পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b*R প্রবাসী—কাৰ্ত্তিক, ১৩৩১ মুচী কর্তৃক অঙ্কিত। ( স্বঙ-রাজত্বের সময় ) বস্তুর সীমানা নির্দেশ করে না, তার বিশেষত্ব (character) orbo ceto চীনের চিত্রকরেরা তুলি-চালনায় আশ্চৰ্য্য দক্ষতা লাভ করেছিল । তুলির টানে যেমন জোর তেমন নমনীয়তা আছে। অবলীলাক্রমে তুলি চালিয়ে ছবি ফুটিয়ে তোলে। এ যেন খেলা। প্রত্যেক বস্তুর এক ভাল। আছে । প্রত্যেক বস্তুর রেখায় ভিন্নতা আছে । তুলির টানে সে-ভিন্নতা ধরা পড়ে। প্রত্যেক বস্তু অঁাকৃতে তা’রা ভিন্ন-ভিন্ন www-àfs (Technique) অবলম্বন করে । বিভিন্ন বস্তুতে বিভিন্ন-রকমের লাইন [ ২৪শ ভাগ, ২য় খণ্ড ব্যবহার করে ; তার নাম আছে যেমন ঘাসের শীষের লাইন, জলে-ভেজা স্বতোর লাইন ইত্যাদি। চীনের শাস্ত্রকরেরা এ-সম্বন্ধে অনেক লিখেছেন। সমগ্র এশিয়ার এক ঐক্য আছে। সেই ঐক্য হ’ল রেখায় । ইউরোপীয় আর্টের ঐক্য মূৰ্ত্তির আকার এবং ভৌলের মধ্যে । সেজন্য ইউরোপীয় আর্টের ঝোক রিয়েলিজম্ বা বাস্তব জগতের হুবহু প্রকাশের দিকে এবং এশিয়ার আর্টের ঝোক আইডিয়ালিজম এর দিকে। তার প্রকাশ ornaments, । অবশু পাশ্চাত্য ও প্রাচ্য আর্টের এই সীমাভাগ সব সময়েই টেনে দেওয়া যায় না। প্রাচীন খৃষ্টীয় আর্ট, এশিয়ার আর্টের কাছাকাছি । গথিক cदांष हञ्च श्रब्रन्न् िcनांखू कईक जकिङ ॥