পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8શ બની ] প্রাসাদে প্রবেশ করিয়া নাগভট্ট কান্যকুব্জ রাজকে নির্দিষ্ট কক্ষে লইয়া গেলেন ও র্তাহার সেবার জন্য একজন কৰ্ম্মচারী নিযুক্ত করিয়া দিয়া স্বয়ং বাহিরে আসিলেন। ইন্দ্রায়ুধের কক্ষের দ্বারে জনৈক প্রৌঢ়যোদ্ধা তাহার জন্য অপেক্ষা করিতেছিল, তাহাকে দেথিয়া নাগভট্ট জিজ্ঞাসা করিফ্লেন, “বাহুক, কতক্ষণ আসিয়াছ ?” যোদ্ধা কহিলেন, “এই মাত্র। ইন্দ্রায়ুধ আসিয়। পৌঁছিয়াছে ?” “ই ; তোমার কথাই সত্য, চক্রায়ুধ বারাণসী ও চরণাদ্রি অধিকার করিয়াছে শুনিয়। এই কুলাঙ্গার ক্ষত্রিয়াধম রাজা রাজধানী পরিত্যাগ করিয়া পলায়ন করিয়াছে । বাহুক, এখন কান্যকুন্ড অধিকার করাই শ্রেয়। ইন্দ্রায়ুধ পুরুষ নহে, রমণী ; তাহাকে কান্যকুঞ্জে রাখিয়া কোনও ফল নাই ।” “পিতৃপিতামহের রাজধানী কি ত্যাগ করিতে আছে ? গুর্জরের বহুতে যদি বল থাকে, তাহা হইলে তিল্পমালই কালে কান্তকুঞ্জ হইয় উঠিবে।” “কিন্তু ইন্দ্রীয়ুধকে কান্যকুঞ্জের সিংহাসনে পুনঃস্থাপন করা বৃথা । ইহাকে শতবার কান্তকুক্সের অধিকার প্রদান করিলেও কোন ফল হইবে না । চক্রায়ুধ যতবার কান্তকুঞ্জ আক্রমণ করিবে, এই ব্যক্তি ততবারই আত্মরক্ষার চেষ্টা না করিয়া পলায়ন করিবে ।” “তবে ইহাকে বন্দী করিয়া চক্রায়ুধের পক্ষ অবলম্বন করা যাউক ৷” “এখন আর চক্রায়ু কে কোথায় পাইবে ? সে এথন বিজয়োল্লাসে উন্মত্ত হইয়া কান্তকুঞ্জে ফিরিতেছে, গৌড়রাজ ধৰ্ম্মপাল তাহার সহায় । আমরা চিরদিন তাহার পিতার ও তাহার সহিত শক্ৰ তাচরণ করিয়া আসিয়াছি । এখন কি আর চক্রায়ুধ গুর্জরের কথায় বিশ্বাস করিবে ?” “সত্য বটে। চক্রায়ুধ এখন কোথায় ?” “শুনিয়াছি প্রতিষ্ঠানে । বারাণসী ও চরণtfদ্র ধৰ্ম্মপালের হস্তগত হইয়াছে। আর ইন্দ্রায়ুধ যখন পলাইয়া আসিয়াছে তখন এতদিন সমস্ত কান্তকুজরাজ্যই বোধ হয় ধৰ্ম্মপালের অধীন হইয়াছে।” “ইন্দ্রীয়ুধ কি বলিল ?” “জিজ্ঞাসা করিল আমরা কবে যুদ্ধে যাইব ।” ধৰ্ম্মপাল 88 °) “কি বলিলে ?” “কিছুই না।” “উত্তম ; উহাকে কিছুদিন ভিল্লমালে বন্দী করিয়া রাথ ।” * 睿 • “কিন্তু যুদ্ধে ত ঘাইতে হইবে ?” * “তুমি পাগল হইয়াছ ? এই রমণীর অধম রাজার জন্য কেন বুথ পরিশ্রম করিব ?” "সত্য ভঙ্গ হইবে না ?” “নহড, তোমার বুদ্ধিটি অতি স্কুল। রাষ্ট্রনীতিতে কি সত্যাসত্য অাছে ?” “তবে কি করিব ?” "নিশ্চিত্ত মনে অতিথিসৎকার।’ "দেখ বাহুক, তোমার স্তায় মিথ্যাবাদী, ক্র বস্থভাব নিষ্ঠুর মনুষ্য আমি আর কখনও দেখি নাই।” “দেথ নহড, এই বাহুকধবল না থাকিলে বৎসরাজের দিগ্বিজয় সম্পন্ন হইত কি ন জানি না এবং র্তাহার পুত্রের রাজ্যও বোধ হয় ঢলিত না ।” “সত্য। তবে চল সভায় যাই ।” “5*լ լ՝ “ইন্দ্রায়ূধকে মঙ্গে লইব ?” “ম ।” “দেখ বাহুক, গোড়গণ নিতান্ত সামান্ত নহে, ধৰ্ম্মপাল দ্বিসহস্র সেনা লইয়া দশ সহস্র কর্তৃক রক্ষিত বারাণসীদুর্গ অধিকার করিয়াছে।” “সত্য নাকি ? কিন্তু বৎসরাজের সময়ে গৌড়বাসী অশ্বারোহী দেখিলে ভয়ে পলায়ন করিত।” “বাহুক, নাগসেন কোথায় ?" “কারাগারে ; অদ্য তাহার বিচার হইবে । নাহুড়, বৃদ্ধ পুরোহিতের প্ররোচনায় অধৰ্ম্মাচরণ করিও ন৷ ” “তুমি যে বলিলে রাষ্ট্রনীতিতে সত্যাস ত্য নাই ?” “ইহ। রাষ্ট্রনীতি মহে ; রাজনীতি।” ক্রমশঃ শ্রীরাখালদাস বন্দ্যোপাধ্যায় । o ബജ്ജ