পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ষ্ঠ সংখ্যা ] হোমিওপ্যাথিক মতে অাদর্শ গৃহচিকিৎস।— ১৪১ নং বনফিল্ড সূ লেন কলিকাতা, দি ষ্ট্যাণ্ডার্ড হোমিওপ্যাথিক ফাৰ্ম্মাসি হইতে এস এন চৌধুরী কোম্পানি কর্তৃক প্রকাশিত । ২৬৮ পৃষ্ঠা, কাগছড় বাধা, মুল্য দশ আন।। হোমিওপ্যাখি চিকিৎসার মোটামুটি তত্ত্ব ; সচরাচর बाबर्श७ ঔষধের নাম, ক্রম, ও প্রয়োগবিধি ; ঔষধের রোণাধিকারু ; রোগের নিদান ও চিকিৎসা ; ঔষধের পরস্পর সম্বন্ধ ও সম্পর্ক ; পঞ্চ ও অপথ্য , শক্ষিপ্ত চিকিৎসায় ঔষধ নির্দেশ ও ঔষধের বিশদ ও বিশেষ অধিকার প্রভৃতি সংক্ষেপে বর্ণিত, ব্যাখ্যাত ও নির্দিষ্ট হইয়াছে । ঔষধ ও রোগের ষাংলা নামের সঙ্গে সঙ্গে ইংরেজি নাম দেওয়াতে বুঝিবার পক্ষে অধিক সুবিধা হইয়াছে , কতকগুলি এমন রোগের চিকিৎসা দেওয়া হইয়াছে যেগুলি আকস্মিক বা হওয়ামাত্র সাংঘাতিক নহে, এবং ষেগুলির চিকিৎসা সহজে চিকিৎসক-নিরপেক্ষ হইয়া হওয়ার জো নাই ; আমাদ্ধের মনে হয় এরূপ ব্যাধির চিকিৎসা বাদ দিয়া বা সংক্ষেপ করিয়া, আকস্মিক সাংঘাতিক ও সচরাচর পরিবীরে ঘটে এমন রোণের চিকিৎসা আর-একটু বিশদ করিলে ভালো হইত। তথাপি গ্রন্থখানি খুহহের উপকারে লাগিবে। প্রথম শিক্ষাধীর সুবিধাজনক করিয়া চিকিৎসাবিধানের বহুবিধ সঙ্কেত নির্দিষ্ট হইয়াছে । উদভ্ৰান্ত প্রেমিক-প্রকৃতঘটনামূলক উপন্যাস, ঐঅতুলচন্দ্র র্যয়চৌধুরী প্রণীত, সাধনপুর, চট্টগ্রাম, শরৎ পুস্তকালয় হইতে প্রকাশিত। ডিমাই ১২ অং ৬০ + ১ - পৃষ্ঠা । মূল্য (J• আনা । প্রথম অংশ উপন্যাস, দ্বিতীয় অংশ অধিনাথ ও চন্দ্রনাথ তীর্থের বিবরণ । গ্রন্থের বিক্রয়লব্ধ আয় সাধারণ পাঠাগার শরৎ পুস্তকালয়ে দেওয়া হইবে । 戀 শরৎ-লীলা—শ্ৰীমহেন্দ্রনাথ চক্রবত্ত কর্তৃক কবিতাচ্ছন্মে অনুদিত, প্রকাশকের নির্দেশ নাই, গ্রন্থকারের ঠিকান রাজপুর, পাশ্চাত্যপাড়া, সোনারপুর পোষ্ট আপিস, ২৪ পরগণা। মূল্য পীচ আনা । ৬৮ পৃষ্ঠা পাইক টাইপে ছাপা । শ্ৰীমদভাগব৩েয় দশম স্কন্ধের রাসপঞ্চাধ্যায়ে বর্ণিত শ্ৰীকৃষ্ণ কাহিনী’ পদো অনুবাদিত হইয়াছে । অনুবাদে মাধুর্য্য ব৷ কবিত্বর্ণকছুমাত্রও নাই । রঙ্গিলা—শ্ৰীহরিপ্রসন্ন দাশগুপ্ত-প্রণীত, ৬৫১ নং বেচু ১tটুৰ্য্যের স্ট্রট কলিকাতা শিশু-প্রেস হইতে প্রকাশিত। ৬৪ পৃষ্ঠl, সচিত্র, রঙিন প্রচ্ছদ, মূল্য চার আনা । শিশুপাঠ্য ছড়ার বঙ্গ ; ছড়ার বিষয়গুলি হাস্তোদাপুক, মজাদার, সুতরাং শিশুদের মনস্তুষ্টি সম্পাদন করিতে পারিৰে । সহিনিী—শ্ৰীমনীতি দেৰী-প্রণীত, প্রকাশক শ্রীমতী নিস্তারিণী দেবী, কেশবধাষ, বেনারস সিটি। ডঃ ফুঃ ১৬ অং ৭৭ পৃষ্ঠ, পাইক টাইপে কুন্তলীন প্রেসের পfরস্কার ছাপা । মূল্য আট আনা । পদের বই । মাঝখানে তিনটি গদ্য রচনাও আছে । লেখিকার ৮ বৎসর হইতে ১৫ বৎসরের মধ্যে রচিত । সচিত্র রাজস্থান—শ্ৰীঅবনীমোহন মুখোপাধ্যায়-প্রণীও রাজস্থানের ইতিহাস উপস্যাসের ছায়ায় লিখিত, খণ্ডে পণ্ডে পকা শিত, পনর দিন অন্তর এক এক খণ্ড বাহির হইবে । আমরা তিনখণ্ড পাইয়াছি ; তিন খণ্ডে শিলাদিত্য, গুহ, নাগাদিত্য ও বাপ,পার কাহিনী আছে। প্রতি থণ্ডের মূল্য এক আনা। প্রাপ্তিস্থান ২•• কর্ণওয়ালিস স্ট্রট । ভাষা উপস্কাসের উপযুক্ত নহে, অত্যস্ত ভারী, সংস্কৃত শব্দ ও .পুস্তক-পরিচয় 4 చిన সমাসের জগদ্দল পাথুর ভাষার বুকে চাপানো। অথচ গ্রন্থস্থার মিবেদন করিয়াছেন “রাজস্থানের ইঙিহাস সরল ভাষায় পাঠকের রুচিকর পন্থা অন্বেষণ করিয়া এ পর্যন্ত কেহ লিখেন নাই। সেইজষ্ঠ श्रीडिा ...... সরল ভাষায় ...... প্রকাশ করিলাম।" গ্রন্থকার কি শ্রীযুক্ত অবনীন্দ্রনাথ ঠাকুরের অপূৰ্ব্ব সুন্দর “রাজকাহিনী” বা যুক্ত বিপিনবিহারী নদীর পদ রাজস্থানের বা ঐযুক্ত যজ্ঞেশ্বর . বন্দ্যোপাধ্যায়ের রাজস্থানের খোজ রাখেন না । ঐগুলি থাকিতে গ্রন্থকারের পণ্ডশ্রম করিবার কোনো আবশ্ব ৯ দেখিতেছি ন i * মোহমুদগর-মুল ও পদানুবাদ শ্ৰীচন্দ্ৰ কুমার ভট্টাচাৰ্য্য কর্তৃক বাঙ্গালা পদ্যে অমুবাদিত । প্রকাশক শ্রীরামকুমার ভট্টাচার্য্য, পাখরাঁকুল, পোষ্ট সাতগাও, শ্রীহট্ট । মূসা এক আনা । অনুবাদ বেশ ভালোই হু ইয়াছে । নরমন্দর-সমাজ–ডাক্তার কেদারনাথ শীল কর্তৃক প্রদত্ত বক্তৃতা, সিরাজগঞ্জ কাওয়াকোল নরসুন্দর-সমিভি হই৩ে প্রকাশিত । মুলা এক আন । শিক্ষণ ও জ্ঞানই মানুষের উন্নতির ও সম্মান লাভের একমাত্র উপায় । সমগ্র বঙ্গদেশে ৪ লক্ষ ৩৫ হাজার ৯ শ৩ ৯৪ জন নাপিতের বাস,—৩ষ্মধ্যে পুরুষ ২২৩৪৭৬. স্ত্রীলোক ২ ১২৪১৮ । উtহাদের মধ্যে মাত্র ৪৬৪৪২ জন লেখাপড়া জানেন, ৩৭৬১ জন ইংরেজীশিক্ষিত । অর্থাৎ হাজার করা ১৮৭ জন মাত্র লিখিতে পড়িতে পারেন, অবশিষ্ট ৮১৬ জন একেবারে মুখ ; শভকরা হিসাবে ১৭১৮ জন লিখিতে পড়ি৩ে পারেন, আবশিষ্ট ৮৯ ৮৩ জন নিরক্ষর । অন্যাস্ক জাতির তুলনায় এই অজ্ঞানত পরিমাণ নরসুপার-সমাজে আ ই13 বেশী । ইহা দেখিয়া ব্যথিত হইয়া বক্ত। উtহার স্বজাতীয় নরনারীকে শিক্ষালাভে উদ্যোগ হইতে বলিয়াছেন এবং এ কন্ম যে শিক্ষিত । নাপি৩দিগেরই প্রধান কওঁৰ তাহা ও নির্দেশ করিয়াছেন । এ বিষয়ে সকল জাতির সকল শ্রেণীর লোকেরই মনোযোগ আকৃষ্ট হওয়া উচিত। আমাদের জাতীয় দুৰ্গতি নিবারণের একমাত্র পন্থা এই শিক্ষা ও জ্ঞান লাভ । সে জাতি বা সমাজ স্বও শিক্ষিত ও জ্ঞানধুনি তাহা তত উন্নত, ইং প্রমাণিত সৰ্ব্ববাদীসম্মত সত্য । গানের খাতা--(প্রথম শতক )—রচয়িতা ঐাকরণটাদ দরবেশ, প্রকাশক নলিনীরঞ্জন বণ্যোপাধtয় ২৩নং পটলডাঙ্গা ষ্ট্রীট, কলিকাতা । ১২৮ খৃষ্ঠা, এণ্টিক কাগজে ছাপা । মূল্য আট অ1ণী । গ্রন্থকারের বালককালের লেখা রাধা কৃষ্ণ গৌরাঙ্গ প্রভৃতির প্র৩ি ভক্তি ও প্রার্থণামূলক এই গানগুলি । গ্রন্থকার লিথিয়াছেন যে এইসকল গণ নাকি বৈষ্ণব বৈরাগীরা লোকপরম্পরায় শুনিয়। tশধিয়া পথে ঘাটে গাহিয়া থাকেন । কিন্তু মুখে মুথে ফিরিতে ফিরিতে গানের পদবিকৃতি ঘটে। তা হাই নিবারণের জন্য এই গ্রন্থন । গানের দুই একটি সরণে মরমিয়ার দরদী রস একটু আধটু সম্প,জ্ঞ হইয়াছে ; কিন্তু কবিত্ত্বরপ, যাহা গানের প্রাণ তাহ, একশ গালের একটাতেও একবিন্দু পাইলাম না । মামুলি তত্ত্বকথা ও কটমট শব্দের ঘনঘট আছে প্রচুর । মূছন—( গীতিকাব্য -- শ্ৰীহৃষীকেশ মল্পিক প্রণীত । প্রকাশক এস সি আঢ্য কোম্পানি, কলিকাতা। পাইক টাইপে চেরি প্লেসে পরিষ্কার ছাপা । রেশমী কাপড়ে বাধা । মূল্য পাচ সিকা । সচিত্র । e অনেকগুলি খও কবিতা আছে । চুম্বন নামক কবিতার একটি