পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

sठे ज९षTौ ] তাহার আহানে দুইচারিজন প্রতিরেশী শযুত্যাগ করিয়া বাহির হইল। সন্ধ্যার পরে কেহই সৰ্ব্বানন্দকে দেখিতে পায় নাই । নিশীথ রাত্রিতে গ্রামসীমা হইতে গ্রামসীমা পর্যন্ত সৰ্ব্বানন্দের অন্বেষণ হইল ; কিন্তু • .সৰ্ব্বানন্দকে মিলিল না । অমলা কুটীরত্বrর রুদ্ধ করিয়া অশ্র অন্ধনয়নে ভ্রাতার-সহিত পিতৃগৃহে আসিলেন । இ. পরদিন প্রতাতে পুনরায় সৰ্ব্বানন্দের অহুসন্ধানু আরস্ত হইল। গ্রামবাসীগণ পালিতক-হইতে মাস্ত করিয়া দশক্রোশ পর্য্যস্ত সৰ্ব্বানন্দের অনুসন্ধান করিয়া আসিল, কিন্তু সৰ্ব্বানন্দকে মিলিল না। অমলা পিতৃগৃহে বাস করিতে লাগিলেন । কিছুদিন পরে অমলাদেবীর ভ্রাতা বরাহরাতভট্ট রাজধানীতে আছুত হইলেন। র্তাহার পিতা বিশ্বরাতভট্ট স্তায়শাস্ত্র অধ্যাপনার জন্ত জগৎবিখ্যাত যশ অর্জন করিয়াছিলেন ; গৌড়েশ্বরের প্রধান সচিব গগদেব বহু অকুরোধ করিয়াও র্তাহাকে রাজধানীতে বাস করাইতে পারেন নাই। বিখরাতের মৃত্যুর পরে বরাহরাতকে ক্রিয়া কৰ্ম্ম উপলক্ষে প্রায়ই গৌড়ে যাইতে হইত। তিনি অল্প দিনের মধ্যে গর্গদেবের প্রিয়পাত্র হুইয়। উঠিয়াছিলেন। গোপালদেবের রাজ্য কালে গৌড়মগধে সাম্রাজ্য প্রতিষ্ঠিত হইলে অনেক নূতন রাজপদের স্বষ্টি হইয়াছিল। গৰ্গদেব বরাহরাতকে একটি রাজপদ গ্রহণের জন্তPখহুদিন হইতে অমুরোধ করিতেছিলেন। তাহীর ইচ্ছা ছিল যে মুখ, নিৰ্ব্বোধ পুরুষোত্তমের পরিবর্তে বরাহরাতভট্টকে পুরোহিতের পদে নিযুক্ত করেন ; কিন্তু রাজ্ঞা দেন্দদেবী কোনমতেই কুগপুরোহিত ত্যাগে স্বীকৃত না হওয়ায় গর্গদেবকে সে ইচ্ছ। পরিত্যাগ করিতে হইয়াছিল । ইতিমধ্যে মহাক্ষপটলিকের পদ শূন্ত হওয়ায় গগদেব বরাহরাতকে রাজধানীতে আহবান করিলেন। প্রধান অমাত্যের অল্প - রোধে বরহেরাতভট্ট রাজপদ গ্রহণ করিয়া সপরিবারে গৌড়ে আসিলেন। দুঃখিনী অমলাও সেই সঙ্গে পিতৃগৃহ ও শ্বশুরগুহ পরিত্যাগ করিয়া ভ্রাতার সহিত রাজধানীতে আসিলেন। সুচতুর, পরিশ্রমী, অধ্যবসায়শীল, কৰ্ম্মপটু ভটুপুত্র অতি অল্পদিনের মধ্যে রাজ্যের একজন প্রধান ব্যক্তি হইয়া উঠিলেন। কিছুদিন পরে গর্গদেব তাহাকে ধৰ্ম্মপাল । ۹ او বৰ্দ্ধমানভুক্তির ধর্শ্বাধিকারপদ প্রদান করিয়া প্রেরণ করিলেন। তখন প্রতি ভূক্তিতে বিচারকার্ঘ্যের জঙ্গ এক একজন ধৰ্ম্মাfধকার নিযুক্ত থাকিতেন । প্রধান বিচারপতি বা মহাধৰ্ম্মাধিকৃত রাজধানীতে • অবস্থান করিতেন। প্রতি ভুক্তির ধৰ্ম্মধিকারগণের অধীনে প্রতি, মণ্ডলে ও বিষয়ে ক্ষুদ্র ক্ষুদ্র ধৰ্ম্মাধিকরণ ছিল । বরাহরণত রাঢ়দেশে আসিয়া ঢেকীয় নগরে বাস করিতে লাগিলেন। অমলাদেবীও ভ্রাতৃবধুব সহিত রাঢ়ে আসিলেন । কান্তকুজ হইতে ধৰ্ম্মপালদেবের বিজয়যাত্রার সংবাদ গৌড়রাজ্যে আসিয়া পৌছিল। বহু নূতন গৌড়ীয় সেনা কান্তকুঞ্জে প্রেরিত হইল। রাঢ়দেশ হইতে যাহার কান্তকুজে যাইত বরাহরাত তাহাদিগকে সৰ্ব্বানন্দের অনুসন্ধান করিতে অনুরোধ কfরতেন, তথাপি সৰ্ব্বানন্দের কোন সন্ধান মিলিল না। ক্রমে সংবাদ আসিল যে, সমবেত গুর্জ রাজচক্র কান্তকুঞ্জ রাজ্য আক্রমণ করিয়াছেন, গুজ্জয়যুদ্ধে বহু সৈন্তের আবশ্ব্যক। সেনা সংগৃহীত হইতেছে, অবিলম্বে মহাকুমার বাকৃপাল লক্ষ সেনা লইয়া কান্তকুঞ্জে যাইবেন । ইহা শুনিয়া বরাহরাত মধ্যদেশে সৰ্ব্বানন্দের অনুসন্ধানের জন্য রাজপুত্রকে অনুরোধ করিতে গর্গদেবকে পত্র লিখিলেন । মহামন্ত্রী কর্তৃক অমুরুদ্ধ श्शेंप्री বাকৃপাল সৰ্ব্বানন্দের সন্ধান করিতে প্রতিশ্রুত হষ্টলেন । বর্ষাস্তে বাকৃপালদেব কান্যকুব্জ যাত্রা করিলেন । একদিন অপরাহে ঢেকরীয় নগরে একটি অট্টালিকার সম্মুখে বসিয়া জনৈক মলিনবেশ যুবতী নারায়ণের সান্ধ্যপুঙ্গার আয়োজন করিতেছিলেন ; অট্টালিকার অলিন্দে বসিয়া আর-একটি যুবতী শিশুপুত্র ক্রোড়ে লইয়। প্রথমার সহিত কথোপকথন করিতেছিলেন । দ্বিতীয়৷ বলিতেছিলেন, “ঠাকুরবি, এত দাসদাসী থাকিতে তুমি নিজে পরিশ্রম করিয়া শরীর নষ্ট করিতেছ কেন ?” প্রথম নূতন প্রদীপে ঘূত দিতে দিতে কহিলেন, “কি করিব বউ, কাজ লইয়া ভাল থাকি। যদি এক বলিয়া থাকিতে হইত তাহ হইলে এতদিনে বোধ হয় পাগল হইয়া যাইতাম।” 参见 “অত ভাবিও নী, সে কোথায় যাইবে ? এইখানে তাহার মন বাধা আছে। সে একদিন ফিরিবেই ফিরিবে ।”