পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্যা ] লিপিটির অনুবাদ প্রসিদ্ধ ঐতিহাসিক খান বাহাদুর আওলাদ হোসেন সাহেব ফুেরূপ করিয়া দিয়াছেন তাহা নিয়ে প্রদত্ত হইল । ‘প্রেরিত পুরুষ--তাহার উপর ভগবানের আশীৰ্ব্ববাদ - বর্ষি ওঁ হউক —বলিলেন —“যে এই পুfথবীতে “ একটি মসজিদ নিৰ্ম্মিত করে ভগবান ( তাহার জন্য ) স্বর্গে সপ্তfত সংখ্যক প্রাসাদ নিৰ্ম্মি ত করেন । এই মসজিদ সুলতান মহম্মদ শাহের পুল্ল মহামুভব নরপতি সুলতানপুল সুলতান রুকৃত্যুদনোয়াদ দিন আবুল মোজাহিদ বরাবক শাহ সুলতানের আমলে নিৰ্ম্মি ত হইয়াছে। নিৰ্ম্মত। মহাকু শুল খ। ফারান্নবৃঙ্গ খ যোশী বড় খালিফা সরফ খা ৮৭৫.' 緩

ঐনলিনীকান্ত ভট্টশালী।.

মহীসন্তোষের মসজিদলিপি, ৮৭৫ হিজরী । শিউলীগাছের কীট ও তাহার প্রজাপতি প্রজাপতি মহলে এবং কীটমহলে কত বৈচিত্র্য আছে তাহা দেখিলে অবাক হইতে হয় । বিলাতে নাকি কীটতত্ত্ববিদগণ কাট ও পতঙ্গ পৰ্য্যবেক্ষণকে বিশেষ প্রাধান্ত দিয়া থাকেন। সেখানে বিদ্যালয়ের ছাত্রগণ সাপ্ত।হিকে ও মাসিকে কীট পতঙ্গাদি সম্বন্ধে প্রায়ই আলোচনা করিয়া থাকেন । ইংরাজীতে কীট ও পতঙ্গ সম্বন্ধে অনেক ভাল ভাল গ্রন্থ আছে । কিন্তু ভারতবর্ষে শিউলীগাছের কীট ও তাহর প্রজাপতি ぐ> এবিষয় আলোচন করার আবশ্যকতা অনুভূত না হওয়ায় কেহই বড় কীট 4, ও পতঙ্গ লইয়। ঘাটাঘাটি পছন্দ করেন না । এজন্য ভারতে কীট ও পতঙ্গ সম্বন্ধে কোন ভাল গ্রন্থ নাই । আমরা চোখের সম্মুখে নিত্য বায়ুতরঙ্গে অজস্র সুন্দর নানা বর্ণের প্রজাপতি ও বিভিন্ন পতঙ্গাদিকে ভাসিয়া বেড়াইতে দেখি অথচ আমরা সেই সকল পতঙ্গের জীবনী পৰ্য্যালোচনার কোন আবশ্যকতা বুঝি না। আমরা কেবল চোখ দিয়া তাহদের বাহ সোন্দৰ্য্য দেখিয়াই ক্ষান্ত থাকি । তাহীদের জীবন পর্য্যালোচনার উৎসাহের অভাব আমাদের ষোল আনাই আছে ; অথচ আমরা তাহাতে বিন্দুমাত্র দুঃখিত নহি । আমরা বিদেশীয়দের নিকট অনেক কিছু লাভ করিয়াছি। তাহদের অনেক রীতিনীতিরও অনুকরণ করিয়াছি। কিন্তু এই সকল’বিষয় অর্থাৎ কোন একটা