পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ԳՆ, রেশমের ব্যবসার কিরূপ অবনতি সাধন করে, তাহ অন্ত প্রবন্ধে আলোচনা করা ধাইবে । (১) (খ ) 'উপনিবেশগুলির সহিত ব্যবসায়ে ইংলণ্ডের প্রচুর ধনাগম হয়। ভারতবর্ষ হইতে কোম্পানীর অংশীদাররা গড়-পড়ত বাৎসরিক ১৫,০০,০০০ পাউণ্ড লাভ করিত। (২) (গ) উপনিবেশগুলিও ভারতবর্ষ হইতে প্রচুর কঁাচা মাল আমদানি ও ঐসকল স্থানে তৈয়ারী মাল প্রস্তুত নিষিদ্ধ করা । উত্তর আমেরিকার উপনিবেশে ঘোড়ার নাল পর্য্যস্ত তৈয়ারী করা নিষিদ্ধ ছিল । ছোট নৌকার পালের কাপড়টুকুও ইংলগু হইতে আমদানি *fāts tas roi zēns (Porritt –Fiscal and Diplo matic Freedom of the British Overseas Domi nions, p. 12. (ঘ) ইংরেজ পূৰ্ব্ব হইতেই বাণিজ্য-তরী-বিষয়ে মনোযোগী ছিল। ডাচ ও স্পেনিয়ার্ডদের যুদ্ধে হারাইয়া দিয়া সে বহু বাণিজ্য-তরী বাজেয়াপ্ত কৰে । হ্যান্‌সিয়াটিকৃ লীগের ৬০খানি বাণিজ্যতরী এলিজাবেথ অন্যায়ভাবে কাড়িয়া লন । বালটিক ও উত্তর সমুদ্রের মৎস্যের ব্যবসায় ক্রমশ: ইংলণ্ডের হস্তগত হয় ও বাণিজ্য-তরীর সংখ্যা ক্রমেই বাড়িতে থাকে। তাহার পর Navigation lawর ফলে ইংরেজের বাণিজ্য-তরী অসাধারণ উন্নতিলাভ করে । ইংলণ্ডের ভবিষ্যৎ নৌবলের এইখানেই সূত্রপাত । (ঙ) নানাদেশ হইতে কারিগরের নানাপ্রকার উৎপীড়নের ফলে ইংলণ্ডে আশ্রয় লয়। হ্যানসিয়াটিক্‌ (১) (ক) ইংলও ভারতবর্ষজাত তুলার ও রেশমী কাপড় আমদানি একেবারে বন্ধ করিয়া দেয় । ইংল্ল ও বেশী দাম দিয়া নিজের দেশে তৈয়ারী মোটা কাপড় ব্যবহার করিত, কিন্তু ভারতবর্ষের স্বল্প ও সস্ত। কাপড় কোনমতেই ব্যবহার করিতে রাজী হয় নাই ( National System of Poi. Fe. --List, p. 35. Lloyd's Fng translittion) । (গ) ১৭৬৯ খৃষ্টাব্দের ১৭ই মার্চের চিঠিতে কোম্পানী বাংলা সরকারকে লেখেন যে, বাঙ্গালী দেশে কঁচা রেশম-উৎপাদনে উৎসাহ দিতে ইষ্টবে ও রেশম কাপড় ডৈয়ারী যাহন্তে কমে, তাহাব বাবস্থা করিতে হইবে । বেশমের উতিদের কোম্পানীর কলে কাজ করিতে বাধা করিতে শুইবে ও তাহায়ের নিক্তের বাড়ীতে বসিয়া কাজ করা qen efstrē sēzq I (R. ('. IDutt,— Indian Trade Manufacture and Finance). (R) R. C. Dutt.--Indian Finance. p. 22. Trade, Manufacture & প্রবাসী—কাৰ্ত্তিক, ১৩৩১ [ ২৪শ ভাগ, ২য় খণ্ড লীগ ভাঙ্গিয়া যাওয়ার পর লীগের বহু বণিক তাহাঁদের বাণিজ্য-তরী ও ধন-সম্পত্তি লইয়া ইংলণ্ডে বাস করিতে আসে। ইহুদী ও ইটালীয়ানরা ইংলণ্ডে মহাজনী করিতে আসে । এইসকল কারিগরদের দক্ষতায় ও ব্যবসায়ীদের অভিজ্ঞতায় ইংলণ্ডের বাণিজ্য পুষ্টিলাভ করিতে থাকে । ইহা ছাড়া ইংলণ্ডের কারিগর ও মাল তৈয়ারীর যন্ত্র যাহাতে বিদেশে ও উপনিবেশে না যায় তাহার জন্য কঠোর আইন করা হইয়াছিল। এইসকল আইন আধা-ভৈয়ারী কাচা মাল পুরাপুরি তৈয়ারীর জন্য উপনিবেশে পাঠান বন্ধ করা হয় ও মাল তৈয়ারীর যন্ত্র ও কারিগরদের বিদেশে বা উপনিবেশে পাঠান দণ্ডনীয় অপরাধ বলিয়া স্বীকার করা হয়। দক্ষ কারিগরের ইংলণ্ড ছাড়িয়া অন্যত্র ব্যবসা করিতে গেলে তাহাদিগকে দেশের সৰ্ব্বপ্রকার আইনের অধিকার হইতে বঞ্চিত (outlaw) করা হইত। (৩) ইংলণ্ডের বর্তমান ধনবত্তার মূলে যে অবাধ বাণিজ্যনীতি নহে, এইসকল ঐতিহাসিক ঘটনা তাহার প্রমাণ । ইহা সত্ত্বেও ইংরেজ যদি বলে ধে, ইংলণ্ডের ব্যবসাবাণিজ্যের প্রসার অবাধ বাণিজ্যণীতির ফল, তবে তাহণ মিথ্যা । জামান অর্থ-নীতিবিদ ফ্রেডারিকু লিষ্টএর মতে, এত বড় মিথ্যা বর্তমান ( বিংশ ) শতাব্দীতে আর কেহ প্রচার করে নাই । (৪) ইংলণ্ডের ক্রমশঃ অবাধ বাণিজ্য-নীতি গ্রহণের কারণ তাহার নিজের স্বার্থ। অষ্টাদশ শতাব্দীর শেষভাগ হইতে উনবিংশ শতাব্দীর মধ্যভাগ পৰ্য্যন্ত, ইংলণ্ডে নেভিগেশ্বন ল’ ও মারকেনটাইল ল’র যাহা কিছু পরিবর্তন বা বর্জন করিয়াছে, তাহ পরোপকার বা পুথিবীতে স্বৰ্গ রাজ্য স্থাপনের জন্য নয়—স্বার্থের জন্য। (৫) যে-দেশের তৃতীয়াংশের অধিক খাদ্য বিদেশ হইতে আসে যেদেশের অণমদানির শতকরা ৯০ ভাগ খাদ্য বা কাচা মাল সে-দেশের পক্ষে সংরক্ষণ-নীতি গ্রহণ করা সম্ভব নয় । ( ৬ ) ... ( ), Porrift–Fiscal and Diplomatic Freedom of British Oversons Dominions. p. 12. (8) List—(Lloyd translation) p. 20. (e) Porritt-Fistal and Diplomatic Freedom of the British Overseas Dominions. - (*) Farral—The State and its Relation to Trade