পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8৬৮ বাকু সংযমের আড়াবে কবির ভালো উদ্দেশ্বটি ব্যর্থ হইয়াছে কি না সে বিষয়ে খুবই সঙ্গেহ রহিয়াছে। কবির অকপট সরলতাকে কিন্তু আমরা সৰ্ব্বাস্তঃ করণে প্রশংসা করি । ইবসেন বর্ণিত Chamberlain Alvingএর একমাত্র পুত্রের বিষাদ-কাহিনী পাঠে অাষীদের sovoi coal-ston's, Damaged Goods as Georges Dahontএর বিবাহ এবং তা হtয় বিযময় ফলের ব্যাপার পাঠ করিয়াও আমাদের হৃদয় কম দ্রবীভূত হয় না । চীনেম্যানও ঢাক্তারদের ঠাট্টা করিতে ছাড়ে না— (B. M. J.) পুথিবীর সকল দেশে, সকল জাতির মধ্যে চিকিৎসকদের উদ্দেশে নানা প্রকার বিদ্রুপ ও শ্লেষ স্বাক্য প্রচলিত আছে । এ বিষয়ে চীনেম্যানও বাদ যান না । চীনেম্যানূ বলে ডাক্তারের ঔষধ থাইয়া ষেসব লোক ভবসমূঞ্জের ওপারে গিয়াছে, তা হাদের প্রেতাত্ম। আসিয়া ডাক্তারের দরজায় হানা দিয়া বসিয়া থাকে । ডাক্তারকে চটাইবার জন্য চীনেম্যান নিয়ের গল্পট। প্রায়ই করিয়া থাকে । একবীর একট। ষোদ্ধার শরীরে একট। তাঁর প্রবেশ করে। বেচার একটি অস্বচিকিৎসক ( সার্জন ) ডাক্তারের শরণ লয় । তীরের ষে অংশটা বাহিরে দেখা যাইতেছিল, সার্জনটি সেইটুকু কাটিয়া ফেলিয়া দর্শনী চায়। রোগী বলে “তারের ষে অংশটুকু ভিতরে আছে, তাহার কি হইবে ।" ডাক্তার মাথা নাড়িয়া বলে “ওর জন্য physician ফিজিসিয়ানের কাছে যাও, ওর চিকিৎসা উtহারই কাজ–সার্জনের ( অস্ত্রচিকিৎসকের ) নয়। শরীরের বাহিরের চিকিৎসাতেই সার্জনের অধিকার ” আর একটি ডাক্তারের বিষয়ে এইরূপ প্রবাদ প্রচলিত আছে । এ ডাক্তারটি বিজ্ঞাপন দিতেন, কু’জ চিকিৎসায় তিনি বিশেষ-পারদর্শী। ধনুকের মত বাক৷ কু’জও তিনি অবলীলাক্রমে সোজা করিয়া দিতে পারেন । র্তাহার কথায় প্রলুব্ধ হইয়া একবার একটা কুজো তার নিকট চিকিৎসা করিতে যায় । ডাক্তার একজোড়া তক্ত আলিয়া, একখানা মাটিতে পাতিল এবং রোগীকে তাহাঙ্কু উপর শোয়াইল । অপর তক্তাখানা তাহার উপর রাখিয়া দড়ি দিয়া কষিতে লাগিল। যন্ত্রণায় রোগী ভ্ৰাহি ত্ৰাহি ডাক ইকিতে লাগিল ৷ ডাক্তারের তাঁহাতে ক্ৰক্ষেপও নাই । কু"জ তো সোজা হইল কিন্তু তার আগেই রোগীর প্রাণপাখাটিও উড়িয়া গিয়াছিল । রোগীর আত্মীয় স্বজনরা ইহার জন্য অমুযোগ করিতে থাকায় ডাক্তার স্থির অবিচলিত ভাবে উত্তর করিল---“আমাকে অন্যায় তিরস্কার করছ কেন ? কুজ সোজ। করাতেই আমি পারদর্শী, রোগী বাচুক কি মরুক সে দেখা তো আমার কাজ নয় ।” মোটের উপর বলিতে গেলে ডাক্তারের operationটি ( অস্ত্রোপচার ) যে successful ( সফল ) হয়েছিল, তাহাতে আর কোন সন্দেহ নাই । রোগী মরিয়াছিল সে কথাও মিথ্যা নয় । কিন্তু সেটা তো একটা accident (দৈব ঘটনা ) বইতো নয় ? আমন accident সকল দেশেই খুব হযোগ্য ডাক্তারের হাতে কতবার হয় । শ্ৰীজ্ঞানেন্দ্রনারায়ণ বাগচী, এল-এম-এস । _ প্রবাসী—মাঘ, ১৩২১ [ ১৪শ ভাগ, ২য় খণ্ড পুস্তক-পরিচয় রোসেনা—শ্ৰীপ্ৰফুল্লকুমার বস্ব প্রণীত। প্রকাশক—গ্রন্থক নিজেই । ৭৭ গড়পার রোড কলিকাতা ১৩২১। ডঃ ক্রীঃ ১৬ ত ৫৪ পৃষ্ঠা চটি বই। মূল্য আট আনা । বইটির অম্বুবাদের স্বত্ব গ্রন্থক কড়া রকমে বজায় রাখিয়াছেন ও উtহার সহি ছাড়া কোনো আসল নয় বলিয়াছেন । এখানি নাটক । গ্রন্থকারের ধারণ বঃ অমূল্য ও অতুল্য। এক হিসাবে তাহ! ঠিক। পড়িলে কেহ ই৷ সম্বরণ করিতে পারিবে না । শ্ৰীক্ষীরোদকুমার রায় । মায়ার শৃঙ্খল—শ্ৰীশ্ৰীপতিমোহন ঘোষ প্রণীত এবং ৬ ধৰ্ম্মত লেন, শিবপুর হইতে গ্রন্থকার কর্তৃক প্রকাশিত ডবল ক্রাউ ষোড়শাংশিত ৯৯ পৃঃ । মূল্য আট আন । স্নেহলতার মৃত্যুর পর বাংলা দেশে দিন কতক হুলুস্কুল পড়ি গিয়াছিল । সভা সমিতির অস্ত ছিল ন-শিক্ষিত যুবক দল প্রতি করিতেছিলেন বিনাপণে বিবাহ করিবেন । কিন্তু এ দেশের সক আন্দোলনের ধেমন করিয়া অবসান হয়, পণপ্রথা উচ্ছেদ করিবা আন্দোলন ও সেই রূপেই নিভিয়া গেল—কোলাহল হইল যথেষ্ট, কা কিছুই হইল না,-স্নেহলতার মৃত্যুর পূৰ্ব্বে যেমন, এখনো তেম পুত্রের পিতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় পুত্রের সাফল্যের মূল্যস্বর BBBSBBBB BBB DBB BB BBS BB BSBBB BBBD D দেখি৩েছেন, এবং পিতৃ ভক্ত শিক্ষিত পুত্র শ্বশুরের ভিট। মাটি উচ্চ দিয়া উtহার কন্যাকে শ্ৰীoরণের দাসী করিয়া বিপুল আত্মপ্রস লাভ করিতেছেণ । সমালোচ্য উপস্যাসখানি উপরোক্ত আন্দোলনের ফল । দরিদ্রে কন্যা মায়ার জন্য যুবক মহিমারঞ্জন বিণtশ৭ে পাত্র স্থির করি দিতে কস্তার মা তার নিকট প্রতিশ্রু ত ছিল । সে অনেক চেষ্ট্র করিল কিন্তু বিনাপণে সুরূপ। মায়াকেও কেহই গ্রহণ করিতে সন্ম হইল না। অগত্য সত্যনিষ্ঠ মহিম পত্নী বর্তমান থাকা সত্ত্বেও দরিদ্রা জাতি রক্ষা করি বার জন্য বাধ্য হইয়! মায়াকে বিবাহ করিল । বিব। হের পর মায়া স্বামীগৃহে পদার্পণ করিবামার মহিষের প্রথমা পত্ন প্রিয়বালা অভিমানভরে পিতৃগৃহে চলিয়া গেল। মায়ও স্বামীর কাে ধরা দিল না-- সে কে বলি ভাবিত ষে তাহার আগমনে মহিষ প্রিয়বালার মধ্যে এই বিচ্ছেদ ঘটিল। ওদিকে প্রিয়বালা পিতৃগৃহে গিয়া পূজাৰ্চনার মধ্যে মনকে ডুবাইয়া দিয়া স্বামীকে ভুলিবা বৃথা চেষ্টা করিতে লাগিল । প্রসবাস্তে স্থতিক রোগে আক্রাং হইয়! মায়। যখন মল্লিতে বসিয়াছে তখন সংবাদ পাইয়া প্রিয়বাল আসিয়া উপস্থিত হইল । দুঃখিন মায়। প্রিয়বালার হাতে স্বামী । পুত্রকে সপিয়া দিয়া নিশ্চিন্ত মনে প্রাণত্যাগ করিল। এই কাহিনী লইয়া ই উপহাসখানি রচিত । অণজ কলিকা অধিকাংশ উপন্যাসে আয়তন, ছাপা ও মলাটের বাহার ছাড়া অই কোনো বিশেষত্ব নাই, “মায়ার শৃঙ্খল" বাহচাকচিক্যৰর্জিং একথানি ছোট উপন্যাস, কিন্তু সুলিখিত। প্রাঞ্জল মার্জিত ভাষা রচিত এই উপন্যাসখানি পাঠ করিয়া আমরা মথেষ্ট আনঙ্গ পাইয়াছি গ্রন্থকার হৃদয় দিয়া বইখানি লিখিয়াছেন, সেইজন্য র্তাহার বক্তব্যগুৰি পাঠকের চিত্ত স্পর্শ করে । মনস্তত্ত্ব বিশ্লেষণে গ্রন্থকারের শক্তি পরিচয় পুস্তকের অনেক স্থলেই পাওয়া যায় এবং উহার উদার স্বাধী ষতগুলি গ্রন্থমধ্যে সুপরিস্ফুট ।