পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লাউ কুমড়ার পোক ( বৰ্দ্ধিতাকার ) । (১) ডিম ; (২) কীড়া ; (৩) গুটি ; (৪) ১২-দাগা বাঘ পোকা ; (৫) ২৮- দাগ বাঘা পোক ; (৬) বেগুন গাছে—(a) ডিমেয় খোকা, (b) কীড়া পাতা থাইতেছে, (c) ডাটার উপর বিশ্রাম, (d) ঢ়িপক্ষ পোকা পাতা থাইতেছে ।--ভারতীয় কৃষিবিভাগের কীটতত্ত্ববিদ শ্ৰীযুক্ত টি ধেনব্রিজ ফ্লেচার সাহেবের অনুগ্রহে প্রাপ্ত। এই পোকা দেখিতে ছোট, গোল, মেটে লাল রঙের , ইহাদের আকার ও আয়তন আধখান। মটরদানার স্তায় এবং উপরকার ডানার উপর ছোট ছোট গোল গোল কালো কালে দাগ থাকে । একজাতীয় পোকার উপর ১২টি এইরূপ দাগ থাকে, ইহাদিগকে 2-spotted epilachna বা বারো-ফোটার বাঘা পোকা বলে, আর একজাতীয় পোকার ২৮টি দাগ থাকে, ইহাদের নাম 28-spotted epilachna «i «föfo-Ğİöfq «i«! পোক। স্ত্রী-পোকা পাতার উপর স্থানে স্থানে একসঙ্গে অনেকগুলি করিয়া ডিম পাড়ে। ডিমগুলির আকার লম্বা ও রং হলুদে। চার-পাচদিনের মধ্যে ঐসকল ডিম হইতে ছোট ছোট কীড়া (grubs) বাহির হইয়াই পাতার উপরকার অংশ (Epidermis) থাইতে জারস্তু প্রবাসী- -চৈত্র, - ১৩২ Y SSASAS AAAMSeeASAeM SSASAS SSAS { ১৪শ ভাগ, ২য় খণ্ড عبہ جعبر , جمعیہ حتبر *. عمر معمه - ۶ ماه করে, ফলতঃ পাতাগুলি ঐসকল স্থানে শীর্ণ কুঞ্চিত হইয়া যায়। অধিক-সংখ্যক কীড়ার আক্রমণ হইলে গাছের প্রায় সমস্ত পাতাগুলিই এইরূপে গুকাইয়া যায় এবং গাছ দুৰ্ব্বল হইয়া পড়ার দরুণ হয় একেবারে মরিয়া যায়, না হয় ফলধারণে অক্ষম হইয়। পড়ে । পূর্ণায়তন কীড়া দেখিতে হলুদ বর্ণ, চেপ্টা, ডিম্বাকৃতি, প্রায় সিকি ইঞ্চি লম্বা এবং সৰ্ব্বাঙ্গ ছোট ছোট গুয়ায় পরিপূর্ণ। কাঁড়াগুলি পাতার সহিত অত্যন্ত দৃঢ়. ভাবে সংলগ্ন থাকে এবং অল্প নড়ে। ২-২৫ দিন ইহার কী ৬া অবস্থায় (rarval stage) থাকে এবং এই অবস্থায়ই ইহারা অধিক ভক্ষণ করে । এই সময়ের মধ্যে ইহার পাঁচ-ছয়-বার খোলস ছাড়ে। বিশ্রামাবস্থায় (Pupa Stage) ইহার কোনপ্রকার গুটি' (cocoon) বঁধে না, অনাবৃততাবে পশ্চাদ্ভাগের পা দিয়। আঁকড়াইয়। ধরিয়া ডাল বা পাতা হইতে ঝুলিয়া থাকে। এই অবস্থায় ইহার একেবারেই ভক্ষণ করে না, নিশ্চল নিশ্চেষ্ট হইয়া পড়িয়া থাকে । চার-পাচ-fদন পরে পূর্ণপরিণত ( adult ) পোক বাহির হইয়া আসে, এবং যথাসময়ে নূতন পাতার উপর ডিম পাড়ে। পরিণত অবস্থায়ও ইহার গাছের উপর অত্যাচার করিতে বিরত হয় না । ইহাদের আক্রমণ-প্রতীকারের সহজ উপায় ইহাদিগকে হাতে খুটিয়া মারিয়া ফেলা বা আক্রান্ত পাতাগুলি ছিড়িয়া পুড়াইয়া ফেলা ; ইহাতে তাহাদের বংশ-বিস্তারের পথ বন্ধ হইয়া যায় । অত্যন্ত অল্প-সংখ্যক পোকার আক্রমণ হইলেও তাহদের অবহেলা করা উচিত নয়, কারণ পরীক্ষা দ্বারা দেখা গিয়াছে যে একটি স্ত্রী-পোকা তিনশত পর্য্যন্ত ডিম পাড়িতে পারে ; কত শীঘ্ৰ ইহার সংখ্যায় অধিক হইয়া উঠে ইহাতেই সহজে অকুমান হর । অনাক্রান্ত গাছে আক্রমণের সম্ভাবনা থাকিলে কেরোসিন তৈল ও কাঠের ছাই ( wood ash ) মিশাইয়। ছিটাইয়া দিলে কোন পোকার উপদ্রবের ভয় থাকে না, কারণ ইহাতে গাছের পাতা পোকার পক্ষে অত্যন্ত বিস্বাদ হইয়া পড়ে । অথচ ইহাতে গাছের কোন হানি হয় না । আক্রান্ত গাছে অধিসের ( !!) লেড ক্রোমেট (Lead chromate) qi আসে নিয়েট (Arseniate) &## b*ị* (64 gallons) give of a "siol-fotboifs (Sprayer) দ্বারা ছিটাইয়া দিলে অতি শীঘ্র সকল পোকা মরিয়া शृशु । কৃষি কলেজ, সাবেীর । শ্ৰীfনৰ্ম্মল দেব । फाक्चक-यन्कृकन्छन्खन्छासि२