পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8>ペ বিয়ার জল সহজে মিশরে প্রবেশ করে। তখন ফাইলি দ্বীপ এবং আইসিস মন্দির হইতে জল সরিয়া যায়। নাইল নিউবিয়ায় এবং মিশরে এক-সমতল ভূমিতে অবস্থিত। এক্ষণে ড্যাম অবরুদ্ধ। দুইএকটি ফটক মাত্র খোলা, এজন্য বেশী জল মিশরে মাইতে পায় না । ফলতঃ নিউবিয়ার দিকে নাইলের জল জমিয়া রহিয়াছে । এখানে নদী খুব গভীর—প্রায় ৫০ ফুট । এই কারণে দ্বীপ ও অট্টালিকাসমূহ জলমগ্ন । কিন্তু মন্দিরাদির কোন ক্ষতি হইবার আশঙ্কা নাই । কারণ সমস্ত দ্বীপটাকে আতিশয় শক্ত ভাবে বাধা হইয়াছে।” প্রবাসী—মাঘ, ১৩২১ [ ১৪শ ভাগ, ২য় খণ্ড স্থিত। ভারতমহাসাগরের মেঘ আসিয়া আবিসিনিয় পৰ্ব্বতশৃঙ্গে ঠেকে। তাহার ফলে জুন মাস হইতে আf সিনিয়ায় বৃষ্টি আরস্ত হয় । সেইখানেই আবার আমাদে নাইলনদের নীলশাখার উৎপত্তি । কাজেই আবিসিনিয় যে বর্ষ। হয় তাহার স্বফল মিশরবাসীও ভোগ করে কিন্তু বর্ষার প্রভাব আমাদের অঞ্চলে পৌছিতে অনে দিন লাগে । আগষ্ট মাস হইতে আসোয়ানের “ড্যামে বর্ষ। দেখিতে পাই। এই বর্ষার প্রবল জলধারা বন করিয়া রাখিবার ক্ষমতা মানুষের আছে কিনা সন্দেহ সুতরাং ঘর্ষাকালে নাইলকে স্বাধীনভাবে প্রবাহিত কর নাইলের পাৰ্ব্বত্যথাত অাসোয়নি । আমি জিজ্ঞাসা করিলাম, “আগষ্ট হইতে ডিসেম্বর মাস পর্য্যন্ত নাইলকে মিশরবাসীরা স্বাধীনভাবে প্রবাহিত হইতে দেন কি জন্য ? বৎসরের অন্ত সাতমাস ইহাকে আবদ্ধ রণথিয় লাভ কি?” প্রদর্শক বলিলেন, “ঐ পাচ মাস নাইলের বর্ষাকাল— মিশরে জলপ্লাবনের সময় আমাদের জীবনধারণের উপায় । অবশ্য মিশরে বৃষ্টি বিন্দুমাত্রও হয় না । সুদূর দক্ষিণে নিউবিয়া ও সুডানেরও দক্ষিণে আবিসিনিয়াদেশ অব হয়। পরে যথা সময়ে ইহার জল ধরিয়া রাখিবার জঙ্গ ড্যাম বন্ধ করা হইয়া থাকে। আজকাল ড্যাম বন্ধ । এজন্য নিউবিয়াভাগে নাইলের জল বেশী।” নৌকা হইতে আইসিস মন্দির ও ফাইলিদ্বীপ দেখিয়া ড্যামের পূর্বপ্রান্তে উপস্থিত হইলাম। ড্যামের উপর হইতে দক্ষিণে নিউবিয়া এবং উত্তরে মিশরের অবস্থা বুঝিয়া লইলাম। দেখা গেল নিউবিয়ার নাইল একটা প্রকাণ্ড স্থির সরোবরের মত গুইয়া আছে—চারিদিকে