সূত্রপাত করিতে সমর্থ হইবেন । বালিন অক্সফোর্ড বা গরভার্ডে বসিয়া এত বহুসংখ্যক ভিন্ন ভি জাতীয় ধুরন্ধর ও বিশেবজ্ঞগণের সাহায্য, উপদেশ ব পরামর্শ পাওয়া যাইবে না। মিশরকেই ভারতবাসী ইতিহাস-বিদ্যালয় বিবেচনা করা কর্তব্য। t ফারাও যুগের অৰ্দ্ধপ্রস্তুত থানাইট মূৰ্ত্তি—আসোয়ান পৰ্ব্বত । সমূহে কৰ্ম্ম করিয়াছেন তাহাদের পক্ষে মিশরের আটঘাট, পৰ্ব্বত, নদী, মরুভূমি, ধূলিকণা, নূতন নূতন ঐতিহাসিক উপকরণ দান করবে। এই উপকরণসমূহের আবেষ্টনের ভিতর একবার বসিতে পারিলে স্বতই ইতিহাস-চর্চায় উচ্চশিক্ষা লাভ হইতে থাকিবে । বিদেশীয় পণ্ডিত ও ধুরন্ধরগণের কার্য্যপ্রণালী, আলোচনাপ্রণালী সকলই জানিতে পার। যাইবে । এতদ্ব্যতীত তাহাদের সঙ্গে যথার্থ ও আন্তরিক বন্ধুত্ব জন্মিবার সুযোগও হইতে পারে। তাহার ফলে গুরুশিষ্যের সম্বন্ধ প্রতিষ্ঠিত হইবে । তুলনামূলক আলোচনা-প্রণালী অবলম্বিত হইবে। ভারতীয় পুরাতত্ত্ব ও মিশরীয় পুরাতত্বের সমীকরণ ও সামঞ্জস্য অস্টম দিবস—অাসোয়ানের গ্রামাইট পাহাড় । হেলিয়োপোলিসের গ্রানাইট ওবেলিস্ক পূৰ্ব্বে দেখিয়াছি। কাইরোর নানা মসজিদে গ্রানাইট প্রস্তরের ফলক ও স্তস্ত দেখিয়াছি। লুক্সার এবং কার্ণাকেও গ্রানাইট প্রস্তরের মূৰ্ত্তি, সার্কোফেগাস এবং ওবেলিস্ক দেখিয়াছি। আজ সেই; গ্রানাইট প্রস্তরের জন্মভূমিতে উপস্থিত। এখানকার পাহাড় গ্রানাইটময় । এই অঞ্চল হইতেই গানাইট পাথর নদীবক্ষে ৪••৫•• মাইল উত্তর পর্য্যন্ত নীত হইত। ভারতবর্ষের নানা মসজিদ, প্রাসাদ ও মন্দিরে বৃহদাকার শিলাখণ্ডের উপর বিচিত্র কারুকার্য্য