পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

vరి প্রবাসী—কান্তিক, ১৩২১ মনের মতন ( গল্প ) গ্রীস মূৰ্ত্তিমতী প্রকৃতিরাণীর মত সুন্দরী ! তাহার একদিকে দেবতার লীলা-নিকেতন, সুউচ্চ ওলিম্পাস, বাণীর প্রিয় নিকেতন-রূপ আটকা-পৰ্ব্বত-শ্রেণী, দিগন্তরে ইলিস দুর্গ অভেদ্য, অজেয় ; আবার পর্বতপাদদেশে হরিৎ তৃণাচ্ছাদিত বিস্তীর্ণ সমতলভূমি; অন্যদিকে গাঢ় হরিৎবর্ণ পত্রপুষ্পশোভিত সিথির নিকুঞ্জ ! টেম্পমালভূমি নবজাত শু্যামদুৰ্ব্বাদলমুশোভিত ; রাখালের মধুর বংশীনিনাদে সে স্থান ব্রজভূমি বলিয়া বোধ হয় ! প্রত্যহ উষার আলোকে যখন পৃথিবী অন্ধকারমুক্ত হইয়া একটা স্বস্তির শ্বাস ত্যাগ করিত, থারসেনড ও ডরিস সেই সময় এই স্থানে প্রাতঃভ্রমণ করিতে আসিত । সারা গ্রীসের মধ্যে ডরিস তখন শ্রেষ্ঠ সুন্দরী, আর স্বারসেনড সুন্দরশ্ৰেষ্ঠ ! যেন নিপুণ শিল্পীর শ্রেষ্ঠ প্রতিমূৰ্ত্তি দুইটি ! প্রকৃতি বুঝি মদন ও রতির আদর্শে এ দুইটিকে গঠন করিয়া ভ্রমক্রমে ধরায় পাঠাইয়াছিলেন। বসোরা গোলাপও ডরিসের সেই সুন্দর যৌবনপুষ্ট লোহিতাভ কপোলের নিকট লজ্জিত হইয়া পত্রপুঞ্জে আপনাকে লুকাইতে প্রয়াস পাইত। তাহার প্রকৃতিদত্ত সৌন্দৰ্য্য যৌবনের মোহন তুলিকাস্পর্শে শতগুণে বাড়িয়া উঠিয়াছিল। তাহার সেই উজ্জ্বল নয়ন-তারকা যে দেখিত তাঙ্গার মনে হইত বুঝি রাত্রের শুকতারা তাহা অপেক্ষা নিম্প্রভ এমনি তাহার মিগ্ধোজ্জল घृष्ट्रि ! ডব্লিসকে একবার দেখিলেই যে-কেহ তাহাকে ভাল বাসিবার জন্য ব্যাকুল হইয়া উঠিত ; ডরিস কিন্তু থারসেনড ব্যতীত অন্য কাহাকেও ভাল বাসিত না ; সারা পৃথিবীর মধ্যে তাহার একমাত্র প্রেমপত্র হইয়াছিল থারসেনড ! ডরিস মধ্যে মধ্যে মুকুরে ফলিত আপন প্রতিবিম্ব দেখিত, তাহার ভয় হইত বুঝি বয়সের সঙ্গে সঙ্গে তাহার রূপের উজ্জ্বলতাও কমিয়া যাইতেছে, আর বুঝি সে থারসেনডাকে আপন করিয়া রাখিতে পারে না ! , [ ১৪শ ভাগ, ২য় খণ্ড তাহার সৌন্দৰ্য্য, তাহার বসন-ভূষণ রূপ-যৌবন সকলই যে থারসেনডার জন্ত ! থারসেনডাও ডরিস বলিতে আত্মহারা হইয়া পড়িত। সৰ্ব্বদাই ডরিসের কথায় তাহার হৃদয় পূর্ণ থাকিত । তাহার নিকটে থাকিলে সে আর সারা পৃথিবীর মধ্যে অন্ত কোন আকাঙ্খীর বস্তু খুজিয়া পাইত না । তাহাদিগের এই পরিপূর্ণ সুখের মধ্যে একটি মাত্র দুঃখ ছিল । তাহাদের স্বেচ্ছায় পরিণয় হইবার উপায় ছিল না । বসন্ত উৎসবে যে রমণী সারা দেশের মধ্যে রূপের রাণী বলিয়া নিণীত হইবে তাহার সহিত দেশের শ্রেষ্ঠ সুন্দরের বিবাহ হইবে ইহাই তখন নিয়ম ছিল। ডরিস ভাবিত থারসেনড নিশ্চয়ই শ্রেষ্ঠ সুন্দর বলিয়৷ নির্ণীত হইবে, আর অন্ত কোন রমণী শ্রেষ্ঠ সুন্দরী বলিয়া নির্বাচিত হইবে । তাহাদের ইচ্ছার বিরুদ্ধে উভয়ে তাহার। পরিণীত হইবে । আর অভাগিনী ডরিস শুধু ব্যর্থ হৃদয়ে আকুল বেদনায় সারা জীবন কাদিয়া ফিরিবে ! উঃ কি দুর্ভাগ্য তাহার ! আবার থারসেনুড ভাবিত ডরিস নিশ্চয়ই শ্রেষ্ঠ সুন্দরী বলিয়। নিৰ্ব্বাচিত হইবে, আর অন্য একজন নিৰ্ব্ব|চিত শ্রেষ্ঠমুন্দর যুবকের সহিত ডরিসের শত আপত্তি সত্ত্বেও পরিণয়-ক্রিয়া সম্পন্ন হইয়া যাইবে । অভাগ৷ সে চিরদিন শুধু অতৃপ্ত হৃদযের হাহাকার বুকের মধ্যে গোপন করিয়া জীবনে নরক ভোগ করিবে । কি কঠোর এই বিধিলিপি ! 蔓 蟲 赛 球 দিনের পর দিন চলিয়া গেল। ক্রমে উৎসবের দিন আসিয়া পড়িল । সারা দেশটায় একটা উত্তেজনার সাড়া পড়িয়া গেল। সুন্দর যুবক ও যুবতীর মহলে একটা আশা আতঙ্কের উন্মী বহিয়া গেল । সকলেই আশা করিতেছে আজ আমিই শ্রেষ্ঠ রূপবান বলিয়া প্রতিপন্ন হইব । আশ। বা আনন্দের সঞ্চার হয় নাই শুধু ডরিস ও থারসেনডার চিন্তা-দষ্ট প্রাণে ! কি সে শঙ্কট মুহূৰ্ত্ত। হয় জীবন উৎসর্গ, আর না হয় প্রেমের জয়জয়ন্তী ! -