পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬৩০ বিস্তৃতিলাভ করিয়াছিল। তাহতেই বিক্রমপুর অঞ্চলে আমরা এইসকল মূৰ্ত্তি দেখিতে পাই। ' g জনশ্রুতি এবং তাম্রলিপি প্রভৃতি দ্বারাও বিক্রমপুরে সেনরাজগণের প্রধান রাজধানী থাৰণ সমর্থিত হইয়াছে। তত্ৰাপি আমাদের দেশের অনেক কৃতবিদ্য ঐতিহাসিক উক্ত সুযুক্তিপূর্ণ প্রমাণ-সকল একেবারেই গ্রাহ করিতে প্রস্তুত হন,ন। । মাঝে মাঝে তাহদের গবেষণপূর্ণ প্রবন্ধাদিতে বিক্রমপুব অঞ্চলে রাজধানী থাক। সম্বন্ধে কৈফিয়ত তলব করিয়া থাকেন । তৎবিষয়ে আমরা অধিক কিছু বলিতে চাই না, তবে এইমাত্র বলি যে তাম্রলিপি প্রভৃতি প্রামাণিক বিষয়ের প্রতিবাদ করিয়া বিক্রমপুরে সেনরাজগণের প্রধান রাজধানী না থাক। সম্বন্ধে কোন বিশেষ প্রমাণ পাঠকগণের নিকট র্তাহার। উপস্থিত করেন নাই । অন্যত্র প্রধান রাজধানী থাকা ও র্তাহাঙ্গেরই প্রমাণ করা আবশ্যক । অন্যান্য প্রমাণ বাদ দিলেও বিক্রমপুর অঞ্চলে শৈবং প্রভাবের নিদর্শন প্রাচীন মুৰ্ত্তিসকলের প্রতি করিলেই সেনরাজাগণের বিক্রমপুরে প্রধান রাজধানী থাকা সপ্রমাণ হয় । এতদ্ব্যতীত “নাটেশ্বর” দেউলে যে মহাদেবের নৃত্যবেশের মূৰ্বি ছিল, তাহ। এই দেউলের নাম দ্বারাই প্রতিপন্ন হয় । ইহা ব্যতীতও “শঙ্কর বন্দ” দেউল প্রভৃতি অষ্ঠাষ্ঠ দেউলের শৈবমূৰ্ত্তি বিক্রমপুরে শৈবপ্রভাবের পরিচয় প্রদান করিতেছে । উক্ত দেউলসকল সেনরাজগণের রাজধানী রামপালের নিকটবৰ্ত্তী দুই তিন মাইলের মধ্যে বৰ্ত্তমান আছে । * শ্রদ্ধাস্পদ ডাক্তার বিদ্যাভূষণ মহাশয়ের "লঙ্কায় নটরাজ শিব” প্রবন্ধ প্রকাশিত হইবার পর বিগত ১৩১৯ সনের "সম্মিলন” পত্রিকায় যুক্ত যোগেন্দ্রনাথ গুপ্ত মহাশয় একখানি ভগ্ন নটর জমূৰ্ত্তির ছায়ালিপিসম্বলিত একটি প্রবন্ধ প্রকাশ করিয়া বিক্রমপুরে নটরাজমূৰ্ত্তির অস্তিত্ব থাক। প্রতিপন্ন করিতে প্রয়াস পান। মূৰ্ত্তিখানি ভগ্ন থাকায়, যোগেন্দ্রবাবু তাহ সাধারণের নিকট সম্পূর্ণরূপে নটরাজ মূৰ্ত্তি বলিয়া প্রতিপন্ন করিতে পারেন নাই। যোগেন্দ্র বাবু সুলিন পত্রিকায় মহামহোপাধ্যায় ঐযুক্ত সতীশচন্দ্র বিদ্যাভূষণ মহাশয়ের মতামতের লক্ষ্য প্রবাসী—ফাঙ্কন, ১৩২১ [ ১৪শ ভাগ, ২য় খণ্ড উপর যেরূপ মন্তব্য প্রকাশ করিয়াছেন আমরা তাহ সমর্থন করি না। শ্লযুক্ত রাজেন্দ্রনাথ বিদ্যাভূষণ মহাশয় একটি তীব্র প্রতিবাদপূর্ণ প্রবন্ধ সন্মিলন পত্রিকায় প্রকাশ তাহার কারণ যোগেন্দ্রবাবুর নটরাজমূর্তাি দাড়াইয়া নৃত্য না করাতেই রাজেন্দ্রবাবু মুখা হন নাই। তৎপর ঐযুক্ত হরিপ্রসন্ন দাসগুপ্ত মহাশয় দ্বাদশহস্ত বিশিষ্ট এক খানি পূর্ণাবয়ব নাটরাজমূৰ্ত্তির ছায়াচিত্র সী বিগত ১৩২১ সনের জ্যৈষ্ঠমাসে পবাসী পত্রিকায় একf প্রবন্ধ প্রকাশ করেন। আশা করি উক্ত নটরাজ মূর্ণি দেখিয়া রাজেন্দ্র বাবু অনেকটা আশ্বস্ত হইয় থাকিবেন। পূৰ্ব্বোক্ত সাহিত্যিক সংগ্রাম দেখিয়া, শ্ৰীযুত্ৰ হfর প্রসন্ন দাসগুপ্ত মহাশয় ভয়ে ভয়ে পৃষ্ঠপ্রদর্শনপূৰ্ব্বক নটরাঞ্জ, নাটেশ, নত্তেশ, নাটেশ্বর প্রভূতি একাথবাচক নাম হইতে র্ত{হার ঐ মুৰ্ত্তিখানিকে নাটেশ্বর নামে আভি হিত করিয়া আত্মরক্ষা করিয়াছিলেন। সৌভাগ্যবশত তাহার প্রবন্ধের কোন প্রতিবাদ হয় নাই । বিক্রমপুরের আর একখানি নটরাজমুৰ্ত্তি কলিকালগ্ৰাঃ হইতে সংগৃহীত হইয়। বরেন্দ্র-অনুসন্ধান-সমিতির শোভা বদ্ধন করিতেছে । ঐ মূৰ্ত্তিখানি আমরা বিগত ১৩২ সনের শ্রাবণ মাসে রাজসাঙ্গার বরেন্দ্র-অনুসন্ধান-সমিতিত্বে দেখিয়াছি । মূৰ্ত্তিখানির আকৃতি আমাদের ভাণরূ স্মরণ হইতেছে না । উক্ত মূৰ্ত্তিখানির নিম্নে, সমিতি কর্তৃপক্ষ কর্তৃক মুক্তির পরিচয়স্থলে করেন । No 75 “শিব তাণ্ডব নৃত্য” Dancing Vill. Kalikar lDist. Dacca লেখা আছে। উপরোক্ত আলোচিত মূৰ্ত্তিগুলি সম অবিকল একরূপ মূৰ্ত্তি না হইলেও বোধ হয় এইসক মূৰ্ত্তি নটরাজ বলিয়। প্রতিপন্ন হইবে তাহাতে সন্দে নাই । দুঃখের বিষয় বহু অনুসন্ধানেও নটরাজমূৰ্ত্তির কো ধ্যান বা প্রণাম অমর। জ্ঞাত হইতে পারি নাই রুদ্রমূৰ্ত্তিনিৰ্ম্মাণপ্রসঙ্গে মৎস্যপুরাণের অন্তর্গত প্রতিমালক্ষ নামক অধ্যায়ে এইরূপ লিপিবদ্ধ হইয়াছে।