পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

• –ي. -ء -r--, ,xم , rTم --ہیبی۔۔۔حمی ہحیرہ۔ জন্য আমি একবার নাট্যকার সাক্ষাৎ করিতে গেলাম । তখন বেলা প্রায় সাতট। হেমেন বাবু সেই মাত্র নিদ্রা ত্যাগ করিয়া চা-পান করিতে বসিয়াছিলেন । আমায় দেখিয় তিনি একেবারে উগ্ৰমূৰ্ত্তি ধারণ করিলেন। রূঢ়স্বরে বলিলেন,-“আবার কি ? কোন খানটা বদলাতে হবে বুঝি ? তা যদি হয় ত আপনি সোজা পথ দেখতে পারেন ;–আমি আর একটা কথা, এমন কি একটা কম পুর্ণচ্ছেদও বদলাব না।—ত আমার নাটক অভিনয় করুন অার নাই করুন। আপনাদের কাছে নাটকট দিয়ে যে কি ঝকৃমারি কাজ করেছি তা বলতে পারি না । দেখুন মশায় ! সব জিনিষেরই একট। সীমা আছে । রোজ রোজ এটা বদলান, ওখানটা এই রকম হ'লে ভাল হয়, সেখানটা বাদ দিন, এ আর বরদাস্ত হয় ন । তার চেয়ে বরং বইখানা ফেরৎ দিন, আমার নাটকের আর অভিনয় হয়ে কাজ নেই। যেমন কৰ্ম্ম তেমনি ফল হয়েছে, সবই আমার বরাত ! আর দেখুন......” আমি অতিকষ্টে হাস্য দমন করিবার চেষ্টা করিতেছিলাম কিন্তু পারিলাম না । তিনি আমায় হাস্ত করিতে দেখিয়া অধিকতর ক্রুদ্ধ হইয়া বলিলেন,—“তা হাসবেন বইকি ! হাসতে ত আর কষ্ট হয় না ! যদি জানতেন, যদি বুঝতেন যে এতে লেখকের মনে কতট। আঘাত লাগে—কত কষ্ট......” এবার হাস্য দমন করিয়া তাহার কথায় বাধা দিয়া আমি বলিলাম,—“থামুন মশায়, থামুন, আমি সে জন্যে আসিনি, এসেছি অন্ত কাজে ।” আমার কথা শুনিয়া তাহার ক্রোধ দ্বিগুণ হইয়া উঠিল । তিনি তর্জন করিয়া বলিলেন--"অন্ত কাজে যদি এসেছেন ত এতক্ষণ বলেন নি কেন ?” তারপর কিয়ৎক্ষণ নীরবে চা পান করিয়া বলিলেন,—“তবে ? —আবার কি কাজ ?” “কাজ আছে, বলি শুকুন,—আপনার নাটকখানি যাতে খুব জাকাল রকমে অভিনয় হয় তারই একটি ব্যবস্থা করতে হবে ।” হেমেন বাবুর সহিত 8(?® প্রবাসী—মাঘ, ১৩২১ [ ১৪শ ভাগ, ২য় খণ্ড ベー、ベー、/--ペ、ペー、ヘー、_ヘヘヘヘヘヘー ヘヘ下トへヘヘヘ*「ト আমার কথায় নাট্যকার একেবারে আশাতী প্রীতি লাভ করিলেন । স্মি ত হাস্যে বলিলেন,—“দেখু দেবেন বাবু, কাল রাত্রে ছারপোকার কামড়ে একবারে জন্যে চোখ বুজতে পাইনি ! শরীরটা ভারি অস্বস্থ রাগের মাথায় যদি আপনার কোন অসম্মান করে থাf ত মাফ করবেন। তারপর কি বলছিলুম ?—ই্যা, ত্ব আপনি কি করতে বলেন ?” “আমি য; মতলব করেছি তা একেবারে চমৎকার আপনাতে আমাতে কাশ্মীর গিয়ে......” হেমেন বাবু আমার কথায় বাধা দিয়া বলিলেন,— "কাশ্মীরে গিয়ে ? অ্যা, দেবেন বাবু, বলেন কি আপনি ভারতের সেই উত্তর সীমা কাশ্মীরে আমরা যাব ? ন না, তা হতেই পাবে না ; অন্য কোন যুক্তি থাকে । বলুন ।” র্তাহার বপুখানি যেমন স্কুল, স্বভাবও তেম! অলস। এক স্থান হইতে স্থানান্তরে যাইতে হইলে তাহা মস্তকে ষেন অশনিসম্পাত হয় । আলস্য ব্যতী র্তাহার আর এক বাধা ছিল, সেটি দ্বিতীয় পক্ষের পত্ন মনীষী ! বৃদ্ধের তরুণী ভাৰ্য্যা হইলে সৰ্ব্ব স্থানে যা হইয়া থাকে এ ক্ষেত্রেও তাহাই হইয়াছিল। র্তাহার এ প্রৌঢ়াবস্থায় তিনি ষোড়শী পত্নী মনীষ বলিতে অজ্ঞা হইতেন। সৰ্ব্বদা তাহার অঞ্চল প্রান্তে আপনাকে বাধি রাখিতে চাহিতেন । কাজেই তিনি যে কাশ্মীর গমে একান্ত অসন্মত হইবেন তাহাতে আমার কিছুমাত্র সন্দে ছিল না। সেই জন্য আমি পুৰ্ব্ব হইতেই প্রস্তুত হই অtসিয়াছিলাম । সহস্যে র্তাহাকে অভয় দিয়া বলিলাম,—“অt না না । সত্যি-ই কি আমি কাশ্মীরে যেতে বলছি তা নয়, মাস তিনেক আপনাতে অামাতে একটা পাড় গায় গিয়ে লুকিয়ে থাকব । এদিকে আমার কৰ্ম্মচা নিত্য সংবাদপত্রে খবর পাঠাবে—“ইউনিয়ন থিয়েটারে অধ্যক্ষ ‘কাশ্মীর-গৌরব’ নাট্যকারের সহিত কাশ্মীরে ঐতিহাসিক ছবি সংগ্রহার্থ ও তথাকার রীতিনীতি পর্য বেক্ষণের জন্ত কাশ্মীরে গমন করিয়াছেন । এবার বিরা ব্যয়ে অভিনব ভাবে কাশ্মীর-গৌরবের অভিনয় হইবে