পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্যাম-রাজ্য AS নুতন রাজপ্রাসাদে স্বগীয় রঞ্জার প্রস্তর-মুত্ত গ্রন্থ-রেখাক্ষরে লিখিত । এই শক্তিশালী ব্রাহ্মণ-সাম্রাজ্য একহাজার বৎসর-কাল স্থায়ী ছিল এবং তার পর পুনঃপুনঃ চীনের আক্রমণে বিধ্বস্ত হ’য়ে পড়ে। পূেমরের স্থাপত্ত - শিল্পে ও খুব উৎকর্ধ লাভ করেছিল । কাম্বোড়িয়ার ‘অঙ্কোর মন্দিরটি তাদেরই তৈরী। এটি বিষ্ণুর নামে উংসর্গীকৃত। পৃথিবীতে সম্ভবতঃ এর চেয়ে বড় মণি অlর একটিও নেই। অধ্যাপক কোকৃডেস বলেন, ভার ওবর্ষের ইতিহাসের সর্বাপেক্ষ গৌরবময় সম্ভবতঃ লেখা হয়নি। বিস্মৃতপ্রায় থেমর সাম্রাজ্যের ঐতিহাসিক আবিষ্কারের ওপরেই সে-অধ্যায়টার মালমশ লা নির্ভর করছে । তার মতে খেম্র-সাম্রাজ্যের ংসের ওপরেই শু্যামরাজ্যের প্রতিষ্ঠা—গ্রামবাসীদের ভিতর যে ভারতীয় রীতি-নীতি এবং উৎকর্ষের ছাপ দেখুতে পাওয়া যায় এই গে মরদের দৌলতেই তারা তার অধিকারী হয়েছে । বস্তুতঃ শু্যাম এবং ভারতের ভিতর সভ্যতাগত সাদৃশ্য এত বেশী যে, তা অতি সহজেই দৃষ্টিকে আকর্ষণ করে। শু্যামের অক্ষর-মালা হচ্ছে ভারতীয়, অসংখ্য ভারতীয় গাথা তাদের গ্রন্থের ভিতর স্থান পেয়েছে । প্রিন্স বিদ্যা ধিনি সম্প্রতি ভারতবর্ষ ভ্রমণ «អូរជ្រែ করে গেছেন, দেশে কবি বলে তার প্রচুর প্যাতি আছে। তনি একখানা বই লিখেছেন তার নাম লল-দময়ন্তী । অভিজাত্ত-বংশের নাম বেশীর ভারতীয় । শ্বামের রাজার নাম চতুর্থ মঙ্গ-বজ্রাঘুধ রাম, রাণীর নাম ইন্দ্ৰ-শক্তি শচী । খামের জেলা-সমুহের কোনটির নাম সেীপাঞ্জ, কোনটির বা মঙ্গরাষ্ট্র আবার কোনটির বা বিষ্ণুলোক ইত্যাদি । অবশ্য এইসব নামের উচ্চারণ তাদের ভাগই

  • શ છાન ડના મૌરિસ ન 10° 4ન; શ્ર দুত-রকমেরই শোনায় ।

রাষ্ট্রশক্তি রাজ তন্ত্রী । নানা গঠিত একটি মন্ত্রী-সভা সাজ্য-শাসন 4 ઉંમાન જીiગદ્રi if গড়ে উঠেছে বৰ্ত্তমান রাজা এবং তার পূর্ববৰ্ত্তী রাজা চুললঙ্করণের প্রচেষ্টায় । আধুনিকতার ছাপ এর ললাটে এ কে দেবার চেষ্ট স্বরু হয়েছে মাত্র বছর কুড়ি আগে । বিদ্যুতের আলে, বিদ্যুতের ট্রাম, ছায়া-বহুল রাস্ত প্রভৃতি সহরের একাঙ্ক আধুনিক উপকরণগুলিতে এই অল্পদিনের ভিতরেই ব্যাঙ্কক এত উন্নতি করেছে যে, প্রাচ্যের আর কোথাও এর জোড় মেলে ন! ! কিন্তু এইসব নতুন পরিবর্তন এমুনি সাবধানভার সঙ্গে করা গ্রামের বিভাগের মন্ত্রীদের দ্বার। - 15 - < C: i