পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ষ্ঠ সংখ্য। ] করায় তিনি স্বর্ণময়ী-উমাচরণ-পদক প্রাপ্ত হন । বিজ্ঞানে পারদর্শিতার জন্য প্যারীচরণ-মুখোপাধ্যায়-স্বর্ণপদক এবং ভিক্টোরিয়া-জুবিলি-রৌপ্যপদক প্রাপ্ত হন। ডি-এসসি উপাধি পাইবার পর ডাক্তার সরকায়ু তিন বৎসর মাসিক একশত টাকা করুিয়া গবেষণাবুক্তি পাইঘাছিলেনু ১৯৮৮ খৃষ্টাব্দে তিনি গবর্ণমেন্টুের প্রাদেশক সার্ভিসে রসায়নবিদ্যার অন্যতম অধাপক নিযুক্ত হন। তিনি অনেকবার-অস্থায়ীভাবে গবর্ণমেণ্টের মিটিয়ারলজিষ্টের কাজ করিয়াছেন P * জধ্যাপক অন্নদাপ্রসাদ সরকার । মি ওর পিন্সিপ্যাল ও রসায়নীবিদ্যার প্রধান অধ্যাপক ভাষ্ঠীর গিলের সহযোগে ডাক্তার সরকার জানfাল অব দি কেমিক্যাল সোসাইটাতে শিউলী ফুলের রং সম্বন্ধে গবেষণা করিয়া এক প্রবন্ধ প্রকাশিত করেন । হাইড্রোক্ল ওরিক দ্রাবকের পরিচাল*Si ( the conductivity of hydrofluoric acid ) সম্বন্ধে লণ্ডনের রয়্যাল সোসাইটীতে একটি গবেষণামূলক প্রবন্ধ প্রেরণ করেন । কলেজের প্রবাসী-বাঙ্গালী Գ o Ց ডাক্তার সরকার অস্থায়ীভাবে এলাহাবাদ.মিউনিসিপলিটির জীবতত্ত্ববিদের (biologistএর ) কৰিয়াছেন | কাজও 蘇 辭 事 অধ্যাপক উপেন্দ্রনাথ বল অধ্যাপক উপেন্দ্রনাথ বৰ্ণ ১২৯১ সালের ৫ই কাৰ্ত্তিক মেদিনীপুর জেলার অন্তর্গত কাথি মহকুমস্থিত জাহ্বানাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন । র্তাহার পিতার নাম ey মদনমোহন বল । উপেন্দ্রনাথ দুইমাস বয়সে পিতৃহীন হম । তাহার মাতা তাহাকে ও ঠাহীর দুই ভগিনীকে অতি কষ্টে মাকুষ কপ্লিয়াছেন । তিনি উপেন্দ্রনাথকে সাতিশয় যত্বের সঠিত লেখা পড়া শিথাইয়াছেন । কাথি এণ্টে ম্স স্কুলে পড়িবার সময়েই তাঙ্গকে কথন কখন গৃহশিক্ষকের কাজ করিতে কইয়াছিল । দ্বি শ্ৰীয় শ্রেণীতে তিনি তৎপরে তাহাকে পড়িবার সময়ই র্তাহার বিবাষ্টের বন্দোবস্ত হয় । পলায়ন করিয়া আত্মরক্ষা করেন"; অনেক কষ্ট সহ করিতে হয়। এণ্টেন্স পাশ করিয়া হাতে ৩৪টি মা এ টাকা লইয়। গ্রামের একটি ছাত্রের সহিত তিনি কলিকাতায় আসেন ও রিপন কলেজে ভৰ্ত্তি হন। কাথির ছেলেদের একটি মেস ছিল । সেই মেসের ছাত্রেরা এবং আর কয়েক জনবন্ধু তাহার খরচ চালাইতেন। মধ্যে এমন অবস্থ৷ হইয়াছিল যে প্রায় একমাস একবেলা হোটেলে আহার করিয়া কলেজ যাইতেন, এবং রাত্রে অণহারে থাকিতেন। এফ-এ পাশের পর বহু কষ্টে তিনি বি-এ পড়েন । কিছুদিন গৃহশিক্ষকতা করেন । কিছুদিন মাসিক ১৫ টাকা বেতনে এবং পরে কমিশনের বন্দোবস্তে বাবু যোগেন্দ্রচন্দ্র ঘোষের প্রতিষ্ঠিত বিজ্ঞান-ও-শিল্প-শিক্ষা-সমিতির জ্ঞস্য • সকাল ও সন্ধ্য। চাদ। আদায় এবং দুপৰ বেল কলেঞ্জে অধ্যয়ন করেন । মান অসুবিধা হওয়ায় কলেজ ছাড়িয়া ঐ সমিতির আফিসে ১৫ টাকা বেতনের চাকরী করেন এবং সিটিকলেজে প্লাডারসিপ ক্লাশে ভৰ্ত্তি হন । অতঃপর ১৯০৫ সালের ফেব্রুয়ারী মাসে স্বগীয় গোখলে মহাশয় র্তাহাকে ২• টাকা বেতনে ইণ্ডিয়া কাগজের গ্রাহক