পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఆOR t SAJAS eM AAAA SAAAAAS AAAAAM MeMS A SAS SSAS SSAS SSMSS দ্বিত কতিপয় ব্যক্তি বিবিধপ্রকারে তাহার অনিষ্ট সাধনের চেষ্টা করিয়াছিম, কিন্তু কোনরূপে চারিবৎসর তিনি 'હી স্থানে কৰ্ম্ম করিয়া মগরাজা রণউদ্দীপ সিংহের নিকট পুরস্কৃত হইয়া পুনরায় স্বদেশে প্রত্যাগত হন। দেশে আসিয়া তিনি ঢালাইয়ের কারখানা খুলিয়াছিলেন এবং তাহাঁতে বিশেষ লাভের সম্ভাবনা থাকায়' আর পরের চাকরী না করিয়া এইরূপ স্বাধীন ব্যবসায়ে জীবিকার্জনের সঙ্কল্প করিয়াছিলেন । কিন্তু কিছুকাল পরে অংশীদারগণের ব্যবহারে মৰ্ম্মাহত হইয়৷ এই কারখানার সংস্রব ত্যাগ করেন। পরে, তিনি কিছুকাল বাবু উত্তমচরণ ঘোষের তেল ও ময়দার কলে ৪০-এ টাকা বেতনে কৰ্ম্ম করেন । এই ভাগ্যবিপর্যায়ে তাহার বিশেষ ক্ষোভ ছিল না ; ঈশ্বর যখন যে ভাবে যে কৰ্ম্মের মধ্যে র্তাহীকে ফেলিয়াছেন তিনি সস্তুষ্টচিত্তে তাহাতেই উন্নতি করিবার চেষ্টা করিয়াছেন। এই কলেও তিনি অন্যান্ত কৰ্ম্মচারীর মত নিয়মিত কৰ্ম্মটুকুমাত্র কেরিয়াই ক্ষান্ত হইতে পারেন নাই, ইহার উন্নতিকল্পে কলের স্বত্বাধিকারীকে সম্মত করিয়া আরও ৬০টি নূতন কল বসান এবং ইহার সমধিক উন্নতির জঙ্গ সৰ্ব্বদাই সৎপরামর্শ দান ও বিবিধ চেষ্টা করেন । ইহাতে কলের স্বত্বাধিকারী মহাশয় তাহার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হন এবং তাহার সহিত বন্ধুর ন্যায় ব্যবহার করেন । , যখন নেপালের কৰ্ম্মের আশা একরূপ পরিত্যাগ কবিয়াই সামান্ত বেতনে এই ময়দার কলে কৰ্ম্ম করিতেছেন সেই সময়ে এক নূতন সংবাদ রাজকৃষ্ণ বাবুর কর্ণগোচর হইল ; একদিন তিনি র্তাহার এক বন্ধুর নিকট শুনিলেন এখান হইতে বারজন সুদক্ষ কারিগর কাবুলের আমীরের নিকট পাঠান হইবে। এই সংবাদ প্রাপ্তিমাত্র আবার রাজকৃষ্ণবাবুর নুতন স্থানে কৰ্ম্ম করিবার ও প্রবাসে বাস করিবার বাসনা জাগিল, এবং নবীন উৎসাহে হৃদয় পূর্ণ হইল কালবিলম্ব না করিয়া বন্ধুর নিকট হইতে সকল তথ্য সংগ্ৰহ করিয়া তিনি আমীরের প্রতিনিধির সহিত সাক্ষাৎ করিলেন । তাহার পুরাতন কয়েকখানি নিদর্শনপত্র দেখিয়া ঠাইকে একজন কলকারখানা-সম্বন্ধে অভিজ্ঞ ব্যক্তি বলিয়া প্রতিনিধি মহা

    • ダ* めー、ぶ^* *

প্রবাসী—চৈত্র, b్మలిసి SSASAS SSASAS SJSeSAMMSJSSJSSJSSJSS A S A S A S A S A S AJS S AAAA S [ ১৪শ ভাগ, ২য় খণ্ড ヘへtヘ AJMMJAAeeMAJJJJAJeeeAAAA ۹- هر X-می-۶ و ۷ تیر ۹* بر این که ۹ শয়ের বুঝিতে বিলম্ব হইল না। তিনি তাহাকে, কাবুলে যাইবার জন্য ১ মাসের অগ্রিম বেতন ১৫০২ টাকা দিয়৷ যাত্রীর দিন স্থির করিতে আদেশ করিলেন, ক্রমে নির্দিষ্ট দিনে আমীর সাহেবের প্রতিনিধি মহম্মদ ইস্মাইল খাঁর তত্ত্বাবধানে আরও বারজন কারিগরের সহিত রাঙ্গকৃষ্ণবাবু কাবুল যাত্রা করিলেম । তাহার সাতদিনে পেশোয়ার পৌছেন । কিন্তু তখন পর্য্যন্ত কাবুল গবর্ণমেণ্টের প্রেরিত লোকজন ও তাবু অশ্বাদি না আসায় তাহারা তথায় দুইমাসকাল অপেক্ষা করিতে বাধ্য হন। পরে আড়াই মাসে সকলে কাবুলে পৌছেন ; পথে একস্থানে ডাকাতের হাতে পড়িতে ইইয়াছিল, কিন্তু কাবুল গঘর্ণমেণ্টের ১২ জন সৈনিক সঙ্গে থাকায় ডাকাতের! কোন অনিষ্ট করিতে পারে নাই । কাবুলে তাহাদের বাসের নিমিত্ত দরবার হইতে অৰ্দ্ধক্রোশ দুরে একটি সুসজ্জিত দ্বিতল গৃহ এবং রক্ষার জন্য ১২-জন সশস্ত্র পাঠান-সৈন্ত, একজন হাওলদার, একজন জমাদার, মোট ১৪-জন লোক আমীর কর্তৃক নির্দিষ্ট হইয়াছিল। বাসায় ৩ দিন অবস্থিতির পর ৪র্থ দিবসে আমীর আবদুর রহমন তাহাদিগকে ডাকাইয়। পাঠান এবং ঐ সঙ্গে তাহাদের প্রত্যেকের জন্য একএকটি ঘোড়া দান করেন। বহুভাষাভিজ্ঞ ব্রিগেডিয়ার জেনারেল আবদুল শোভন আলি মহোদয়ের সঙ্গে গহার স্ব স্ব শরীরবৃক্ষকের সহিত আমীরের সহিত সাক্ষাৎ করিতে যান। এইসকল শরীররক্ষকের প্রতি আমীরের হুকুম ছিল যে যদি কাবুলে থাকিতে কখনও এই বাঙ্গালীদিগের শারীরিক কোন অনিষ্ট হয়, তাহ হইলে তৎক্ষণাৎ তাহদের গর্দান লওয়৷ হইবে। দরবারে আবদুল শোভান তাহীদের পরিচয় করিয়া দিলে, আমীর র্তাহাদিগকে দেখিয়া এবং রাজকৃষ্ণবাবু নেপাল দরবারে কৰ্ম্ম করিয়াছেন শুনিয়া পরম সন্তোষ প্রকাশ করেন এবং হিন্দুস্থানী ভাষায় বলেন—“তোমরা যে ঈশ্বরকৃপায় সকলে নিরাপদে আসিয়া পৌছিয়াছ তাহাতে আমি অত্যন্ত সুখী হইয়াছি । আমার দেশে কল কারখানা মোটেই নাই ; আমার ইচ্ছা আছে এইবার হইতে দস্তুরমত কল কারখান। প্রস্তুত করাইব ;