পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬১৮ কণ্ঠমূৰ্ত্তি 8০ • ০ বৎসরের পূৰ্ব্বে নিৰ্ম্মিত । প্রাচীন মিশঃত বিষয়ক মিউজিয়াম হইতে মুসলমানী মিশরতত্ত্ববিষয়ক মিউজিয়ামে গেলাম । খাটি মুসলমানী দ্রব্যের সংগ্ৰহালয় কাইরোর এই মিউজিয়াম ব্যতীত আর কোথাও আছে কি না জানি না । বাস্তশিল্পের বিভিন্ন অঙ্গই এই মিউজিয়মে প্রধানতঃ প্রদশিত হইয়াছে । কিন্তু মোটের উপর, মিউজিয়াম-গৃহ এখনও ক্ষুদ্ৰ— অনেক বিষয়ে অসম্পূর্ণ। এই মিউজিয়ামের দর্শনীয় বস্তুর তালিকা ম্যাকুম হার্জ বে কর্তৃক জাৰ্ম্মান ভাষায় প্রস্তুত করা হইয়াছে । তাহার এক ইংরেজী অনুবাদও আছে। প্রবাসী—ফাঙ্কন, ১৩২১ [ ১৪শ ভাগ, ২য় খণ্ড এই গ্রন্থ পাঠ করিলে মুসলমানী শিল্পের ইতিহাস অবগা হওয়া যায় । গ্রন্থ বেশ সুলিখিত। র্যাহারা ভারতে মুসলমান মসজিদ ও কবর ইত্যাদি সম্বন্ধে গবেষণ করিতেছেন তাহার এই গ্রন্থ পাঠ করিলে সহজে অনেব কথা শিখিতে পারিবেন। এই আরব মিউজিয়ামের সঙ্গে একটা প্রকাণ্ড গ্রন্থ। গার অাছে । তাহার মধ্যে প্রায় একলক্ষ গ্রন্থ রক্ষিত হইতেছে । প্রধানতঃ মুসলমানী সাহিত্যই এই গ্রন্থাগারে পাওয়া যায় । এই মিউজিয়ামে বেড়াইতে বেড়াইতে মনে হইতে লাগিল— মধ্যযুগে মুসলমানেরা এসিয়া, ইউরোপ ও আফ্রিকা—সকবলই প্রতাপশালী ছিলেন । হয় সাম্রাজ্য, না হয় খণ্ডরাজ্য, প্রদেশ-রাজ্য বা অধীনরাজ্য ইত্যাদি প্রবর্তনপূৰ্ব্বক মুসলমানসমাজ চীন হইতে স্পেন পৰ্য্যন্ত প্রভাব বিস্তার করিয়াছিল । এই সমাজের ভিন্ন ভিন্ন অঙ্গে পরম্পর সম্বন্ধ কিরূপ ছিল তাহ অনুসন্ধান কর। আবশ্যক । স্পেনের সঙ্গে মিশরের, মিশরের সঙ্গে ভারতের, পারশ্বের সঙ্গে তুরস্কের, এবং পরস্পরের সঙ্গে পরস্পরের কিরূপ ধৰ্ম্মসংযোগ ও ব্যবসায়-সম্পর্ক ছিল তাহা জানা আবশ্যক । এদিকে অসুসন্ধান চালিত করিলে ভারতবর্ষের চিন্তা কোনপথে কতদূর পর্য্যন্ত বিস্তৃত হইয়াfছল জানিতে পারা যাইবে। আবার অন্য কোন কোন দেশের প্রভাবে ভারতের মধ্যযুগে হিন্দু-মুসলমানের শিল্প, সমাজ, ধৰ্ম্ম ও শিক্ষা নিয়ন্ত্রিত হইয়াছে তা হাও জানিতে পাইব । ভারতীয় ঐতিহাসিকগণের পক্ষে এই একট। নুতন আলোচ্যক্ষেত্ৰ পড়িয়৷ রহিয়াছে । ৪০০।৫০০ বৎসর পুৰ্ব্বে ভারতবর্ষের সঙ্গে মিশরের ব্যবসায়সম্বন্ধ বেশ ঘনিষ্ঠই ছিল । মিশরে র্যাহাকে প্রদর্শকস্বরূপ নিযুক্ত করিয়াছি তাহার পুর্বপুরুষগণ যোড়শ শতাব্দীতে দাক্ষিণাত্যের হায়দ্রাবাদপ্রদেশ হইতে এইখানে আসেন । তাহদের নীলের ব্যবসায় ছিল । মিশরের লোক-সাহিত্যেও ভারতবর্যের উল্লেথ দেখিতে পাই । মিশরীরা ভারতবর্ষকে ‘হিন্দি’ বলে । ভারতের হিন্দুই হউক, মুসলমানষ্ট হউক, তাহার। হিন্দি নামে পরিচিত । “হিন্দির শাল আলোয়ান’, ‘কাশ্মীরের শাল’ ইত্যাদি শব্দ