পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१० 8

অধ্যাপক উপেন্দ্রনাথ বল । ংগ্রহের কার্য্যে নিযুক্ত করেন। জুলাইমাসে আপার সিটিকলেজে বিনালেতনে ভৰ্ত্তি হন। সকালে ইণ্ডিয়ার গ্রাহক সংগ্ৰহ, তাহার পর কলেজে পড়া, এবং তাহার পর আফিসে হিসাব রাখা, মাঝে মাঝে গৃহশিক্ষকত। এইরূপ মুনি অসুবিধার মধ্যে উপেন্দ্র বাবু বি-এ করেন । 廖 তার পর এম-এ পড়িবার ইচ্ছা বলবতী হয় । তথন কিছুদিন বেঙ্গল টেকুনিক্যাল ইনষ্টিটিউটে কেরানীগিরি করেন, কিন্তু পারিশ্রমিক কিছুই পান নাই । এই কাজ করিয়া এমূ-এ পড়া চলিবে না ভাবিয়া ডভ টন কলেজে সংস্কৃত ও বাংলার শিক্ষক হন, এবং প্রেসিডেন্সী কলেজে এম্-এ পড়িতে থাকেন। ইহাতে অসুবিধা হওয়ায় চাকরী ছাড়িয়া দেন। তাহার পর দু জায়গায় গৃহশিক্ষকতা করিতেন এবং থিয়লজিক্যাল কলেজে ২-২ বৃত্তি পাইতেন । অতঃপর কিছুদিন সিটিকলেজে অধ্যাপনা ও ব্রাহ্মবালকদের বিদ্যালয়ে শিক্ষকতা করেন । কয়েকমাস। ইণ্ডিয়ান মেসেঞ্জারের সম্পাদকের কাজও প্রবাসী—চৈত্র ১৩২১ ১৪শ ভাগ, ২য় খণ্ড করেন। এইভাবে নানা কাজের মধ্যে তিনি ১৯১১ খৃষ্টাব্দে এমূ-এ পাশ করেন । এমএ পাশের পর ব্রাহ্মবালকদের বিদ্যালয়ে শিক্ষকতা, লাহোরের টিবিউন পত্রিকার সহকারী-সম্পাদকতা এবং কুচবিহার কলেজের অধ্যাপকতা করিয়া উপেন্দ্র বাবু এক্ষণে লঙ্কেএর ক্যানিং কলেজে ইতিহাসের সহকারীঅধ্যাপকের পদে নিযুক্ত আছেন । কলিকাতায় তিনি প্লাধারণ-ব্রাহ্মসমাজের উপাসকমণ্ডলীর সহকারী সম্পাদক, ছাত্রসমাজের সম্পাদক এবং অমুন্নত জাতিসকলের শিক্ষাবিধায়িনী সমিতির সহকারী সম্পাদক ছিলেন । g লক্ষ্মেীয়ে তিনি ছাত্রদের সমাজসেবকমণ্ডলী স্থাপন করিয়াছেন । তিনি ইহার সভাপতি । এই মণ্ডলী একটি নৈশবিদ্যালয় চালাইতেছেন। উপেন্দ্রবাবুর উদ্যোগে ক্যানিং কলেজ হইতে একটি পত্রিক বাহির হইতেছে। তিনি পত্রিকা-কমিটির সম্পাদক । অধ্যাপক রেভারেণ্ড বি, কে, মুখার্জি। অধ্যাপক রেভারেণ্ড বি, কে, মুখার্জি ১৮৭৩ খৃষ্টাব্দে কলিকাতায় জন্মগ্রহণ করেন। তাহদের আদি নিবাস চব্বিশ পরগণায় । তাহার পূর্বপুরুষেরা সম্পন্ন গৃহস্থ ও ভূম্যধিকারী ছিলেন। তিনি কলিকাতার মেট্ৰপলিটাম ইনষ্টিটিউশন হইতে গ্রাজুয়েট হন । তিনি দিল্লীর সেন্টষ্টিফেন্স কলেজের, ইন্দোরে সি, এম, কলেজের এবং কানপুরের ক্রাইষ্ট চাচ কলেজের অধ্যাপকতা করিয়াছেন । তদ্ভিল্ল বোম্বাই, করাচী এবং উত্তরপশ্চিম প্রদেশে অনেকগুলি এণ্টে,সস্কুলের হেডমাষ্টারের কাজ করিয়াছেন । ১৯০৬ সালে তিনি খৃষ্টধৰ্ম্মের পৌরোহিভ)-কার্য্যে দীক্ষিত হঠয়া বোম্বাইয়ের হিন্দুস্থানী মিশনের ভার প্রাপ্ত হন। তিনি শিক্ষাসংক্রান্ত মিশনী ; শিক্ষা ও ধৰ্ম্মোপদেশ দানের উভয়কাৰ্য্যই করিয়া থাকেন। উপদেশ ইংরেজী ও হিন্দুস্তানীতে দেন । অধিকন্তু তিনি কানপুরের এস, পি, জি, স্কুলের ম্যানেজার।