পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কল্যাণী দেবীর সন্ধানে প্রেরণ করিলেন । এদিকে গৌড়ে সংবাদ পৌছিল যে মহারাঙ্গ ও যুবরাজ নৌকাডুবির পর সপ্তগ্রামে পৌঁছিয়া, ছেন। গৌড় হইতে মহারাজকে খুজিার জন্য দুই দল সৈন্ত প্রেরিত হইল। পথে ধৰ্ম্মপাল কল্যাণী দেবীকে লইয়া তাহদের সহিত মিলিত হইলেন । o সন্ন্যাসীর বিচারে নারায়ণ ঘোষের মৃত্যুদণ্ড হইল। এবং গোপালদেব ধৰ্ম্মপাল ও কল্যাণী দেবীকে ফিরিয়া পাইয়। আননিত হইলেন, কল্যাণীর মাত কল্যাণীকে বপুরুপে গ্রহণ করিবার জন্য মহারাজ গোপালদেবকে অনুরোধ করিলেন । গৌড়ে প্রত্যাবর্ধন করার উৎসবের দিন মহারাজের সভায় সপ্ত সামও রাজা উপস্থিত হইয়। মন্ন্যাসীর পরামর্শক্রমে উtহাকে মহারাজাধিরাজ সম্রাট বলিয়া স্বীকার করিলেন । গোপালদেবের মৃত্যুর পর ধৰ্ম্মপাল সম্রাট হইয়াছেন । র্তাহার পুরোহিত পুরুষোত্তম খুল্লতাত-কর্তৃক হৃতসিংহাসন ও রাজ্যতাড়িত কান্তকুজরাজের পুত্রকে অভয় দিয়া গৌড়ে আনিয়াছেন । ধৰ্ম্মপাল র্তাহাকে পিতৃসিংহাসনে প্রতিষ্ঠিত করিবেন প্রতিজ্ঞা করিয়াছেন । এই সংবাদ জানিয়া কান্তকুজরাজ গুর্জররাজের নিকট সাহায্য প্রার্থনা করিয়া দূত পাঠাইলেন। পথে সন্ন্যাসী দূতকে ঠকাষ্টয়া তাহার পত্র পড়িয়া লইলেন । গুর্জররাজ সন্ন্যাসীকে বৌদ্ধ মনে করিয়া সমস্ত বৌদ্ধদিগের উপর অত্যাচার আরস্ত করিবার উপক্রম করিলেন। এদিকে সমাসী বিশ্বাননের কৌশলে ধৰ্ম্মপাল সমস্ত বৌদ্ধকে প্রাণপাত করিয়া রক্ষা করিবেন প্রতিজ্ঞা করিলেন । সম্রাট ধৰ্ম্মপাল সামস্তরাজ দিগকে সঙ্গে লইয়া কান্যকুঞ্জ রাজ্য জয় করিতে যাত্রা করিয়াছেন । ] চতুর্থ পরিচ্ছেদ । মগধে গৌড়েশ্বর পরদিবস অতি প্রত্যুষে গৌড়ীয় সামন্তগণ একে একে ধৰ্ম্মপালদেবের বস্ত্রাবাসের সম্মুখে সমবেত হইলেন । তাহারা দেখিলেন যে স্বয়ং বিমলনন্দী উন্মুক্ত কৃপাণহস্তে মহারাজের পট্টবাসের দ্বারে শয়ন করিয়া আছেন, তাহার পাদদেশে ধৰ্ম্মপালদেবের পরিচারক কৈ বৰ্ত্ত গোবিন্দ দাস তখনও নিদ্রিত রহিয়াছে । বৃদ্ধ ভীষ্মদেব শিশিরসি ক্রু তৃণক্ষেত্রে তরবারি রাখিয় তাহার উপরে উপবেশন করিলেন, তাহ দেখিয়া সকলে আদ্রভূমিতে বসিয়া পড়িলেন । কমলসিংহ কহিলেন, “মহারাজের বোধ হয় নিদ্রাতঙ্গ হয় নাই ?” বৃদ্ধ উদ্ধবঘোষ কহিলেন, “ন । তাহ হইলে বিমলনন্দী এতক্ষণ বস্ত্রাবাসের দ্বার পরিত্যাগ করিতেন।” ভীষ্ম ।– দেখ কমল, এখানে আর বিলম্ব করা উচিত নহে । শক্র-সেনার যখন সন্ধান পাওয়া যাইতেছে না, তখন যত শীঘ্র সম্ভব বারাণসী আক্রমণ করা উচিত । ধৰ্ম্মপাল 8రిx ~ *-- ~~ SSAS SSAS SSAS SSAS SSASAS SS SAAAA .উদ্ধব – প্রভু, কান্যকুক্সের রাজ্য আক্রমণ করা কি উচিত হইবে ? ভীষ্ম – দেখ উদ্ধব, কান্যকুজরাজ সংবাদ না দিয়া মণ্ডলা আক্রমণ করিয়াছেন, সুতরাং যাহা ইচ্ছা তাহাই করিতে পারি। যখন যুদ্ধ বাধিয়াছে, তখুন সামনীতি অবলম্বন করা মূৰ্গতামাত্র। কান্যকুঞ্জের সেনা বোধ হয় করুষদেশে, ন হয় বারাণসীতে অপেক্ষা করিতেছে । ইন্দ্রায়ুধের দ্বিতীয় সেনাদল আসিয়া পৌছিলে, তাহারা পুনরায় অগ্রসর হইবে। কমল — প্রভু, সত কহিয়াছেন। উদ্ধবঘোষ, অদ্যই শোণ পার হইয়া করুষদেশে প্রবেশ করা উচিত । রণসিংহ – আমারও সেই মত ; কিন্তু মহারাজের আদেশ না পাইলে কিছুই করিতে পারিব না। জয়বৰ্দ্ধন – দেখুন ভীষ্মদেব, বেলা বাড়িয়া চলিল, মহারাঞ্জের এখনও নিদ্ৰতিঙ্গ হয় নাই। তিনি বাহিরে আসিলেই পরামর্শ করিয়া যাত্রার অাদেশ প্রচার করিতে করিতে প্রথম প্রহর অতীত হইয়। যাইবে । আমরা ততক্ষণ নিজ নিজ দলের অশ্বারোহীসেনা অগ্রে প্রেরণ করি। যে পঞ্চ সহস্ৰ সেনা পাটলিপুত্রে রাখিয়া আসিয়াছি, তাহারা অদ্য এখানে আসিয়া পৌছিবে ; তাহারাই শোণ-সঙ্গম রক্ষা করিবে । ঢেঙ্করীয়রাজ কি বলেন ? প্রমথ – দেখুন ভীষ্মদেব, আমরা রাঢ়ের লোক, আমরা যুদ্ধ করিতে জানি ; কিন্তু বাবৃেন্দ্রগণ রাষ্ট্রনীতিতে ও বুদ্ধিমত্তায় চিরকাল আমাদিগকে পরাজিত করিয়া আসিয়াছে। দেখুন এই সামান্ত কথাটা আমাদিগের কাহারও মনে হয় নাই । ভীষ্ম। — প্রমথ, পদুবম্বারাজের কথা সত্য, দেখ গোপালদেবকে সামান্ত লোকে হয়ত ভীরু বলিয়া মনে করিত ; কিন্তু তাহার ন্যায় ধীর, চিন্তাশীল ও ভবিষ্যদৃদশী পুরুষ বোধ হয় বরেন্দ্রভূমিতেও বিরল। তিনি অতীত, ভবিষ্যৎ, বৰ্ত্তমান বিবেচনা না করিয়া কোন কাৰ্য্যে অগ্রসর হইতেন না । তুমি বিমললন্দীকে উঠাও । কমল, তুমি আমাদের দণ্ডধরগণকে ডাকিয়া আন । প্রমথসিংহের আহবামে বিমলনী চক্ষু মাঙ্গন৷