পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্যা ] নামক বিশাল দীঘি মহীপালের খনিত বলিয়া জনপ্রবাদ গৰ্ত্তমান থাকায় মুর্শিদাবাদ জেলাকেই রাজেন্দ্র চোলের কথিত উত্তর রাঢ় বলিয়া মনে হয় ;* কাজেই বর্তমান রাজশাহী বিভাগ ও মুর্শিদাবাদ জেলা লইয়া মহীপালের খাটি নিজ রাজ্য গঠিত ছিল বলিয়া বোধ হইতেছে। চৈতন্যভাগবতে দেখা যায়— যোগীপাল মহীপাল গোষ্ঠীপালীগীত । ३ह स्ॐनिग्न! शङ ८लांकि थांननिष्ठ ॥ মহীপাল যে পিতৃরাজ্যের পুনরুদ্ধার করিয়া অত্যন্ত জনপ্রির হইয়া উঠিয়াছিলেন, তাহার নামে যে গাথা প্রচলিত হইয়াছিল, ইহাই তাহার এক বড় প্রমাণ । আমাদের দেশে কৃতী পুরুষগণের গুণগাথা গাহিবার লোকের অভাব কখনই হয় নাই। এমন কি অত্যন্ত আধুনিক কাল পর্য্যন্তও এই প্রথা বিদ্যমান ছিল। দেশে একজন কোন সাহসের বা মুখ্যাতির কাজ করিলে অমনি তাহার নামে বহু গাথ রচিত হইত এবং ভাটগণ তাহ দেশে দেশে গাহিয়া ফিরিত। প্রাচীন পুথির খোজ করিতে করিতে আমি মহারাজা শ্ৰীযুক্ত মণীন্দ্রচন্দ্ৰ নদী বাহাদুরের পুৰ্ব্বপুরুষ কাস্তবাবু ও র্তাহার অধস্তন চারি পাঁচ পুরুষের কীৰ্ত্তিগাথাপুর্ণ এক প্রাচীন হস্তলিখিত পুথি দিনাজপুর জেল হইতে আবিষ্কার করিয়াছি । পুথিখানির নাম কান্তনামা ; পুথিখানি হইতে দেখা যায় যে কান্ত বাবুর নামে পর্য্যন্ত গাথা রচিত হইয়াছিল । কিন্তু মহীপালের জনপ্রিয়তার আরও প্রমাণ আছে । মুর্শিদাবাদ, রঙ্গপুর, দিনাজপুর, মালদহ ইত্যাদি জেলায় অসংখ্য স্থানের নামের সহিত “মহী” শব্দ যুক্ত আছে, যেমন মহীপাল, মহানগর, মহীগঞ্জ, মহীতিটা, মহীপুর, মহীসন্তোষ, মহীগ্রাম ইত্যাদি। মহীপাল ভিন্ন অন্য কোন পাল রাজার নাম-সংযুক্ত এত স্থানের নাম দেখা যায় না । ইহা কি মহীপালের জনপ্রিয়তার পরিচায়ক নহে ? মহীপাল হয়ত সেইসকল স্থানে নগরাদি নিজেই সংস্থাপিত করিয়া গিয়াছিলেন, কিন্তু নূতন নামগুলিকে চিরস্মরণীর

  • বল্লালসেনের সীতাছাটি শাসনে বৰ্দ্ধমানের উত্তরাংশঃকও Şख्ब बाक्लब७ण बलिनां वब्रा ह३ब्रांरश् ।

মহীপাল-প্রসঙ্গ - sم sح x-حم یہ جزیرہ- برے * ی_eی_s 8ፃ - S JAJSAASAASAA AAAS A SAS SSAS SSAS SSAS SSAS SSASAS SS SAeSAAAAAAS AAAA S করিবার ভারত ছিল জনসাধারণের উপর । জনসাধারণ যে মহী-নাম-যুক্ত স্থানগুলির স্মৃতি পুরুষপরম্পরাক্রমে7 জাগরূক রাখিরা আসিয়াছে, ইহা মহীপালের জনপ্রিয়ত্ব সূচিত করিতেছে । পালরাজগণের যে শেষ তিনখানা তাম্রশাসন পাওয়া গিয়াছে সে তিনখানিতেই পৌণ্ডবৰ্দ্ধন ভুক্তির মধ্যে স্থিত কোটিবৰ্ষ নামক বিষয়ে ভূমিদান করা হইয়াছে। পূৰ্ব্বকালে ভুক্তিগুলি অনেকটা আজকালের ডিভিজনের অনুরূপ ছিল এবং বিষয়গুলি জেলার অনুরূপ ছিল। ইহার নীচে আবার পরগণার অনুরূপ মণ্ডল নামক বিভাগ এবং তাহার চেয়েও ছোট খণ্ডল নামক বিভাগ ছিল। পৌণ্ডবৰ্দ্ধন ভুক্তি সাধারণতঃ সমগ্র উত্তরবঙ্গ লইর গঠিত ছিল বলিয়া বলা হইয়া থাকে। কোটিবর্ষ বিষয়ের - অবস্থান নির্দিষ্ট হইলে পৌণ্ডবৰ্দ্ধন ভুক্তিরও অবস্থান অনেকটা ঠিক হইতে পারে । , দিনাজপুর জেলার বানগড় নামে এক প্রকাও প্রাচীন সহরের ধ্বংসাবশেষ আছে। এই ধ্বংসাবশেষ দিনাপুর সহরের প্রায় ১৫ মাইল দক্ষিণে অবস্থিত। বক্তিয়ার খিলিজির সময় এস্থান দেবীকোট নামে বিখ্যাত হইয়। উঠে, এবং এখানে তাহার উত্তরদিকের সৈন্তনিবাস স্থাপিত হয়। এই বানগড়ই প্রাচীন কালে কোটিবর্ষ নামে পরিচিত ছিল । ত্রিকাণ্ড শেষ ও হৈম কোষ এই উভয় অভিধানেই দেবীকোট, শোণিতপুর, বানপুর, কোটিবৰ্ষ, উষাবন ইত্যাদি শব্দ সমানার্থবোধক বলিয়া গৃহীত হইয়াছে। কাজেই বর্তমান বানগড়ই যে কোটিবর্ধ বিষয়ের কেন্দ্র ছিল এই বিষয়ে কোন সন্দেহ নাই। যে তাম্রশাসন দ্বারা মহীপাল কোটিবর্ষে ভূমিদন করিয়াছিলেন তাহাও বানগড়ের মধ্যেই জঙ্গল পরিষ্কার করিবার কালে পাওয়া যার। অন্য যে দুইখানা শাসনে কোটিবর্ষ বিষয়ে ভূমিদান করা হইয়াছে—৩য় বিগ্রহপালের আমগাছিলিপি, এবং মদনপালের মনহলি-লিপি—সেই দুইথানার প্রাপ্তিস্থান আমগাহি ও মনহলি গ্রামও বানগড়ের অদূরে অবস্থিত। মহীপালের শাসনখানি পোসলী-গ্রামবাসী মহীধর শিল্পী কর্তৃক উৎকীর্ণ। তৃতীয় বিগ্ৰহপালের শাসনখানিও পোসলীগ্রামবাসী মহীধরপুত্র