পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চানে চিত্রকলার ইতিহাস به سرا ঈগল পাখী সোগা চোকুরান অঙ্কিত (১৬ শতাব্দী) ] দেশের শিল্প এবং সভ্যতার মিলনের নিদর্শন সেখানে • পাওয়া যায় । হান ক্যানের ইতিহাস কৌতুহলজনক । প্রথম এক সরাইয়ের বালক ভূত্য ছিল । ওয়াঙ উই যখন বাইরে ভ্রমণে বেরুতেন, তখন র্তার কাজ ছিল, তার সঙ্গে মদের পাত্র নিয়ে যাওয়া। ওয়াঙ উই তার পারিশ্রমিক দিতে চাইতেন না। বালক হাকনক্যান অবসরসময় বালির উপর ছবি একে কাটাত। তার প্রভু তা এক-দিন দেখে মুগ্ধ হন, এবং বালককে চিত্র অনুশীলন করার জন্য অর্থ দেন। এই-প্রসঙ্গে স্পেনের প্রসিদ্ধ শিল্পী মুরিলো ও তার ক্রীতদাসের কথা মনে পড়ে। চীনেদের ইতিহাসে টেঙরাজত্বের তিন শত আর্টিষ্টের নাম পাওয়া যায়। শিল্পে, সাহিত্যে, কি রাজনীতিক্ষেত্রে সকল বিষয়েই টেঙ রাজত্ব গৌরবান্বিত । ঘরোয় বিবাদের ফলে তিনকোটি লোকের প্রাণ যায় । হ্যামরাজ্য ক্রমে ক্রমে ক্ষীণ হয়ে পড়ে, এবং এইরূপে স্বর্ণ-যুগের অবসান হয় । e টেঙরাজত্বের পর অৰ্দ্ধশতাব্দী কালেই বিদ্রোহ এবং অশাস্তিতে ছোট-ছোট পাঁচটি রাজত্বের অবসান হয় । তার পর আসে স্বঙরাজত্বের আমল (খ্ৰীঃ অঃ ৯৬০-১২৮০)। স্থঙ রাজত্ব ঐশ্বর্ঘ্যের চরম সীমায় উঠেছিল। ভেনিসের বিখ্যাত পরিব্রাজক মার্কে পোলো মুঙরাজত্বের সময় চীনে ভ্রমণ করতে এসেছিলেন। তিনি লিখেছেন "মঙ রাজধানী হাং চাউ পৃথিবীর মধ্যে নিঃসন্দেহ সৰ্ব্বাপেক্ষ স্বন্দর এবং ঐশ্বৰ্য্যশালী নগর । ফুলেরবাগান, রাস্তা, রাজপ্রাসাদের মত ঘরবাড়ী পণ্যবাহী বৃহৎ নৌকাসমূহ চীনের বিপুল ঐশ্বৰ্য্যের পরিচয় দিতেছে । গরম জল পাওয়া যাইতে পারে এমন তিনশত সাধারণ স্নানাগার নগরে আছে।” মুণ্ড রাজত্ব যে কেবল বিপুল ঐশ্বর্ঘ্যের অধিকারী ছিল তা নয়, শিল্পী, কবি এবং দার্শনিক জাতীয় জীবনের পুষ্টি করেছে। জেন-দর্শনের (Zon philosophy)প্রভাব এ-সময়ে বেশী। যা খাটি চীনের, তা এসময়ের চিত্রের মধ্যে দেখতে পাই। শুধু কালি দিয়ে ছবি আঁকা এসময়ে খুব উন্নত হয়েছিল । টেঙ রাজত্বের আর্টের ভিতর যে একটা খুব জোর ছিল, এ-সময়ের ছবির লীলায়িত রেখায় কোমল এবং মনোরম হয়ে উঠেছিল। টেঙ রাজত্বের চিত্রে ক্যালিগ্রাফির চরম হয়েছিল, কিন্তু মুঙের চিত্র ক্যালিগ্রাফি থেকে দূরে সরে’ এসেছিল। স্বঙ রাজত্বের প্রধান চিত্রকর লি-লুং-মিএন । তিনি ৩০ বছর সরকারী কাজ করেছেন। যখন তিনি ছুটি পেতেন, কোনো বনে বা পাহাড়ের উপরে ঝরণার পাশে মদের পেয়ালা হাতে কাটিয়ে দিতেন। ছবি আঁকা তার কাছে একটা আসক্তির মত ছিল । বৃদ্ধ বয়সে বাতে আক্রান্ত হ’য়ে, যখন শয্যাগত হয়েছিলেন, তখন বিছানার