পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

®8ხr ۶ی۶۹میت حی বন্ধু-ঋণ , o ( গল্প ) 象 • ( > ) 娜· “যাই ভাই”, বলিয়। একটি একাদশ বধীয় বালক তাহার সমস্ত খেলিবার দ্রব্যাদি পরিত্যাগ করিয়৷ দৌড়িয়া বাড়ার বাহিরে গেল ; এবং তৎক্ষণাৎ তাহার সমবয়স্ক বন্ধু চারু পকেট হইতে একমুঠা আবির বাহির করিয়া মসুর চোখেমুখে বেশ করিয়া মাথাইয়া দিল । নবদ্বীপের স্বনামধন্য জমীদার, রামশশীবাবুর একমাত্র পুত্র মন্থজকুমার, তত্রত্য স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র । চারচারার পাড়ার কুমোরদের ছেলে চারু, তাহার বন্ধু ও একক্লাসেই দুজনে পড়ে । চারু মন্ত্রকে ভালবাসে । শুধু ভালবাসে বলিলে ভাবট। অসম্পূর্ণ থাকিয়া যায়,— সে মনুকে নিজ প্রাণীপেক্ষাও ভালবাসে । মন্ত্রও চারুকে ভালবাসে—যেমন সমপাঠী দুটি বন্ধুতে একটু বেশীরকম মেশামিশি হইলে হয় ; কিন্তু চারুর ভালবাসা অমূল্য,— স্বৰ্গীয় ; সে মন্ত্রর জন্য তাহার ক্ষুদ্র প্রাণটুকুও আবশ্বক হইলে উৎসর্গ করিতে পারে । আজ দোলপূর্ণিমা, তাই সে একমুঠ আবির হাতে করিয়া বহুদূর হইতে আসিয়া, পাছে দারোয়ান বা চাকরদের চোখে পড়ে, এবং আবির গায়ে লাগিবে ভার্কি তাহার। মহুবাবুকে ছাড়িয়া না দেয়, এই মনে করিয়া তাহার আবির-ভর। হাতখানি পকেটের মধ্যে লুকাইয়। রাখিয়া ডাকিয়াছিল,—“মন্ত্র !" জাবির মাখিয়া দুজনে হাসিমুখে মমুর বাড়ীতে প্রবেশ করিল | মন্ত্রর মাতা পুত্রকে তদবস্থায় দেখিয়া ও সুন্দর এবং মূল্যবান পোষাকটিতে আবিরমাখান দেখিয়া এ যে চেরোরই কাণ্ড তাহ বুঝিতে পারিলেন এবং ভবিষ্যতে আর ওরূপ কাণ্ডজ্ঞানহীন ছোটলোকের ছেলের সহিত বাক্যালাপ করিতেও নিষেধ করিয়া দিলেন। এবং ছোটলোকের ছেলের অতিবড় স্পৰ্ক' দেখিয়া চারুকে বাড়ী হইতে দূর করিয়া দিলেন। প্রবাসী—ফাঙ্কন, ১৩২১ ാ [ ১৪শ ভাগ, ২য় খণ্ড SAeSAeSAMSAMMSAASAASAA বাড়ী ফিরিতে রাত্রি হইতেছে দেখিয়া চারুর মাত চিন্তিত হইয়া কি কৰ্ত্তব্য স্থির করিতেছেন, এমন সমে চারু আসিয়া উপস্থিত হইল । পুত্রকে সম্মুখে দেখিয়া মাতা জিজ্ঞাসা করিলেন “কিে চারু ! এতরাত্রি পর্য্যন্ত ছিলি কোথায়, আমি যে বা ভাবছিলাম বাবা !” চারু তখন ভাবিতেছিল ময়ুর মায়ের তিরস্কারে কথা ; সে মায়ের কথার কোনোই উত্তর দিতে পারিং না । ( २ ) চারিবৎসর অতীত হইয়া গিয়াছে ; চারু ম্যালেরিয় ও তাহার সহিত নানাপ্রকার সাংসারিক অভাব অনাটনে পীড়িত হইয়। পরীক্ষার জন্য প্রস্তুত হইতে পারে নাই কাজেই অকৃতকার্য হইল এবং পুনরায় চেষ্টাও আর হইয় উঠিল না । মমু প্রথমবিভাগে প্রবেশিক পরীক্ষায় উত্তীর্ণ হইঃ এবং কলেজে ভৰ্ত্তি হইবার জন্য কলিকাতা চলিয়া গেল পরে যথাক্রমে, এফ এ, বি-এ পাশ করিয়া মেডিক্যাঃ কলেজে প্রবেশ করিল। এদিকে চারু কিছুদিন সংসারপীড়নে ব্যতিব্যস্ত হইয় একদিন এক সংবাদপত্রে দেfথল যে বড়নদীর উপ বিরাট সেতু-নিৰ্ম্মাণ-কাৰ্য্য জারস্ত হইয়াছে, এই কার:ে তাহার উত্তরপারস্থিত রূপসী গ্রামে আপিসাদি হই য়াছে এবং আরও খবর পাইল যে অনেক বাঙ্গালীবা সেথানে কৰ্ম্ম করিতেছেন । সংবাদ জ্ঞাত হইয়া সে ভাবিল এই সুযোগে সেখানে চেষ্টা করিলে হয়ত সুবিধা হইতে পারে, এবং তাহা স্থির করিয়া সে একদিন মাতৃচরণে বিদায় লইয়। রূপস আসিয়া উপস্থিত হইল। সেতুসংক্রান্ত সমস্ত আপিলাদি রূপসীতে। রূপসী বড়নদীর তীরে একটি ক্ষুদ্র গ্রাম দু-চার ঘর গরীব গৃহস্থের বাস ঘাহা তথায় ছিল তাহাৰ স্থানান্তরিত করিয়া এই-সব আপিসাদি নিৰ্ম্মিত হুইয়াছে একজন বিশিষ্ট সহৃদয় ভদ্রলোকের চেষ্টায় এখানে আসিয়াই চারু একটি চাকরী পাইল, মাহিন হইল ত্ৰিশ টাকা ।