পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ষ্ঠ সংখ্যা ] করি, তবেই সে সেবাদান সফল হইবে, নতুবা নহে। উপনিষদে উপদেশ পাইয়াছি—শ্রদ্ধয়া দেয়ং, হ্ৰিয়। দেয়ং, ভিয়া দেয়ং, সম্বিদা দেয়ং, অশ্রদ্ধয়া ন দেয়ং—শ্রদ্ধার . সহিত দান করিবে, সন্ত্রমের সহিত সংযমের সহিত দান কfরবে, স্বশ্ৰদ্ধায় দান করিবে না। আমাদের অনুষ্ঠানে আমরা সেই প্রাচীন ঋষি-বাক্যের সার্থকতা করিব—আমরা সন্ত্রমের সহিত সংযমের সহিত শ্রদ্ধার সহিত দান করিব । জীবের প্রতি সন্ত্রমবুদ্ধি ষেন আমাদের হিতসাধন-মণ্ডলীর মূলমন্ত্র รูซ ডাক্তার শীগ তাহfর অভিভাষণে জনহিতসাধনের যে মুল তত্ত্বের আলোচনা করিয়াছেন, তাহাতে তিনি বলিয়াছেন যে, প্রত্যেক মামুষের মধ্যে যে শক্তি প্রচ্ছন্ন আছে, সেবার ফলে তাহারই উদ্বোধন করিতে হইবে । কুপার দ্বার। নয় –শিক্ষার দ্বারা, সংযমের দ্বারা, সন্ত্রমের দ্বারা সেই শক্তিকে আকর্ষণ করিতে হইবে, সেই সুপ্ত শক্তিকে উদ্বুদ্ধ করিতে হইবে। তবেই প্রকৃত জনসেবা হইবে । পূৰ্ব্ববৰ্ত্তী বক্তা আমাদের সমক্ষে ষে কাৰ্য্যতালিকা • উপস্থিত করিয়াছেন, তাহাতে নানা কর্য্যের উল্লেখ আছে। কার্য্য যেন শতবাহু আন্দোলন করিয়া অামীদিগকে আহবান করিতেছে। কিন্তু আমাদিগের কি eBBBBSB BBBB BSJY DBBB BSzDD BBSBBS BB দুঃসাধ্য কার্য্যতার গ্ৰহণ করিতে সাহসী হইব ? কিন্তু তথাপি আমরা নিরুৎসাহ হইব না। কিছুদিন হইতে আমাদের যুব কমণ্ডলীর মধ্যে যে সেবার ভাব জাগ্রত দেখিতেছি, অৰ্দ্ধোদয় যোগে এবং জগপ্লাবনে তাহার যেভাবে জনসেবায় আত্মদান করিয়া ছিলেন, তা হাতে আশ। হয় এই দুরূহ ব্ৰত তাহাদের সাহায্যেই সফল হইবে । ইহার সফলতা প্রাচুর্যের দানে নহে, বহু অর্থের সমন্বয়ে নকে, কিন্তু র্যাহার। শ্রদ্ধার সহিত, সন্ত্রমের সহিত, নরনারীকে নারায়ণের প্রতিমূৰ্ত্তি জ্ঞান করিয়া সেবায় প্রবৃত্ত হইবেন, তাহাদের সেবার দ্বারা এ ত্রতের সফলত। হইবে । আর এক কথ। । যাহারা এ দেশের উন্নতির S S AAAAAS SSAAAASA SSASAS SSAS SSAS SSAS SS SS SS

  • ফাল্গুনের প্রবাসীর বিৰিখ প্রসঙ্গ দ্রষ্টব্য ।

বিবিধ প্রসঙ্গ—বসন্তের উৎসব পুর্ণ হইবার সম্ভাবন নাই । ©თ & SAAAAAA ASAS A SASAAASAAA SAS A SAS S S AAAAA AAAA AAAAS AAASAS A SAS SSAS SSAS SSAS میمه" A۶ یا "مد تا تست هر ه" আশা করেন, র্যাহার কামনা করেন যে এদেশ জাতীয়उग्न হইবে এবং অন্যান্য শক্তিশালীজাতির সহিত এ জাতি প্রতিদ্বন্দ্বি তা করিতে সমর্থ হইবে, জনসেবায় প্রবৃত্ত হওয়া ভিন্ন তাহাদেবু সে আশা, সে কামনা সম্পাদক মহাশয় তাহার অনুষ্ঠানপত্রে পতিতওঁ নিগৃহীতদের উদ্ধারের ব্যবস্থাকে প্রথম স্থান দিয়াছেন । রোগীর শুশ্ৰুষ। সগজ, দরিদ্রের দারিদ্র্য নিবারণ সহজ,কিন্তু পতিতের উদ্ধারসাধন সহজ নহে । কেবলমাত্র মহাপুরুযেরাষ্ট পতিতের পাতিত্যে আপনাfদগকে নিমজ্জিত করিয়া পতিতের উদ্ধার সাধনে কৃতকার্য্য হইয়াছিলেন । উপনিষদের ঋষি বহুদিন পূৰ্ব্বে জলদfনর্ঘোষে ঘোষণা করিয়াছিলেন–ব্রহ্ম দাশাঃ ব্ৰহ্ম কিতবাঃ–পতিতের মধ্যে বঞ্চকের মধ্যেও ব্রহ্ম রহিয়াছেন—সকলের হৃদয়ে তাহার পদচিহ্ন বিদ্যমান। অতএব কেহই ঘূণ্য নহে, কেহই ত্যাজ্য নহে। পাপী তাপী পতিত নিগৃহীত— সকলেরই আমরা সেবা করিব। এইভাবে অকুপ্রাণিতও হইয়। যদি আমরা এই ব্ৰতে অগ্রসর হই, তবেই আমাদের সফলতা হইবে এবং আমর। ভগবানের আশীৰ্ববাদের অধিকারী হইব । * বিবিধ প্রসঙ্গ বসন্তের উৎসব শীতপ্রধান দেশে শীতকালে মনে হয় যেন প্রকৃতির মৃত্যু হইয়াছে। ঘাস দেখিতে পাওয় যায় না । অধিকাংশ গাছেই পাতা থাকে না । আমাদের দেশেও শীতের শেষে প্রবল বাতাসে অনেক গাছের পাত; ঝরিয়া পড়ে। তথন গাছগুলি মরিয়া গিয়াছে বলিয়া যে আমরা মনে করি না, তা এইজন্য যে পূৰ্ব্ব পূৰ্ব্ব বৎসর দেখা গিয়াছে যে ঝর পাতার জায়গায় আবার নুতন পাতা গজায়। তাই আমরা ইহাই স্থির করিয়া বসিয়া থাকি যে গাছগুলি মরে নাই, আবার পাতায় ফুলে ফলে সুশোভিত হইবে।

  • বঙ্গীয় হিতসাধন-মণ্ডলীর প্রারম্ভিক সভায় শ্ৰীমুক্ত হীরেন্দ্রনাথ দত্ত কর্তৃক কথিত ।