পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্যা ] 靈 SAASA SAASAASSAJMSeSAS SSAS SSAS SSAS मांझे ॥ ५9 चरशाँ কি করা কর্তব্য স্থির করার পূৰ্ব্বে একবার বাঙ্গালী কেরাণীকে দুচার দাবড়ী দিয়া কি ফলাফল হয় দেখ্রিবার জন্ত সাহেব নীরদ বাবুকে ডাক দিয়াছিলেন । е * সজোরে মাটিতে বুট ঠকিয়া বাবুকে বেশ চোর বানাইয়া দিয়া সাহেব হাসিমুখে বাঙ্গালার ভিতর আরামকেদারায় গুইরা ওইয়া মনে মনে হাসিতে লাগিলুেন “ড্যাম বাঙালী ! দুই তাড়ায় পাঁচশ টাকার কাজ আদায় করা গেল—এমন ন হইলে বাঙ্গলা দেশ !” 象 ( & ) প্রহৃত সারমেয়ের মত সাহেবের বাঙ্গালা হইতে নীরদ বাবু একেবারে বাসায় ফিরিলেন। টাকা চুরির ব্যাপারটা তাহার নিকট স্বপ্নের মত বোধ হইতে লাগিল। কিন্তু তাই বলিয়া ত উদ্ধার নাই, এ যে সফল স্বপ্ন। ছার ৪০ টাকার জন্য দূরদেশে আসিয়া অপমানিত লাঞ্ছিত ক্ষতিগ্রস্ত । নীরদ বাবুর মনে মনে জীবনে ধিক্কার জন্মিল। পাহাড়ের প্রকাও উচু রাস্ত দিয়া আসিতে আসিতে এক একবার মনে হইতে লাগিল “এখান হইতে লাফাইয়া পড়িয়া এ অবমাননী লাঞ্ছনার শেষ করি । আর এ জীবনধারণে কাজ নাই। ৫৫৩২ টাকা কোথার পাইব ? ৪০ - মাহিনী পাই । খাই-খরচ ব্রাদে যাহা থাকে বাড়ীতে এক বৃহৎ সংসারের ভরণপোষণের জন্ত পাঠাইতে হয়। ৫•• < শত টাকা কখনও এজীবনে জমাইতে পারিব কিনা সন্দেহ। কিন্তু এ টাকা না দিলে ত চাকুরী থাকিবে না—শুধু তাই কেন ? ইচ্ছা করিলেই সাহেব জেলে দিতে পারে।” মনের মধ্যে এ সমস্ত ভালোচনা করিতে করিতে নীরদ বাবুর মনে হইতে লাগিল আকাশ যেন তাহায় মাথার উপর তাঙ্গিয়া পড়িতেছে । চারিদিকেয় উচ্চ গিরিশৃঙ্গ যেন টলিয়া পড়িতেছে। কি উশ্বায়ে এখন টাকা সংগ্ৰহ করিতে হইবে সেই চিন্তা তাহাকে স্বালাতন করিয়া তুলিল—“জগতে এমন কোন বন্ধু নাই যে চিঠি লিথিয়া বা টেলিগ্রাফ করিয়া পাচশ টাক আনাই। তাই যদি থাকিবে তবে আজ এ দুর্দশ কেন ?" . পরিহাস ・ヘヘ入 تیر ۹ - ۶ی ۸-۶ یا کمر \ూసి ভাবিতে ভাবিতে বাসায় অসিলেন-প্রাণের ভিতরট) যেন হু হু করিতে লাগিল । এ সময়ে এমন কেহ নাই থে একটা বুদ্ধির কথা বলিয়৷ সাহস দেয় । ইচ্ছা হইল একবার চীৎকার করিরা কাহাকেও ডাকেন। হঠাৎ মনে পড়িল বাহাদুর আছে। বাটীর চেষ্টকাঠ fঙঙ্গাইয়া প্রাণ ভরিয়া ডাকিলেন “বাহাদুর : ; বাবুর আসিতে দেরী হইতেছিল দেখিয়ু বাহান্থর একটু ব্যস্ত হইয়াছিল । বাবুর ডাক শুনিৱ মাত্র গালভরা উত্তর দিস “বাবু সাব।” সমস্ত পৃথিবী নীরদ বাবুকে উপেক্ষা করিলেও তাহার বাহাদুরের কাছে র্তাহার সম্মানের অভাব নাই । সাহেবের কাছে অপমানিত হইয়া নীরদ বাবুর ক্ষতবিক্ষুত হৃদয়ে এই প্রভূভক্ত পাহাড়িয়ার কণ্ঠস্বর যেন অপার শান্তি, আনয়ন করিল, প্রাণের আবেগে একবার ইচ্ছা হইল তাহার বলিষ্ঠ দেহটা বুকে জড়াইয়া ধরেন। ঘরের ভিতর ঢুকিয়! একখান চেয়ারে ধপ করিয়া বসিয়া পড়িলেন। বাহাদুর কোন দিন বাবুর এরকম বৈলক্ষণ্য দেখে নাই। সে আজ একটু কেমন হইয়া গেল। তাহার মনে হইল হয় ত বাবুর অসুখ করিয়াছে । কাছে, আসিয়া বলিল-“বাবু অমুখ করেছে নাকি ?” “না বাহাদুর, অমুখ করেনি।" র্তাহার নামে যে ঘোর দুরপবাদ অর্পিত হইয়াছে তাহা তাহার পরম ভক্ত ভূত্যের কাছেও বলিতে কষ্ট বোধ হইতেছিল। ক্ষোভে মৰ্ম্মাহত হইয়া এবং আণ্ডবিপদের চিন্তায় তাহার মাথা ঘুরিয়া পড়িতেছিল। “বাৰু, দেশসে কি কোন খবর আইয়েছে ?” “না বাহাদুর, দেশ থেকে কোন খবর আসেনি।” “তুব আপনার কি হইয়েছে ?” “আমার মাথা হয়েছে, আমার মুণ্ডু হরেছে।" বলিয়া নীরদ বাবু চৌকি ছাড়িয়া বিছানার উপর মাথায় হাত দিয়া গুইরা পড়িলেন । ” বাহাদ্বয় কোন বিশেষ কারণ বুঝিতে পারিল না। খানিক ভাবিয়া কি উপায়ে বাবুকে, মুস্থ করা মাইবে তাহাই চিন্তা করিতে লাগিল। বলিল “বাবু স্নান করবেন না ?”