পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8% o প্রবাসী—মাঘ, ১৩২১ [ ১৪শ ভাগ, ২য় খণ্ড BBB BB BBBBBBBS BBB BB BB BggBB BBB BBB BBBBB Bg gBB BB BBBBB BBBS BBBS তাহাতে অনেক মনিরস্থান দ্বীপের ন্যায় হইয়া পড়িয়াছে এবং অনেক মন্দির বা গৃহ একেবারে জলের তলে ডুবিয়া গিয়াছে। অম্বরের পাৰ্ব্বত্য মরু, এবং জয়পুরের মরু প্রান্তর এই সমুদয়ের প্রাকৃতিক শোভা আসোয়ান উপত্যকার দৃগু হইতে অনেক স্বতন্ত্র সন্দেহ নাই। কিন্তু মিশরদেশের এই অঞ্চলের সদৃশ ভারতবর্যের কোন প্রদেশের কথা ভাবিতে হইলে দিল্লী, আগ্র ও গোয়ালিয়রের পশ্চিম-দক্ষিণ প্রান্তবৰ্ত্তী জলহীন তরুইন প্লে দ্রতপ্ত রাজস্থান এবং সিন্ধুদেশের নামই করিতে হইবে । অাসোয়ানের জলবায়ু নদী পৰ্ব্বত উদ্যান প্রণ গুর ক্ষুদভাবে ভারতের এই বিস্তীর্ণ মরুদেশের জনপদগুলি স্মরণ করা হয় দেয় । নবম দিবস–নাইলের বাধ । মিশর প্রকৃত প্রস্তাবে সাহারা মরুভূমির এক অংশ। এখানে বিন্দুমাত্র বৃষ্টি পড়ে না বলিলেই চলে । তাহার উপর দেশের সর্বত্র মরুভূমির বালুক। অথবা শুষ্ক পৰ্ব্ব: তের প্রস্তররাশি । অথচ এই অঞ্চলেই জগতের একটি সৰ্ব্বপ্রধান উর্বরভূমির স্বষ্টি হইয়াছে। ইহার একমাত্র কারণ নাইলের জল ও নাইলের মাটি । নাইলের প্রভাবেই উত্তর-মিশর ও দক্ষিণ-মিশর ধনধান্ত-পুষ্পে ভরা হইয়াছে। নাইলই মিশরের জন্মদাতা, মিশরের মৃত্তিকা নাইল নদেরই দান। পৃথিবীর মধ্যে বোধ হয় মিশরই একমাত্র নদী-মাতৃক দেশ। কিন্তু মিশরের নাইল দেখিয়া নিউবিয়ার নাইল এবং নাইলের আরও দক্ষিণাংশ বুঝা যায় না। মিশরে •া লের দুই ধারে পর্বতদ্বয়ের মধ্যবৰ্ত্তী স্থানে কৃষিক্ষেত্র আছে । এই কৃষিক্ষেত্র কোথাও ৫ মাইল, কোথাও ১৫ মাইল বিস্তৃত । এই ভূমিখণ্ডের উপর চাষ আবাদ হইয়। থাকে। প্রকৃত প্রস্তাবে এই অংশটুকুই মিশরদেশ । এই অংশেই নাইলের বঙ্গাজল হইতে মাটি পড়িয়া মিশরীয় কৃষকের শস্তসম্পদ স্থষ্টি করে । কিন্তু অাসোয়ানে আসিয়া দেখিতেছি নদীর কুলস্থিত কৃষিভূমি নিতা গুই অল্প—এমন কি একেবারেই নাই। নদী পৰ্ব্বতদ্বয়ের চরণতল ধৌত করিয়া প্রবাহিত। পৰ্ব্বতদ্বয়ের মধ্যে যতটুকু মাঠ দেখা যায় তাহ মরুভূমি মাত্র । আসোয়ান মিশরের দক্ষিণসীমা । ইহার পরেই নিউবিয়া । এই নিউবিয়ার নাইল অাসোয়ানের নাইল অপেক্ষা আরও সঙ্কীর্ণ, আরও পৰ্ব্বতবেষ্টিত । নদীর দুই কুলেই পাহাড়। পাহাড় ব্যতীত একইঞ্চি স্থানও নিউবিয়া দেশে নদীর ধারে নাই । অথচ এদেশে বৃষ্টিও হয় না—