পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

• to ७ठे ग१५T ] প্তস্তিত হইয় দাড়াইল। ললিত যদি দ্বিতলের হইতে মার কথা শুনিতে পাইয়া থাকে তাহ হইলে সে কিরূপে সুরে তার কাছে মুখ দেখাইবে। ললিত শ্বাশুড়ীর কথা শুনিতে পাইয়াছিল। পূৰ্ব্বে সে কখনও কখনও ভাবভঙ্গীতে র্তাহার প্রকৃতির পরিবর্তন লক্ষ্য করিয়াচ্ছে বটে কিন্তু তুছ করি এ কঠোর আঘাতের জন্ত সে মোটেই প্রস্তুত ছিল না । নৃত্যকালী নীচে আরও অনেক কথাই অনর্গল বকিয় যাইতেছিলেন কিন্তু আর কিছুই তাহার কানে যাইতেছিল না, বেগ তাহার কালে বাজিতেছিল—বোনের, বড় কটা চাকর গমেহাল হাজির থাকত ? সে স্তস্তিত হইয়া দাড়াইয়া ছিল । সে যে অতি দীন হীন অপরের গল গ্রহমাত্র একথ। এতদিন তাহার স্মরণে ছিল না। কি দারুণ মোঙ্গেই আচ্ছন্ন হইয়া ছিল ! অপরে কৃপা করিয়া একমুঠি অন্ন তাহাকে ফেলিয়। দিয়াছে আর সে তাহাই আহার কবিয়া এই ঘৃণিত জীবন ধারণ করিয়া বাচিয়া আছে—জগতের সমক্ষে তাহার পরিচয় এই ! ভাবিতে ভাবিতে তাহার মস্তক হইতে অগ্নি ছুটিতে লাগিল ! যে এত ঘৃণিত, এত লীন, সে আবার পরের ভূত্যের সেবা পাইতে বিলম্ব হইলে তাহাকে শাসন করিতে যায় ! এ অপমান তাহার উপযুক্তই হইয়াছে ! কাহারও দোষ নাই, তাহার নিজেরই সব দোষ । তাহার মধ্যে যে পুরুষম্বের অভিমান সুপ্তভাবে ছিল তাহা এই কষাঘাতে আজ সজাগ হইয়। উঠিয়াছে । ললিত মনে মনে প্রতিজ্ঞা করিল, যদি কখনও নিজের স্থান করিয়া স্বাধীনভাবে দাড়াইতে পারি তবেই আবার এ মুখ দেখাইব, নতুবা এই পৰ্য্যন্তই শেষ ! এই কথা মনে উদয় হইবামাত্র ললিত তাঁরবেগে ছুটিয়া যাইতেছিল, এমন সময়ে কিরণ দুই হাতে তাহার প। জড়াইয়া পথ আগন্নাইয়। পড়িল ওঁ কাদিয়া বলিল—আমার মাথ৷ খাও, রাগ কোরে না ! ময়ের কি মাথার ঠিক আছে ? মা যেন দিন দিন কি হয়ে যাচ্ছেন ! মাপ কর, রাগ কোরে না । রামা নেই ; আমি তোমার নাইবার জল তুলে এনে দিচ্ছি, লক্ষ্মীটি নাইবে চল । কিন্তু ললিতের তখন ঘোর অপমানের উত্তেজনায় মাথার স্থিরতা ছিল না। সে পা ছাড়াইয়া লইয়। পূজার ছুটি &ፃ » |- যদি কখন মাহ হতে পারি ত আবার দেখহবে, নয় ত এই পর্যন্তই শেষ হব। তোমার অযোগ্য স্বামীকে ভুলে যাও! 参见 কথা শেষ হইতে-ন-ইষ্টতে ললিত চঞ্জের নিমেষে অদৃগু হইয় গেল । 6: দিন কাহারও জন্য আটকাষ্টয়া ঝুকে না । নৃত্যকালীর সংসার ললিত চলিয় যাওয়ার পরও চলিতেছে ঘটে কিন্তু কিরণ বুধি থাকে না । যেদিন দ্বি পহরে সেই অমাত অভুক্ত অবস্থায় ললিত চলিয়! গিয়াছে সেই হইতে সে শয্যার অী শ্রয় গ্রহণ করিয!হে ; কেহ ৬ কিলে কথ। কয় না, স্বাণাহাবে কচি নাই, লক্ষ্যহীন উদাস দৃষ্টিতে চারিদিকে এক এক1ার চাহে আর স্তম্ভিত হইয়। পড়িয়। থাকে । সেদিন যখন লণিতের রাগ করিয়া চলিয়া যাওয়ার কথা প্রকাশ হইয়া পড়িল, নৃত্যকালী তাহার ৪৫ জন প্রজাকে দিকে দিকে জমা তাকে আনিবার জন্য ছুটক্টিয়া পাঠাইয়া লিগেন ও উপরে গিয়ামূৰ্ছিত কিরণকে বহু যত্নে মুস্থ করলেন ; সেই দিন কেবল সে একবার কথ। কহিয়াছিল। যপন সকলে ফিরিয়৷ * আসিয়া জানাইল কোথাও জামাই বাবুকে খ জিয়া পাওয়া গেণ না, সেই সময় সে উচ্ছ,সিত কণ্ঠে কাদিয়া নৃত্যকালীর গলাব্জ ইয়। বলিয়াছিল—তিনি রাগ কবে চলে গেছেন, মা ! আর ফিরে আসবেন না । মা ! কি হবে ? নৃত্যকালী তথন তাহাকে সা স্ত্রণ। কfরবেন কি, KBB BB BB BSK KSYB DDgSBBSBB BBB পর হইতে কিরণ এক বারে নিস্তব্ধ হইয়। গিয়াছে । কি সে মনে মনে ভালে কাহাকে ও কিছু বলে না, দিন দিন যেন ছায়ার মত বিছানায় মিশfইয়। যাইতেছে । মাঝে মাঝে ত্রি তলের ছাদে গিয়া পথের শেষের দিকে ' চাহিয়। আপন মনে দাড়াইয় থাকে । সে যদিও কাস্থাকে কিছু বলে না, তবু মৃত কাণী বুঝিতে পারেন যে প্রতিদিনে প্রতিমুহূৰ্ত্তে সে যেন কাহার একটি কথার বা একটু সংবাদের জন্য সৰ্ব্বক্ষণ ਚੋਂ হইয়। আছে । তিনি তাহার অবস্থা দেখেন আর আত্মগ্লানি ও অসুশোচনীয় কপালে করাঘাত করিয়া কঁাদূেন—আহা বাছারে }