পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪র্থ সংখ্যা ] সংখ্যায় অধিক নহে বলিয়। তাহার দ্বিতীয় সেনাদলের জন্ত অপেক্ষা করিতেছে। এই অবসরে তাহাদিগকে নিৰ্ম্মল করা কর্তব্য, দ্বিতীয় সেনাদল আসিয়া পড়িলে, শত্রুসৈন্ত দুৰ্জ্জয় হইয়া উঠিবে। 輸 ধৰ্ম্ম – তাত ! এই মুষ্টিমেয় সেনা লইয়া কিরূপে শত্রুরাজ্যে প্রবেশ করিব ? ভীষ্ম – শত্রুরাজ্য কোথায় ? করুষদেশ কখনও কান্যকুজরাজের অধীনতা স্বীকার করে নাই । জয়বৰ্দ্ধন – মহারাজের সহিত পঞ্চ সহস্ৰ সেনা আসিয়াছে, বিমলনন্দী পঞ্চ সহস্ৰ অশ্বারোহী লইয়৷ শোণ-সঙ্গমে অপেক্ষা করিতেছে, এই দশ সহস্ৰ সাম্রাজ্যের সেন, এতদ্ব্যতীত আমাদিগের শরীররক্ষী অশ্বারোহীসেনার সংখ্যাও দুই সহস্ত্রের অধিক হইবে । এই দ্বাদশ সহস্ৰ অশ্বারোহী কি বারাণসী অধিকার করিতে পারে না ? ro বিমল -- নিশ্চয় পারে। দ্বাদশ সহস্ৰ কেন, আমি অনুমতি পাইলে আমার পঞ্চ সহস্ৰ লইয়া বারাণসী ছাড়াইয়। কান্যকুন্ডে উপস্থিত হইতে পারিতাম । প্রমথ – আমাদিগের পদাতিক সেনা এখনও কত দুরে আছে ? বিশ্বা।— তাহার চেষ্টা করিলে তিন চারি দিনে এই স্থানে আসিতে পরিবে । ভীষ্ম — পদাতিক সেনা আসিয়া পড়িলে চরণাদি অথবা বারাণসী অবরোধ করা যাইবে ; কিন্তু এখন শোণসঙ্গম হইতে চরণাদ্রি পর্য্যন্ত প্রদেশ অশ্বারোহী সেনার সাহায্যে করায়ত্ত হইতে পারে। কমলসিংহ – মহারাজ, যাত্রার সমস্ত প্রস্তুত ; আপনি আদেশ করিলেই নাসীরগণ অগ্রসর হয় । ধৰ্ম্ম ।— শোণ-সঙ্গম রক্ষা করিবে কে ? বিমল – মহারাজ, আমি পারিব না ; রাখিয়া গেলে আমি উদ্বন্ধনে প্রাণত্যাগ করিব। ধৰ্ম্ম ।— তবে কে থাকিবে ? ভীষ্মদেব, আপনি ? ভীষ্ম।— মহারাজ ! অসম্ভব ; বুদ্ধ ভীষ্ম আজীবন অশ্বারোহী সেন পরিচালনা করিয়াছে, দুর্গ রক্ষা অথবা তীর্থ রক্ষা তাহার কার্য্য নহে। আমাকে ধৰ্ম্মপাল 88 × , প্রমথ – মহারাজ ! এই যুদ্ধে কেছুই .শোণতীরে পড়িয়া থাকিতে প্রস্তুত নহে। সকলেই ভরসা করিয়া আসিয়াছে যে, বারাণসী, চরণাদ্রি, প্রতিষ্ঠান অথবা কান্যকুজের যুদ্ধে জয়লাভ করিবে ? 齡 • ধৰ্ম্ম – কিন্তু পৃষ্ঠরক্ষা ত আবশ্যক ? o উদ্ধব।— মহারাজ, আপনার সকলেই যুদ্ধ করিতে ব্যস্ত, সুতরাং আপনারা সকলেই অগ্রসর হউন, আমি পৃষ্ঠরক্ষার জন্য শোণ-সঙ্গমে অপেক্ষা করিব । কিন্তু মহারাজের চরণে নিবেদন করিয়া রাখিতেছি যে, পদাতিক সেনা আসিয়া উপস্থিত হইলেই আমি তাহাদিগের সহিত যাত্রা করিব । ভীষ্ম — উদ্ধব ! তথন আর শোণ-সঙ্গম রক্ষার জন্য চিন্তিত হইতে হইবে না। ধৰ্ম্ম – উত্তম । ভীষ্ম – মহারাজ ! যাত্রার আদেশ করুন । ধৰ্ম্ম ।— উদ্ধবঘোষের সহিত কত সৈন্য থাকিবে ? জয়বৰ্দ্ধন – দুই সহস্ৰ থাকিলেই যথেষ্ট । রণসিংহ। — তাহা হইলে অবশিষ্ট পাচসহস্ৰ এখন নদ পার হইতে পারে ? शृ* -ईl ।* ভীষ্ম – যে পঞ্চসহস্ৰ অশ্বারোহী পাটলিপুত্রে আছে, তাহারা অদ্য সন্ধ্যায় এখানে আসিয়া পৌছিবে ; উদ্ধব ! তুমি অদ্যই তাহাদিগকে নদী পার হইতে আদেশ করিও । ভীষ্মদেবের কথা শেয হইবার পূর্বেই প্রমথসিংহ ও রণসিংহ শঙ্খধ্বনি করিলেন । শঙ্খধ্বনি শ্রবণমাত্র সেনাদলে শত শত শঙ্খ ও শৃঙ্গ বাজিয়া উঠিল ; তুরী ও ভেরী বাদকগণ তাঁরভূমি পরিত্যাগ করিয়া শোণের বালুকাময় গর্ভে অবতীর্ণ হইল। পরক্ষণেই সহস্ৰ সহস্ৰ অশ্বখুরোথিত ধূলি শোণ-গর্ভ অন্ধকার করিয়া তুলিল, গৌড়ীয় নাসীরগণ জয়ধ্বনি করিতে করিতে সাৰ্দ্ধক্রোশব্যাপী বালুকাক্ষেত্র অতিক্রম করিয়া শোণের পরপূারে পৌছিল ! ধৰ্ম্মপাল ও সামন্তরাজগণ তাহাদিগের পশ্চাদকুসরণ করিলেন।