পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩২ রাত তখন ১২ট হবে আমি উঠে বসলাম, মনে হ’ল আমার কোন অস্বথ, কোন কষ্টই নেই। স্বধার মুখখানি মনে পড়ল, আস্তে আস্তে আজকের এই ঘটনাট। লিখলাম আমার এই খাতায়, আর আরম্ভ করেছি যে পাতায় তাতে লিখে রাখলাম “ৰূধ৷” । ভারি ঘুম আসছে আবার, এবার ঘুমোই । স্বধার কথা বাবার সঙ্গে মণ্ট দের বাড়ী গিয়েছিলাম, আজ তিন দিন হ’ল আমাদের গাড়ীর accident হয়েছে, ভাগ্যিস্ যতীন-বাবু আমায় নিয়ে গিয়েছিলেন তুলে’ । ইচ্ছা ছিল মণ্টর দাঙ্গাকে দেথ ব আজ ভালো করে, আজ তার সঙ্গে আলাপ করব । মন্টর মার সঙ্গে দেখা হ’ল, তিনি আমায় তার ঘরে নিয়ে গেলেন, গিয়ে দেখি—তার বিছানাপানি একখানা সাদা চাদরে প্রবাসী—কান্তিক, ১৩৩১ [ ২৪শ ভাগ, ২য় খণ্ড ঢাকা রয়েছে, আর তার উপর একরাশি রজনীগ ফুল সাজান। মন্ট, জানলার পাশে বসে আছে এব থানা খাতা কোলে করে” । আমার চোখ জলে ভরে এল, মন্টর কাছে গি তার কাছ থেকে খাতাখানা নিয়ে খুললাম, আশ্চৰ্য্য সে কি করে আমার নাম জানলে ? আমি মণ্ট :ে বললাম “মন্ট ভাই, আমাকে এ-খাতাখানা দেবে ?” ে বললে, “তুমি কি স্বধা ?” আমি বললাম, “হ্য, আমার নাম মৃধা ।” আসবা সময় তার মাকে প্রণাম করে পাতাথান আর কয়েকট ফুল নিয়ে বাড়ী এলাম। তার পর যে-স্থলে পড়তাম, সে-স্কুল ছেড়ে অর স্কুলে ভর্তি হ’ব ভাবছি, সেপথ দিয়ে ধেতে মন আ: bfग्रे नl ? বাদলায় শ্ৰী যতীন্দ্রপ্রসাদ ভট্টাচাৰ্য্য (সংস্কৃত গঙ্গপতি ছন্দের অনুকরণে রচিত। প্রত্যেকটি শব্দের স্বরান্ত ও ব্যঞ্জমান্ত বর্ণের উচ্চারণ রীতিমত হওয়া আবশ্যক । ) e. ( > ) নেমেছে দেশ- জুড়ে বাদল । বাজিছে নীল নভে মাrল ! ভরেছে নদ- নদী পুকুর । তথাপি জল যাচে চাতক । না জানি, হায়, কত পাতক । তুষাতে প্রাণ, সদ। আতুর ! ( ૨ ) হয়েছে গাছ, পাতা সবুজ ! হৃদয়ে আজ জাগে অবুঝ ! চাহে না আর কারো শহণ ! আবেশে শিউ, রিছে কদম । নিয়ত বাম ছোটে বেদম! ক’রেছে মোর মনে- হরণ ! ( a ) অদূরে ওই ডাকে কোকিল ! বিষাদে আজ, কাদে অখিল ! কে যেন কয়, "বীচ বিফল !" কি যেন বুকু- やく1 ব্যথায়, কলাপী কাবু কাছে শুধায়, ফুকারি' কয়, “কে-৪ !” কেবল ! ( 8 ) দাদুরী আজ, গানে মগন । ঢুলিছে তায়, যেন গগন ! বেণুও শির নমি’ ঝিমায় ! ঝরিছে ঝমূ- ঝমি’ সলিল ! বহিছে তায়, ভিজা অনিল ! অজানা দুখ, কোথা ঘুমায় !