পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

అన8 A SASAAAAASA SAASAASSJAeAAA AAAA AAAAJSAAAAAAS AAASASAAA AAAA SAAAAA AAAA AAAA SAAAA SAAAAA AAAAJSSSSJ SSS JSSS AJSAS A SAS SSAS SSAS গ্রন্থকার কেদার রায় সম্বন্ধে কতকগুলি ঐতিহাসিক তথ্য লিপিবদ্ধ করিয়াছেন এষ উপক্ৰমণিকায় বারভূঞাদের একটু সংক্ষিপ্ত ইতিহাস দিয়াছেন। ইহাতে গ্রন্থকার দেথাইতে চান যে মনুসংহিতাতে মে বারে! জন মণ্ডলের উল্লেখ আছে তাহীদের সহিত বাংলার বারে ভুঞার বিশেষ সম্বন্ধ আছে । কিন্তু মনুসংহিতার স্বাদশ মগুলোয় সহিত বাংলার দ্বাদশ ভৌমিকের মে কোনো সম্পর্ক *tf*τε •fft$ @t&l ya & ai 1 (Father Hortem) *fata হাটেন বঙ্গীয় এসিয়াটিক সোসাইটির জন'লে বারো ভূঞাদের সম্বন্ধে অনেকগুলি নুতন ঐতিহাসিক তথ্য প্রকাশ করিয়াছেন। ভৌমিকদের দ্বাদশ সংখ্যা কখনো নির্দিষ্ট ছিল কি ন সন্দেহ আছে। গ্রন্থকার প্রতাপাদিত্যের সহিত কেদার রায়ের তুলনামূলক সমালোচনা করিয়াছেন ও কেদার রায়কে প্রতাপাদিত্য অপেক্ষা উচ্চে স্থান দিয়াছেন। এই সমালোচনা-কালে গ্রন্থকার ইতিহাস লিথিতে গিয়া যেরূপ বিচার-বিবেচন-শূন্য হইয়া নিজের মত প্রতিপাদন করিবার উদ্দেশ্বে প্রতাপাদিত্য-সম্বন্ধে যে-কোন প্রচলি ৩ বা অপ্রচলিত কিংবদন্তী বা কুৎসার অবধি-ব্যবহার করিয়াছেন তাহ! নিতান্তই অনৈতিহাসিকের মত হইয়াছে। ইতিহাস লিথিতে গেলে বোধ হয় আরো কিছু পরিমাণে সংযত ও বিচার এবং যুক্তির অধীন থাকা অীবখ্যক । বল্লাল সেন—ণীযোগেন্দ্রনাথ দাস প্রণীত ৯১ বেনেপুকুর রোড হইতে গ্রন্থকার কর্তৃক প্রকাশিত । কলিকাতা ১৩২১ । মূল্য একটাকা । বইথানি নাটক। ছাপা কাগজ ভালো শয় । গ্রস্থ কার কৈ কিয়তে বলিয়াছেন—“আনন্দ ভটের বল্লালচরিত আমার নাটকের ভিত্তিস্বরূপ । তিনি ঠাহীর গ্রস্থে বল্লালচরিত্র যেরূপ ভাবে অঙ্কিত করিয়াছেন অামি তৎ-সমস্তই যথাযথ ভাবে আমীর নাটকে নিবিষ্ট করিয়াছি।" নাট্যকার কি উদ্দেষ্ঠে বইটি লিখিয়ছেন তাহা বুঝিয়া উঠিতে পারিলাম না । আনন্দ ভট্টের বল্লাসচরিত্রের চিত্ৰই যদি তিনি বাঙালী পাঠকদিগকে উপহার দিতে ইচ্ছা করিয়া থাকেন তাহা হইলে উহার একখানি বিশুদ্ধ বঙ্গানুবাদ প্রকাশ করিলেই তাহার উদ্দেশ্ব ভালোরূপে সিদ্ধ হই৩–এবং নিরপরাধ পাঠকগণও উtহার নীরদ নাটকের আড়ষ্টত, আস্বাভাবিকতা এবং পাত্র-পাত্রীদের স্বসিকতার পাকামির ভিতর হইতে ঐতিহাসিক সত্য উদ্ধার করিবার শাস্তির হত হইতে বাচিয়! যাইতেন । মহাভারতীয় নীতিকথা—২য় খণ্ড। শীরাজেন্দ্রলাল কাঞ্জিলাল প্রণীত । ৯১-২ মেচুয়াবাজারে নববিভাকর প্রেস হইতে, জি, সি, নিয়োগীর দ্বারা প্রকাশিত। ১৩২১ । মূল্য বারে আন । পুস্তকথানি আগাগোড় কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রবর্তিত Styloএ সযত্নে লেখা, সুতরাং ধৈর্য্য ধরিয়া পড়া কঠিন । বিশেষত্ব কিছুই নাই। অধিকাংশ স্থলেই মহাভারতের ঘটনাগুলি অবিকল তুলিয়া দেওয়া হইয়াছে। দুই যায়গায় গ্রন্থকার কবিতা করিবার প্রয়াস পাইয়াছেন ; সেটা না করিলে কিছুমাত্র ক্ষতি ছিল না । শ্ৰীনী ।

ബങ്കബജ്ജ প্রবাসী—ফাঙ্কন, ১৩২১ { ১৪শ ভাগ, ২য় খণ্ড S JSAS A SAS SSAS SSASAS SJSJSJJJ SSASAS SS SAAAAAA AAAA SAAAAA AAAASAAAAASA SAAAAS AAASASAAAAASA SAAAAA AAAAS AAAAAA স্বর্গ * স্বৰ্গ কোথায় জানিস্ কি তা, ভাই ? তার ঠিক ঠিকানা নাই ! আরম্ভ নাই, নাইরে তাহার শেষ, নাইরে তাহার দেশ, নাইরে তাহার দিশ, নাইরে দিবস, লাইরে তাহার নিশা । ফিরেছি সেই স্বর্গে শূন্যে শূন্যে ফকির ফাক ফানুষ। কত যে যুগ-যুগা স্তরের পুণ্যে জন্মেছি আজ মাটির পরে ধূলা-মাটির মানুষ ! স্বৰ্গ আজি কৃতাৰ্থ তাই আমার দেহে, আমার প্লেমে, অামার স্নেহে, ভয়ে-কঁপি আমার ব্যাকুল বুকে, আমার লজ্জা, আমার সজ্জা, আমার দুঃখে মুখে ; আমার জন্ম-মৃত্যুরি তরঙ্গে নিত্য নবীন রঙের ছটায় খেলায় সে যে রঙ্গে ; আমার গানে স্বৰ্গ আজি ওঠে বাfজ, আমার প্রাণে ঠিকান তার পায়, আকাশভরা আনন্মে সে অমি; রে তাই চায় । দিগঙ্গনার অঙ্গনে আজ বাজল যে তাই শঙ্খ, সপ্ত সাগর বাজায় বিজয়-ডস্ক ; তাই ফুটেছে ফুল, বনের পাতায় বার্ন-ধারায় তাইরে স্থলুস্কুল ! স্বৰ্গ আমায় জন্ম নিল মাটি-মায়ের কোলে বাতাসে সেই খবর ছোটে আনন্দ-কল্পোলে ! ঐীরবীন্দ্রনাথ ঠাকুর । २० भांश शिलांग्रैल 1 ।। =ു.--ബ দেশের কথা ‘মানসী-পত্রিকার অভিযোগের উত্তরে পাবনার ‘সুরাজ মফঃস্বলস্থ “সংবাদপত্রের দুর্দশা”র একটি করুণ চিত্র প্রকাশিত করিয়াছেন। দেশের কথার অালোচনা