পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

খামদেশের ভূতপূৰ্ব্ব রাঙ্গী ( বর্ধমান রাজার মাত ) ইয়েছে যে ব্যাস্কককে দেখে কেউ ইউরোপের সহর বলেও মনে করবে ના લttsાર રનિટે હલ કરાતા ভিতর এমনি পূরে-মাত্রায় বজায় রাখা হয়েছে । শু্যামের সামরিক বিভাগও ইউরোপীয় শিক্ষার ধারাকে অমুসরণ করে চলেছে । রাজার দৃষ্টি এই সামরিক বিভাগটার ওপর অতিমাত্রায় তীক্ষু । বৰ্ত্তমান রাজার &#fB Grão-gotisis +f5 ztEz Wild Tigor Corpsএর প্রতিষ্ঠ । অভিজাত-বংশের লোকদের এখানে সামরিক শিক্ষা দেওয়া হয়। বছর দশ পূৰ্ব্বে খামে সামরিক শিক্ষা বাধ্যতা-মূলক করা হয়েছে। ২১ বছর বয়সের প্রত্যেক স্থস্থ-শরীর নাগরিককে দু’বছরের জন্তে সমর-বিভাগে যোগদান করতে হয়। সামরিক শিক্ষা ছাড়াও এই ব্যবস্থাটার অtরো অনেক উপকারিত আছে - প্রবাসী—কাৰ্ত্তিক, ১৩৩১ ' [ ২৪শ ভাগ, ২য় খণ্ড সহব, দেশপ্রীতি, আত্মত্যাগ, প্রভৃতি জাতীয়তা-গঠনের অনেকগুলি দরকারী অথচ আয়াস-সাধ্য উপকরণ এই ব্যবস্থার ভিতর দিয়ে ধীরে ধীরে শু্যামবাসীদের মজ্জাগত হ’য়ে পড়ছে। নভশ্চরণ-বিদ্যায় হ্যাম যে উন্নতি করেছে তা বাস্তবিকই অদ্ভূত। যুদ্ধের সময় হ’তে সামরিক এবং অসামরিক উভয় ব্যাপারেই এর উড়ো জাহাজের ব্যবহার স্বরু করে দেয় । ১৯২০ খৃষ্টাব্দে এখানে উড়ো জাহাজে ডাক চলাচলের ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে, ১৯২১ সালের মড়কে উড়োজাহাজে এদের ডাক্তার এবং ওষুধ সরবরাহের ব্যবস্থা চলেছিল । স্থানীয় উপাদান থেকে বর্তমান খাম-নৃপতি ষষ্ঠ রাম এখানে উড়োজাহাজ তৈরীর কারখানা প্রতিষ্ঠিত হয়েছে এবং স্থানীয় স্কুল থেকেই পাশকরা লোক নিয়ে এইছসব জাহাজ পরিচালিত হচ্ছে । স্থতরাং এ-বিদ্যেটায় যে এরা কতটা এগিয়ে গিয়েছে তা সহজেই অনুমেয় । শ্যামের রাস্তা-ঘাটে ভারতবাসীর অভাব নেই। বছ