পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Woo ধৰ্ম্ম ।- - তাহ হইবে না ভীষ্মদেয । নগর-মধ্যে সহস্ৰ সহস্ৰ গৌড়ীয়সেন আছে, তাহাদিগের মধ্যে যাঙ্গায়। মরিতে প্রস্তুত কাছে তাহারা আমার সহিত থাকুক, অবশিষ্ট সেন্ম লইয়। আপনার প্রতিষ্ঠানে ফিরিয়া যান। নুতন সেল ও আহার্ধ্য লইয়। আসিয়া আমাদিগকে উদ্ধার করিবেন। ভীষ্ম – মহারাজ, আমি বুদ্ধ, আমি ফিরিয়৷ যাইব, আর আপনাকে এই শক্রবেষ্টিত দুর্গমধ্যে রাখিয়া যাইব ? ইহাই কি গৌড়েশ্বরের স্তায়বিচার ? ধৰ্ম্ম ।-- ভীষ্মদেব, এই আমার প্রথম অভিযান, আমি বিমাযুদ্ধে পশ্চাৎপদ হইব না। ভীষ্ম।— মহারাজ, আমি আপনাকে শক্রবেষ্টিত কান্তকুজে রাখিয়া কোন মুখে দেশে ফিরিব ? সেই স্থানে প্রধান প্রধান গৌড়ীয় সামন্ত ও নায়কগণ সকলেই উপস্থিত ছিলেন। র্তাহারা কৌতুকপূর্ণ নেত্রে উভয়ের দিকে চাহিয়া ছিলেন । এই সময়ে জয়বৰ্দ্ধন বলিরা উঠিলেন, “তাহা হইলে কাহারও ফিরিবার প্রয়োজন নাই।” পশ্চাৎ হইতে রণসিংহ কহিলেন, “আছে জরবর্জন। অবরুদ্ধ দুর্গে প্রতিদিন বলক্ষয় হইয়৷ থাকে, নূতনসেন ও আহার্য সংগ্রহের জন্য ফিরিয়া যাওয়! আবশ্যক ৷” _ ভীষ্ম – তবে তাহাই হউক। দুর্গে এথন কত অশ্বরোহী আছে ? - বিষ্টনন্দী – পঞ্চবিংশ সহস্রের অধিক নহে। ভীষ্ম — পঞ্চবিংশ সহস্ৰ অশ্বারোহী লইয়া কে প্রতিষ্ঠানে ফিরিতে প্রস্তুত আছে ? বিমল – সকলেই। ভীষ্ম।— নন্দীপুত্র কি ব্যঙ্গ করিতেছ ? বিমল — প্রভু, আপনাকে বিদ্রুপ করে এমন সাহস কাহার অাছে। তবে বিমলনন্দী পঞ্চবিংশ সহস্ৰ অশ্বরোহী পাইলে ভিল্লমালে যাইতে প্রস্তুত আছে, প্রতিষ্ঠান দুরের কথা। ভীষ্ম – বিমল, অবরুদ্ধ নগরে অশ্বারোহী সেনার কোনই প্রয়োজন নাই। সমস্ত অশ্বারোহী না পাঠাইলে অয়শ্বর আহার্য্য যোগাইতে হইবে । প্রবাসী—চৈত্র, ১৩২১ [ ১৪শ ভাগ, ২য় খণ্ড ধৰ্ম্ম – তাত, তাহার জন্য চিন্তিত হইবেন না। দশ সহস্র সেনা লইয়া কে গুর্জর স্কন্ধাবার তেজ করিতে প্রস্তুত আছে ? * জয়বৰ্দ্ধন – আমি । কমলসিংহ -- জামি মহারাজ । - বিমল – মহারাজ আমি পঞ্চসহস্র সৈন্য পাইলেও যাইব । ভীষ্ম — একাধিক সানন্তের যাইযার জাবগুফতা নাই। ধৰ্ম্ম।— বিমল, তুমি যাইতে পাইবে না। বিমলনন্দী ক্ষুণ্ণমনে জিজ্ঞাসা করিলেন, “মহারাজ, আমি কি অপরাধ করিয়াছি ?” “অপরাধ নহে বিমল, অন্ত কাৰ্য্য অাছে।” ভীষ্ম – জয় ও কমল উভয়েই যাইতে প্রস্তুত আছে, মহারাজ কি আদেশ করেন ? ধৰ্ম্ম – জয়বৰ্দ্ধনকে প্রতিষ্ঠানে প্রেরণ করুন। কমল – আমি কি অপরাধ করিলাম মহারাজ ? ধৰ্ম্ম ।- তোমরা জামাকে পাগল করিবে দেখিতে পাইতেছি। অপরাধ নহে কমল, তুমি আমার সহিত যুদ্ধে যাইবে । কমল (– আপনার সহিত ? ভীষ্ম।— মহারাজ, কোথায় যুদ্ধে যাইবেন ? ধৰ্ম্ম ।— সে কথা পরে বলিতেছি । জয়, তুমি কল্য প্রতুযে যাত্র করিবে, যুদ্ধ না করিয়া পলায়ন করিবে, যত শীঘ্র পার প্রতিষ্ঠানে উপস্থিত হইবে । নুতন সেন যত পার সংগ্রহ করিয়া আনিবে এবং অশ্বারোহী সেনা লইয়। প্রতিষ্ঠানের পথ মুক্ত রাখিবে। প্রয়াগ হষ্টতে গৌড়ে বলিয়। পাঠাইও যে লক্ষ পদাতিক ও পঞ্চাশতসহস্র অশ্বারোহী সেনা আবশ্যক । জয় ।— উত্তম । মহারাজের অজ্ঞ। শিরোধার্য্য। डौश्र - भशबांङ, अदक्षिहे चशां८ब्रांशै ? ধৰ্ম্ম।— তাত, কল্য প্রাতে জামিও যুদ্ধে ষাইব । ভীষ্ম – মহারাজ ? “ ই । আমি, কমল ও বিমল অবশিষ্ট আশ্বারোহী সেনা লইয়া পশ্চিমদিকে জাহাৰ্য্যের সন্ধ্যানে যাইব ।” “পশ্চিমদিকে ?”