পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪র্থ সংখ্যা ] বীররস-প্রধান “বেণীসংহার", জয়দেব -প্রসন্নয়tখব", রূপগোস্বামী “বিদগ্ধমাধব", “ললিতমাধব" এবং কর্ণপুর “চৈতন্যচন্দ্রোদয়" নাটক রচনা করেন । এতদ্ব্যতীত “জগন্নাথ বল্লভ” প্রভূতি নাটকও বাঙ্গালtয় বৈষ্ণবযুগে (১৬শ ও ১৭শ শতাব্দীতে) রচিত হয় । ভট্টনারায়ণ ব্যতীত আর সকল নাট্যকারই বৈষ্ণব ছিলেন। শ্রীচৈতন্যদেব নিজ পার্ষদসঙ্গে সাধারণের সমক্ষে কৃষ্ণলীলার ভাবাভিনয় প্রদর্শন করিতেন। তাহতেই বৈষ্ণবধৰ্ম্মে সংস্কৃত নাটকের রচনাঅৈদৃত হইয়াছিল। কিণ্ড এ নাটকগুলি -সমস্তই সংস্কৃত ভাষায় ও সংস্ক ও রীতিতে রচিত। কাজেই এগুলিও সৰ্ব্বসাধারণের বোধগম্য হয় নাই । র্যাহারা সৰ্ব্বপ্রথমে বাঙ্গালী নাটক রচনা করিতে আরস্ত করেন, উtহাদের মধ্যে দুই-একজন সংস্কৃত-রীতি অবলম্বন করিবারই খুব চেষ্টা করিয়াছিলেন। কিন্তু এই রীতি সৰ্ব্বসাধারণের প্রিয় না হওয়ায় সেই অবধি বাঙ্গাল। নাটকে ইহা চিরপরিত্যক্ত হইয়াছে । বাঙ্গtলা নাটক সংস্কৃত নাটকের বিশিষ্ট রীতি ও পদ্ধতি পরিত্যাগ করিয়া পাশ্চাত্য নাটকের আদর্শ গ্রহণ করিয়াছে । ইংরাজেয়া কলিকাতায় নিজেদের চিত্তবিনোদনের জন্য The Play House নামক রঙ্গালয়ের প্রতিষ্ঠা করেন। ভরত প্রণীত প্রাচীন নাট।শাস্ত্রে আমরা "নাট্যমণ্ডপ", রঙ্গপীঠ (stage), প্রেক্ষকপরিষৎ ( Auditorium ), যবনিক প্রভূতির উল্লেপ ও বর্ণনা পাই, এবং প্রাচীন ভারতে যে নাট্যাভিনয়ের জন্য রঙ্গালয় নিৰ্ম্মিত হইত তাহাতে কোনও সন্দেহ নাই । কিন্তু ইংয়াজের আমলের প্রথমে বাঙ্গালী সে-সকল কিছুই জানিত না । অন্যান্ত কলাবিদ্যার স্থায় নাট্যকলাও দেশে লোপ পাইয়াছিল । তাই ১৭৮০ খৃষ্টাব্দে “Calcutta Theatre’a Ho-i Comedy of Beaux Stratagcini, Comcdy of Fountling, School for Scandal, Malionict. * * Ríð’s 3 Like Master like man, Citizen of: প্রহসন অভিনীত হইতে লাগিল, তখন বাঙ্গালী এক নূতন জিনিধ দেখিল । বাঙ্গালীর তখন থাকিবণর মধ্যে ছিল এক যাত্র । ১৮২১ সালে “কলি রাজার ঘাড়া" অভিনীত হইয়াছিল, এই বার্ক ‘‘সংবাদকৌমুদী", নামক পত্রিকাতে পাওয়া যায়। সে কালের যাত্রাতে কথোপকথন অপেক্ষা গীতের সংপাই অধিক থাকি ৩। কৃষ্ণকমল গোস্বামী নবদ্বীপে “নিমাই সন্ন্যাস’ ও ঢাকায় “স্বপ্নবিলাস", “রাইউন্মদিনী,” “বিচিত্রবিলাস”, “ভরতমিলন”, “কুবল-সংবাদ" প্রভূতি যাত্রার পালা রচনা করিয়া ও তাঁহাদের অভিনয় করাইয়। সবিশেষ প্রসিদ্ধিলাভ করেন । কিন্তু যাত্রা অধিকদিন ধরিয়৷ বাঙ্গালীকে তৃপ্ত করতে পারিল না । ইংরাজদের রঙ্গালয়ে ইংরাজী অভিনয় দর্শনে ও ইংরাজী নাটক পাঠে ইংরাজীশিক্ষিত বাঙ্গালী নূতন ধরণের নাটারস আস্বাদন করিতে লালায়িত হইলেন। কিন্তু তখন ইংরাজী নাটকের ন্যায় কোন গ্রন্থ বঙ্গলা ভাষায় ছিল না। তাই সৰ্ব্বপ্রথমে যখন বাঙ্গালীর মনে নাট্যানুরাগ সমুদিত হইল তখন তাহারা ইংরাজী নাটকই অভিনয় করিতে প্রবৃত্ত হইলেন। ১৮৩২ খৃষ্টাব্দে জানুয়ারি মাসে প্রসন্নকুমার ঠাকুরের উদ্যোগে হোরেস হেম্যান উইলসনৃ সাহেব কর্তৃক ইংরাজী ভাষায় অনূদিত সংস্কৃত “উত্তর-রাম-চরিতের" অভিনয় হয়। সংস্কৃত নাটকের অম্ববাদের অভিনয়ে দর্শকগণ তৃপ্ত হইবেন না ভাবিয়া, ইহার “উত্তর-রাম-চরিতের” অভিনয়ের পরেই সেক্ষপীয়রের “জুলিয়াসু সাঁজার” নাটকের শেষ স্ক অভিনয় করেন। পরে এই অভিনেতাগণ জাফর-গুল্নেয়ারসম্পর্কিত কোনও দৃশুকাব্য অভিনয় করেন, এই रुषेों७ ॐन1 शॉन्न ! কষ্টিপাথর–বাঙ্গাল নাট্যসাহিত্যের পূর্বকথ। 86 X এই সময় কলিকাতায় সাতু সি (Suns sori): নামক ইংরাজী নাট্যশালা প্রতিষ্ঠিত হইয়া ছিল । সুপ্রসিদ্ধ সংস্কৃতজ্ঞ হোরেস হে’ম্যীশূ উইলসনৃ ( wilson ), ইংলিশম্যান পত্রিকার সম্পাদক ষ্টকুলার (Stocquler ), বোর্ডের সেক্রেটারি টরেন্স ( Torrens) q«R কলিকাতার ম্যাজিষ্ট্রেট হিউম ( Hume)"প্রভৃতি অনেক সুপণ্ডিত সুন্ধান্ত এবং উচ্চপদস্থ ব্যক্তি এই নাট্যশালায় অভিনয় করিতেন । তাৎকালীন হিন্দু কলেজের অধ্যাপক ডি, এল রিচার্ডসন সাহেব আতিশয় নাট্যানুরাগী ছিলেন ও তিনি ছাত্রদিগকে এই নাট্যশালার অভিনয় দেখিতে বিশেষভাবে উৎসাহিত কল্লিতেন । এই প্রকারে অধ্যাপকের উৎসাহে ও ইংরাজী নাট্যশালার অভিনয় দেখিয়া ছাত্র44 foc-inston afârgătăl off to a White Houses নাট্য অভিনয় কয়িয়া যশস্বী হয় । হিন্দু কলেজের ছাত্ৰগণের অভিনয় cosol Oriental Seminary; stoos &#ife on to 6 Julius C; serএর মংলা দিতে থাকে । কিন্তু নানা কারণে ইহার। উক্ত নাটকের অভিনয় করিতে পারে নাই। ১৮৫২ খৃষ্টাব্দে মেট,পলিটান একাডেমির ছাত্ৰগণ জুলিয়াস্ সঙ্গার অভিনয় করে । **H frget=t "|tä Oriental Seminary:" +f="$ zvokst ছাত্র সেক্ষপায়রের কয়েকখানি নাটক অভিনয় করে । রায়গুণাকর ভারতচন্দ্ৰই সৰ্ব্বপ্রথমে বাঙ্গালা নাটকে বাঙ্গালীর দ্বারা বাঙ্গলা ভাষায় কথাবাৰ্ত্ত প্রবর্তনের চেষ্টা করেন। উtহার মৃত্যুর পূৰ্ব্বে “চণ্ডী” নামক যে নাটকখনি লিখিতে আরম্ভ করিয়াছিলেন, তাহাতে হিন্দী, পারসী ও সংস্কৃতের সহিত বাঙ্গল ভাষাও ব্যবহার করিয়াছিলেন। "চণ্ডী" নাটক সংস্কৃত-রীতিতে রচিত । সংস্কৃত নাটকে পাত্র-পাত্রী-বিশেষ প্রাকৃত প্রভৃতি ভাষায় কথাবার্তা কহিতেন । এই প্রমাণেই বোধ হয় ভারতচন্দ্র চওঁীনাটকে বাঙ্গলা, হিন্দী ও পারসী ভাষা প্রয়োগ করিতে সাহসী হইয়াছিলেন। নিম্নোদ্ধত ষে অংশটুকুমাত্র,ভারতচন্দ্র লিপিয়া যাইতে পারিয়াছেন, তাহা হইতে বোধ হয় যে, নাটকখানি সম্পূর্ণ হইলে এক অদ্ভুত জিনিব হইত। বহুবিধ ভাষার এরূপ একত্রসমাবেশের উদাহরণ অত্যস্ত বিরল । চণ্ডী নাটক । [ হএধlর এবং নটীর রাজসভায় প্রবেশ । ] সংগ্ৰায়ণ ধদশেষ কৌতুক কথাঃ পঞ্চাননো পঞ্চভিবৈিক্ত-বাদ্যবিশালকৈউমরুকোথানৈশ্চ সংনৃত্যুতি । পাতন্মিনূ দশবাহুভিদশভূজা তালং বিধাতুং গতা সা দুর্গ। দশদিক্ষু ব: কলয়তু শ্রেয়াংসি ন: শ্রেয়সে ॥ [ নটীর উক্তি ] শুন শুন ঠাকুর মৃত্যবিশারদ সভাসদ সারি চতুরী । নূতন নাটক নুতন কবিকৃত হাম ক্টোহি নূতন নারী ॥ ক্যtয়সে বাতায়ৰ ভাব ভবাণীকে ভীতি ভৈ মুঝে ভারি। দাস ব-দলনে ধরণী-মণ্ডলে তারিণী লে অবতরি } গুরুসম ধীর বীরসুম শুনহ সম সগুণ মুরারি। কৃষ্ণচঞ্জ নৃপ রাজ-শিরোমণি "ভারতচন্দ্র বিচারি। সূত্রধারের উক্তি ] রাজ্যে হস্ত প্রপিতামহে! নরপতি রুদ্রোহ ভবন্দ্রবিব— স্তৎপুত্র: কল রামজাদু ইতি খ্যাত; ক্ষিতীশে মহাৰু। তৎপুত্রে রঘুরামরায়নৃপতিঃ শাণ্ডিলাগোত্রাগ্রণী— স্তৎপুত্রোইয়মশেষধীরতিলক: শ্ৰীকৃষ্ণচন্দ্ৰে নৃপ: .