পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

४% गं:५n ] • শ্ৰুতিমধুর চক্রনিক্কণে সারা পথটং প্রতিধ্বনিত করিয়া দুইজন পুরুষ ও একটি রমণীকে লইয়া ঢিকাইয়'টিকাইয়। আসিতেছিল । রমণীটি বসিয়াছিল গাড়ীর পশ্চাতে ; পড়িয়া যাইবার ভয়ে সে প্রাণপণে গাড়ীর পাশি দুষ্টট। দুইহাতে চাপিয়া ধরিয়া বসিয়া ছিল । , গঞ্জের, হাটে . বিষম জনসঙ্ঘ জমিয়া মুকুষ ও পশুর, মিলিত কলরবে স্থানটা ‘ পরিপূর্ণ করিয়া তুলিয়ছিল । গরুর শিং, কৃষকের মাথার টোকা এবং রমণীদের বিচিত্র রঙের কাপড়ের ঘোমটা ঢেউয়ের মাথায় ফেনপুঞ্জের মতন সকলকে ছাড়াইয়া উঠিয়াছিল । " পশুর খোয়াড়ের গন্ধ, দুগ্ধ ও ছানার গন্ধ এবং শুষ্ক ঘাস, মিষ্টাক্স ও কৃষকের গায়ের গন্ধ একত্রিত হইয়া সে এক বিশ্ৰীগন্ধে স্থানট পূর্ণ হইয়া গিয়াছিল । হরিচরণের বাড়ী ছিল বড়গায় ; সে ও সেদিন এই হাটে আসিতেছিল ; আসিতে আসিতে দেখিতে পাষ্টল পথের উপর এক টুকরা দড়ি পড়িয়া রহিয়াছে । বণিকসুলভ মিতব্যয়ী হরিচরণ ভাবিল—যাকে রাখ সেই রাখে ; এটা কুড়াইয়া লইলে এক সময়ে কাজে লাগিতে পারে । বীতে তাহীকে পঙ্গু করিয়া ফেলিয়াছিল, তবুও অতিকষ্টে লাঠির উপর ভর দিয়া ঝু কিয়া দড়ির টুকরাটি তুলিয়া লইল । তাঙ্গর পর সেটি সযত্নে গুটীষ্টয়া রাখিতে রাখিতে সে মুখ তুলিয়া দেখিল খাবারের-দোকানওয়ালা হালুইকর মধু সা আপনার গৃহদ্বারে দাড়াইয়া তাহারই দিকে চাহিয়া রহিয়াছে। পূৰ্ব্বে কি একট। সামাঙ্গ বিযয় লইয়া উভয়ের মধ্যে একটু মনোমালিষ্ঠ হয়, সেই হইতেই উভয়ের মধ্যে একটা বিবাদ আরম্ভ হঠয়াছে। শত্রু থে তাহাকে দড়িট কুড়াইতে দেখিয়াছে এই কথা মনে হইবামাত্র হরিচরণের মনে একটু লজ্জ হইল । তাড়াতাড়ি সে সেটা হাতের মুঠার মধ্যে পুরিয়। ফেলিয়া কি যেন কি একটা হারাইয়। গিয়াছে এমনিভাবে পথের দিকে দেখিতে লাগিল ; অবশেষে সে যেন হারানো দ্রব্যট। পাইল না, এমনি ভাবে সে স্থান ত্যাগ করিল, এবং মুথটি তুলিয়া দেহখানি বাকাইয়। হাটের দিকে অগ্রসর হইল । ধীরপদচারী কোলাহলময় জনসত্ত্যে অল্পক্ষণের মধ্যেই সে আপনাকে মিশাইয়া ফেলিল । হাটের লোকগুলা তপন যাকে রাখ সেই রাখে ? ৬৭? দরদপ্তর করিতে ব্যস্ত। কৃষকগণ গাভী পরীক্ষা করিতেছিল ও সঙ্গীদের, কাছ হইতে হারাষ্টয়া যাইবার ভয়ে চকিত eံ চতুর্দিক অবলোকন করিতেছিল *{ৰক্রেতগণ তীক্ষ দৃষ্টিতে সকলের দিকে চাহিয়া, তাহাদিগের ‘বুদ্ধির বস্থর জানিবার প্রয়াস পাইতেছিল। • 《窦 曾 রমণীগণ ক্রোন্ডের নিকট ঝোড়। বদ্ধপদ মোরগগুল বাহিরে সাজাইয়া বিক্রয়ের আশায় ছিল । বেচার মোরগ গুণ ব্যাপারট। ঠিক বুঝিতে ন৷ পারিয়া ভয়বিহবল চক্ষে চতুর্দিকে দৃষ্টপাত করিতেছিল। রমণীগণ অবিকৃত মুখে পূর্দি দারের দর গুণিয়৷ আপনাদের মূপ বাকাচয়' তাচ্ছিল্য প্রকাশ করিতেছিল ; fকস্তু যথম দেখিতেছিল ৩াহীদের দর শুনিয়া খরিদদার চলিয়া যায় তখন উচ্চরবে ডাকিতে আরস্তু করিতেছিল— “ওগে ও বাছ৷— ওগে1–-ওগে1–– নে যাও, নে যাও— আর টো পয়সা প’রে দিও।” ক্রমে হাট জনশূষ্ঠ হইতে আরম্ভ করিণ। এদিকে পেট ঘড়িতে দ্বিপ্রহরের ঘণ্ট। পড়িল ; বিদেশী ব্যাপারীরা আহারের অস্বেযণে দলে দলে মধু সার মিঠাইরের দোকানে প্ৰবেশ করিতে লাগিল । মধু সার দোকানের ৮ঠানটা নানারূপ শকটে পূর্ণ হইয়া গিয়াfছল ; তাহার দোকান-ঘরেও তেমনি ভাবে সমাগত অতির্গির দল জেটপাকাইয়। বসিয়া ছিল । • ভিয়াম-চড়ানো সুবৃহৎ চুল্পী হইতে বিকীর্ণ উত্তাপে আগস্তুকদিগের শাত নিবারণ হইতেছিল । ভূ তা নানাবিধ 'আহার্যা লইয়া পরিবেষণ করিতেছিল ; আগস্তুকগণ সেই সুখাদ্য দর্শনে প্রাণে একটা তৃপ্তির ভাব অনুভব করিতেছিল ; ৩াহার সুগন্ধেই তাহাদিগের রসন যে মোটেই লালাসিক্ত হইয় উঠে নাই এমন কথাও বলা যায় না । হাটের যাবতীয় ক্লধক মধু সার বাধা খরিদদার ছিল লোকট। নাকি বড়ই অমায়িক ও চতুর । ঠোঙার পর ঠোঙা থাবার শেষ হইতেছিল । সঙ্গে সঙ্গে ঘটার পর ঘটা জলুও ঢকটক শব্দ করিয়া উঠিয়া যাইতেছিল। সকুলেঙ্গ আপন আপন খরিদ বিক্রয়ের গল্প কfরতেছিল । fতন জন