পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রবাসী—কাৰ্ত্তিক, ১৩৩১ [ ২৪শ ভাগ, ২য় খণ্ড s: w - يع متراتيجية “ ” ۶ میو ওয়াটু চাং, বঙ্কিক ૧૮ત થltષ્ટ્રન , નામ માતા માથા, નાય છે. નાના কোট এবং মাথায় ফেল্ট, হাট—এই হচ্ছে সে-দেশের ভদ্রলোকদের সাধারণ পরিচ্ছদ । মেয়েদের পরিচ্ছদ ৪ ঐ ফনোম । দূর থেকে তাদের দেথায় অনেকট। মারাঠা-রমণীদের মত । পেনাং থেকে শ্যামের রাজধানী ব্যাঙ্ককু ট্রেনে প্রায় ৩৬ সন্টার রাস্তা। পথে সমুদ্রোপকুলের সহর হুয়েহিন দেখতে পাওয়া যায়,—চীন-সাগরের যোজন-বিস্তুত নীলোৰ্ম্মি রাশির অপরূপ সৌন্দৰ্য মায়া-লোকের রহস্তের মত চোখের সম্মুখে জেগে ওঠে। রেলের পথের ধারেই পুবনে ‘নকোন পতোন' বা নগর প্রথম—দুনিয়ার ভিতর সৰ্ব্বাপেক্ষ বৃহত্তম প্যাগোডা বলে যে-মন্দিরটি থ্যাতি লাভ করেছে এই ট্রেন থেকেই তার চেহারা নজরে পড়ে । & ব্যাঞ্চকু-সংরটাকে বিভক্ত করে' রয়েছে অজস্ৰ নদীমালা আর সেইজন্যেই বিদেশীর ব্যাঙ্কককে, ‘এসিয়ার ভেনিস' আখ্য। প্রদান করেছেন । কিন্তু এই নদী-নালার চাইতে ৪ ব্যাঙ্ককে মন্দিরের সংখ্যা ঢের বেশী। অসংখ্য পাগোডা অপরূপ শিল্প-কলার ছাপ বুকে নিয়ে এর যেখানেসেখানে দাড়িয়ে আছে । সহরের প্রায় ১/৫ ভাগষ্ট বৌদ্ধমন্দিরে পরিপূর্ণ। স্বতরাং একে ‘মন্দিরের দেশ' বললেও কিছুমাত্র অত্যুক্তি হয় না । মন্দিরের সঙ্গে বড়-বড় আশ্রম সংলগ্ন। পোসিলেন টালিতে এবং রঙীন কাচ-খণ্ডে মন্দিরের ঢালু ছাদগুলো একেবারে ঝকৃমক্‌ কবৃছে। দরজায় রূপে ব। হাতীর দাতের কাজ করা—সাধারণতঃ রামায়ণের দুএকটা দৃশ্য নিয়ে শিল্পীরা তাদের কলা-জ্ঞানকে নিখুত করে’ ফুটিয়ে তুলেছেন । চক্রী-প্রাসাদের ভিতর একটি চমৎকার মন্দির আছে, এ-মন্দিরের ভিতরকার বুদ্ধ মুক্তি মরকত