পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্যা ] , লইতে পারি। তিনি জৈনধৰ্ম্মাবলম্বী ছিলেন । নন্দ রাজগণের সময়ে এবং সম্রাটু ক্ষরিবেলের সময়ে উড়িষ্যার প্ৰজাগণের মধ্যে জৈন ধৰ্ম্মের প্রসার হইয়াছিল । কলিঙ্গরাজ্য &ষ্ট সময়ে উৎকল বা ওড্র ও গঙ্গারিডিরাজ্য তাহার কুক্ষিগত করিয়া লইয়াছিল। “প্লিনিকত্ত্বক ‘গঙ্গারিডি’ এবং ‘কলিঙ্গি’ (কলিঙ্গ) একত্র উল্লিখিত দেখিয়া মনে হয় কলিঙ্গ তখন গঙ্গারিডি রাজ্যেরই অন্তর্গত ছিল । বৰ্ত্তমান উড়িষ্যা এবং উড়িষ্যার দক্ষিণ দিকে অবস্থিত গোদাবরী পৰ্য্য ? বিস্তৃত ভূভাগকে তথন কলিঙ্গ বলিত। পরবর্তীকালে যখন উড়িষ্য। এডু বা উৎকলনামে পরিচিত হইল এব” প্রাচীন-কলিঙ্গের দক্ষিণ ভ। . ষ্ট কেবল কলিঙ্গ নামে অভিহিত হইতে লাগিল, তপন ৪ উৎকল ‘সকল কলিঙ্গের’ বা-‘ত্রিকলিঙ্গের’ এক কলিঙ্গ বলি গণ্য হইত।” ( গৌড়-রাজমাল। — ২ পৃষ্ঠা )। এই হস্তি গুম্ফালিপিতে কলিঙ্গ-সমাটু ক্ষণরবেলের তাম্রলিপ্ত বা বঙ্গ প্রভৃতি পূৰ্ব্ব-দক্ষিণদিকৃস্থ রাজ্যাভিমূপে অগ্রসর হইবার কোন সংবাদ পাওয়া যায় না – পক্ষান্তরে তাম্রলিপের রাজগণ মহাভারতীয় যুগ হইতে বরাবর অক্ষুণ্ণভাবে তাহাদের সিংহাসনে প্রতিষ্ঠিত ছিলেন । পরবন্তীকালে কলিঙ্গের অন্যান্ত সম্রাটুগণের অভিযানকালেও তাম্রলিপ্তরাজ্যের বিরুদ্ধে আক্রমণ অথবা সমরসংবাদ পাওয়া যায় না । ইহা দ্বারা বুঝিতে পারা যাধু যে, তাম্রলিপ্তরাজগণ প্রাচীন কলিঙ্গরাজগণের মিত্ররাজ ছিলেন । তাম্রলিপ্তরাজগণের স্বজাতীয় গঙ্গারাঢ়ী বংশীয় রাজগণ তাম্রলিপ্ত হইতেই অগ্রসর হইয়া কলিঙ্গের অধিপতি হইয়াছিলেন (তমলুকের ইতিহাস - ৫১ - ৫৩ পৃষ্ঠা ) । এই প্রদেশের অধিবাসিগণ প্রাচীনকালে ‘গঙ্গারিডি’ বা গঙ্গারাঢ়ী তাম্রলিপ্ত’ ও কলিঙ্গ ( ক্লীং ) বলিয়ুiও কথিত হইতেন । এই হাওড়া, ২৪ পরগণা ও মেদিনীপুর জেলার অধিবাসীদিগের মধ্যে অদ্যাপি সামন্ত, সেনাপতি, দলপতি, দিকৃপতি, বাহুবলীন্দ্র, গজেন্দ্র, রণঝম্প, গড়নায়ক, দেীবারিক, পাত্র, মহাপাত্র, সিংহ, ৰাস্ত্ৰ ( বাঘ ), শতরা, হাজরা প্রভৃতি বীরত্ব-সূচক উপাধি বহুল-পরিমাণে বিদ্য মান । সেই প্রাচীন কালের বীরগণের সস্তানগণ এক্ষণে LuDD DG DGLLG uH SSLLLS AAAAAA S AAAAS AA SAASAAAS মৌর্য্য চন্দ্রগুপ্ত সংবৎ Hථ রাখিতেছেন । ইহাদেরই পূৰ্ব্ব পুরুষগণ পৃষ্টীয় প্রথম শতাব্দে রোম-সম্রাটের নিকট বীরত্ব প্রদর্শন করিয়৷ জগতকে পিস্মিত করিয়াছিলেন ; উড়িষ্যায় বিস্তৃত গুইয়া" ইঙ্গদেরই আত্মীয়বর্গ খণ্ডাইত বা গড়জাত বলিয়া অধুন। পরিচিত হইতেছেন। ধে-বাঙ্গালীর রণপাfণ্ডত্যে জগৎ গুষ্ঠিত হইয়াছিল, সমগ্ৰ আৰ্য্য।বৰ্ত্ত র্যাঙ্গাদের করতলগভ ছিল, সেই বাঙ্গালাদেশের দক্ষিণাংশ লইয়া তাম্রলিপ্ত রাজ্য। এই তাম্রলিপ্তরাজ্যের অধিবাসীর উৎকল, কলিঙ্গ, ভারতের দক্ষিণ উপকুল, সিংগুল, যব, স্থমাত্র প্রভূতি ভারত সাগরীয় দ্বীপপুঞ্জে বিস্তুত হইয়া উপনিবেশ স্থাপন, আমাধৰ্ম্ম প্রচার ও আর্য্য জাতির বিজয়পতাকা প্রোথিত করিতে সমর্থ হইয়াছিলেন, ইহা বাঙ্গালীর অসামান্য গৌরবের কথা । মন্দ্রিাজের তামিল জাতি ও তামলিপ জাতি হইতে উদ্ভুত – পণ্ডিতবর কনকসভৈ পিলে মহাশয় ttets wetfazi stfS-Pikesz 2 2 ('Tamils Eighteen Hundred Years Ago ) felfelttga i stofs talকুমুদ মুখোপাধ্যায় তাহার ভারতীয় অর্ণবপোতHooff& &IC# ( Indian Shipping , or Soss &sis, সংখ্যা প্রবাসী পত্রিকায় “বাঙ্গালা ও দ্রাবিড়ী ভাষা" শীর্ষক প্রবন্ধে শ্ৰীযুক্ত যজ্ঞেশ্বর বন্দ্যোপাধ্যায় মহাশয়ও তাহার সমর্থন করিয়াছেন । র্যাহাঁদের রণপাণ্ডিত্যের সহায়তায় কলিঙ্গ-সম্রাটু উত্তরাপথ ও মগধাধিপতিদিগকে পরাজিত করিয়া অতু্যচ্চ বিজয়-প্রসাদ নিৰ্ম্মাণ করিয়|ছিলেন ; যাহাঁদের সাহায্যে তিনি দাক্ষিণাত্যে সাতকণিদৰ্প চূর্ণ করিয়াছিলেন ; মাসিক রাষ্টিক ও ভোজকগণকে পরাভূত করিয়াছিলেন ; যtহাদের বীরদপে দক্ষিণ উপকুলস্থ ভীতিবিহ্বল পাণ্ড্যরাজ পরিচারকগণসহ বহুমূল্য উপঢৌকন প্রেরণ করিয়াছিলেন ; তাহার যে বাঙ্গালী ছিলেন তাহার কোন সংশয় নাই । এই লিপি দ্বারা কনকসঙৈ পিলে মহাশয়ের মত সমর্থিত হইতেছে । পঞ্জিকার মতে রাজা পরীক্ষিত হইতে এপর্য্যন্ত কলিকালের ৫০০০ পাচ হাজার বৎসর অতীত হইয়। গিয়াছে, কিন্তু তাহ বিশ্বাসধোগ্য নহে বলিয়া পণ্ডিতগণ কুরুক্ষেত্র-যুদ্ধ-কাল-নির্ণয় প্রসঙ্গে বহু গবেষণা করিয়াছেন।

  • >g:-- రా ఇు o -

- - -صص- تصعدم صد كا