পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

もうと)● ডাকারই মত, কেবল বায়ুতে ঢেউ না তুলিয়। ইথরে ঢউ তুলিলেন, এবং কুকুরের কর্ণকে আঘাত ন৷ ஃ আঘাত করিলেন । o . কিন্তু এইখানে একটু গোল বাধিল নিউটনের শিষ্যেরাবলিলেন যে যদি আলো ও শব্দ উভয়ই ঢেউ হইতে হইয়াছে তবে দুটার ব্যবহার এমন ভিন্ন কেন ? আমি ঘরে দাড়াইয়া, কথা ললিতেছি, যে-লোকটি ঘরের বাহিরে ঠিক দরজার সামনে দাড়াইয়াছে সেও আমার কথা শুনিতে পাইতেছে ও আবার যে ঘরের বাহিরে দরজার আড়ালে দাড়াইয়াছে সে ও শুনিতে পাইতেছে । শব্দের ঢেউ দরজার কাছে গিয়া বাকিয় ঐ লোকটির কাছে পৌছিতেছে। কিন্তু ঘরে আলো জলিতেছে, দরজার বাহিরে ঠিক সোঙ্গামূজি আলো যাইতেছে, আশেপাশে যাইতেছে না, দরজার আড়ালে যে-লোকটি দাড়াইয়৷ আছে সে মোটেই আলো পাইতেছে না । অর্থাৎ শব্দের ঢেউ কোণের কাছে বাপ পাইলে আশে.পাশে ছড়াইয় পড়ে কিন্তু আলো ঠিক সোজাসুজি চলে, ছড়াইয় পড়ে না। একই প্রকার ঢেউ হইতে উদ্ভূত দুইট। ব্যাপারের ব্যবহার এমন বিসদৃশ কেন ? নিউটনের শিষ্যেরা ইহার উত্তর দিতে না পাfরয়। বলিয়াছিলেন, আলো ঢেউ নয়। আলোর কণিকা সোজাসুজি চুটিয়া চলিয়াছে। এই মতবাদে আলোর রশ্মি, শব্দের ন্যায়, কোণের কাছে বাকিয়। ঘুরিয়া যায় না কেন তাহা সহজেই বুঝ। যায়। হুইগেন্স অঙ্গ প্রকার উত্তর দিলেন । তিনি বলিলেন, বাকেন। কে বলিল ? বাকে, কিন্তু খুব অল্প । বাকার পরিমাণটা ঢেউএর দৈর্ঘ্যের উপর নির্ভর করে। যে ঢেউ যত বেশী লম্ব, সেগুলি তত বেশী বাকে । শব্দের ঢেউগুলি দশবিশ ফুট লম্বা, আর আলোর ঢেউগুলি মোর্টে এক ইঞ্চির লক্ষভাগ । সুতরাং দুই রকম ঢেউই যে এক রকম ব্যবহার কfরবে তাহ। তোমরা কোনমতেই আশা করিতে পার না। মনে কর একট। অশীতিপর বুদ্ধ ও একটা দুই মাসের শিশু উভয়েই মানুষ, এবং মাস্থ্য বলিয়া একটা সাদৃশু ও আছে, কিন্তু তাই বলিয়া দুই জনের ব্যবহার কথনও একপ্রকার হইতে পারে না । এ কথাগুলি হুইগেন্স কেবল মুখেই প্রবাসী-চৈত্র, ১৩২১ [ ১৪শ ভাগ, ২য় খণ্ড بریہم یہ حمید حیح حمریہ۔-م বলেন নাই। তিনি অঙ্ক কসিয়া দেখাইলেন যে যদি ছোট ঢেউ বড় গৰ্ত্তের মধ্য দিয়। যায় তাহ হইলে আশপাশের ঢেউগুলা কাটাকাটি করিয়া নিস্তরঙ্গ হয় এবং সম্মুখের ঢেউটাই কেবল অগ্রসর হইতে থাকে । আলোক সাধারণতঃ যেসমস্ত গর্তের মধ্য দিয়া যাতায়াত করে তাহাদের তুলনায় আলোকের ঢেউগুলা শিতান্তই ছোট, স্থ তরাং যেটুকু ঢেউ কোণের কাছে বাকে সেটুকু উপরোক্ত মন্তব্য অমুসারে 'কাটার্কাটিতেই বিনাশ প্রাপ্ত হয়। পক্ষান্তরে বড় ঢেউ ছোট গর্তের মধ্য দিয়া যাইলে কাটাকাটি করিয়া বিনষ্ট হইবার স্বয়োগ পায় না। শব্দের ঢেউগুলা আমাদের দরজা জানলার আয়তনের তুলনায় বড় । সুতরাং অমর। আড়ালে দাড়াইয়া থাকিলেও শব্দের ঢেউগুলা বাকিয। ঘুরিয়া আমাদের কাছে পৌছিতে পারে । • আলো যে কোণের কাছে একটু বাকে তাহা পরীক্ষা করিয়া দেখা বিশেয শক্ত নহে। বঁ। চক্ষু বন্ধ করিয়া ডানচক্ষু দিয়া একট। দূরস্থিত আগের শিথার দিকে তাকান ; এইবার একথান। কার্ড লইয়। ধীরে ধীরে আলোটিকে আপনার চক্ষু হইতে বন্ধ করুন ; যখন প্রায় সমস্তটা বন্ধ করিয়াছেন, তখন দেখিবেন যে কার্ডের দিকের আলোটা সাদা নহে, ইহা সাত-রঙা । শিথাটির সাদা আলো সাতটা রঙ মিলিয়া হইয়াছে ; এই সাত রঙের আলো যদি একসঙ্গে আসিয়া চক্ষুকে আঘাত করে তাহা হইলে আমর। সাদা রঙ দেখি । এক্ষেত্রে, ঠিক কার্ডের পাশ দিয়া যে রশ্মির গোছা চক্ষে আসিতেছিল সেগুলি কার্ডের ধারে বাধা পাইয়া একটু বাকিয়৷ গেল । যদি সাতটা রঙের আলো এক রকমই বাকি ত তা’ হইলে আমরা সাদা রঙই দেথিতাম। কিন্তু বিভিন্ন রঙের আলোর ঢেউ এর দৈর্ঘ্য বিভিন্ন রকম। লাল আলোর ঢেউগুলি অপেক্ষাকৃত লম্বা এবং নীল-বেগুনে ইত্যাদির ঢেউগুলি ছোট। পূৰ্ব্বেই বলিয়াছি যে বাকার পরিমাণ ঢেউএর দৈর্ঘ্যের উপর নির্ভর কয়ে, সুতরাং বিভিন্ন রঙের আলো বিভিন্ন রকম বাকিয়া সাতট। রঙ উৎপন্ন করিল । অালো যে ঢেউ হইতে প্রস্থত তাহার আরও একটা