পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

مb-b চাদরের উপরে ছবি আঁকার মত করে তার পঙ্গু হাত বুলাতেন । . প্রথম জীবনে তিনি ঘোড়া অঁাকৃতেন । সম্রাটের আস্তাবলে সেজন্য অঙ্কুশীলন করতে যেতেন। বৌদ্ধ পুরোহিত তাকে বলত “এমন করলে নিশ্চয়ই পর জন্মে ঘোড়া হ’য়ে জন্মাবে।” কিন্তু শিল্পী পুরোহিতের ভবিষ্যৎ বাণীর উপর ভক্ষেপ করেননি। তার কয়েকটি বৌদ্ধ চিত্র আছে, “শাক্যমুনির পাঁচশত শিষ্য”, “কোয়ান ইন্‌”, ইত্যাদি । কিন্তু বিশেষভাবে তার প্রতিভা ছিল স্থানচিত্রে এবং কালীর কাজে । এসময়ের আর একজন নামজাদা দৃশ্য-চিত্রকর হু ই সি স্থানচিত্র-সম্বন্ধে লিখেছেন, “আর্টিষ্ট নিশ্চয়ই সমস্ত জিনিষ পুঙ্খানুপুঙ্খরুপে অহুশীলন করিবে, এবং তার সৰ্ব্ববিষয়ে জ্ঞান থাকিবে ; কিন্তু তাকার সময় দেখিতে হইবে সৰ্ব্বাপেক্ষা প্রধান অংশ কোনটুকু, অপ্রধান অংশগুলি ছবি হইতে বাদ দিতে হইবে । ছবিতে দূরত্ব আনিতে হইবে ।" আর্টিষ্টরা ছবিতে সবটাই দেয় না। তা’রা বিষয়টাকে ইঙ্গিত করে’ই ক্ষান্ত হয়। অদেয় অংশটুকু দর্শক পূর্ণ করে নেয়। এ ধেন আমাদেরই কথা। ইউরোপের ইমূপ্রেশনিষ্টদের মতও এই ৷ সঙযুগের স্থানচিত্রের এক বিশেষত্ব তার space বা অবকাশ । মু চি একজন দৃশ্য-চিত্রকর। তার এক ছবি “দুরের মন্দির হইতে সন্ধ্যার ঘণ্ট”। গোধূলির মান আকাশে উচুনীচু পাহাড়ের শিখর । কুয়াশাচ্ছন্ন পাদদেশে বনের মাঝে মন্দিরের চুড়া জেগে আছে। সন্ধ্যার ঘণ্ট। যেন কানে এসে পৌছচ্ছে । ফরাসী চিত্রকর মিলে’র বিখ্যাত চিত্র “গির্জার ঘণ্টা শ্রবণে”-এর সঙ্গে তুলনা চলে । কাজের শেষে কৃষক ও কৃষকপত্নী ঘণ্ট। শ্রবণে হন্ধ শু’য়ে দাড়িয়ে আছে । এখানে আমরা মানুষকে সামনে পেছি । মু চির চিত্রে মহিষ নাই ; দশক সে অভাব পূরণ করে। সে কৃষক ও কৃষকপত্নীর ন্যায় অম্নি স্তব্ধ হ’য়ে মন্দিরের ঘণ্টা শুনতে পায় । চীনাদের স্থানচিত্র এ-বাস্তব জগৎ থেকে আমাদের এক স্বপ্ন-রাজ্যে নিয়ে যায়। ছবিতে দেখি দূরে স্বর্ঘ্যের প্রবাসী—কাৰ্ত্তিক, ১৩৩১ [ ২৪শ ভাগ, ২য় খণ্ড আলো পড়েছে, ছেটে ছোট ঢেউ ভেঙে পাল তুলে জেলে ডিঙি চলেছে। আঁকা-ব:ক পথের উপর এবৃড়ো-থেৰূড়ে পাহাড় ঝুকে পড়েছে ; গ্রামের ছোট-ছোট কুটারগুলি, পাহাড়ের নীচে নিশ্চিন্ত-মনে ঘুমোচ্ছে। ভীষণ ঝড়, পাহাড়ের শিশরে কালে মেঘ জমেছে, জলপ্রপাত ফুলে ফুলে উঠেছে। তুষার, চাদ, ফুল এই তিন বিষয় স্থঙচিত্রে খুব প্রাধান্য পেয়েছে। তাদের ফুলের ছবিতে ফুলের খেন কোমলতা এবং গন্ধ পাওয়া যায় । ইউরোপীয় ফুলের ছবির সঙ্গে তাহার ফুলের ছবির তফাৎ এই যে, ইউরোপীয় চিত্রকর বাগান থেকে ফুল এনে দশককে উপহার দেয় ; আrর চীনে চিত্রকর দর্শককে একেবারে ফুলের বাগানে নিয়ে ধায় । স্বঙ রাজত্ব তাতার, মঙ্গোল প্রভৃতি ছৰ্দ্ধয বৈদেশিক জাতির আক্রমণে খিন্ন হ’য়ে পড়েছিল । মঙ্গোল অধিপতি কুবলাই খ স্বঙ রাজের সিংহাসন দখল করে বসলেন। স্বঙের পর মঙ্গোল বা য়ু হেন রাজত্ব আরম্ভ হ'লে ( খৃঃ ՀՖ[: Տ ՋԵ-օ- মঙ্গোলর। চীনের সভ্যতাকে গ্রহণ করে চীনাদের সঙ্গে মিশে গেল। কুবলাই থ। কেবল যুদ্ধপ্রিয় ছিলেন না, আর্ট ও সাহিত্য র্তার অধীনে খুব উৎসাহ পেয়েছে। মঙ্গোলদের অধীনে চীনে আটে ১৩৬৮ ) । পারস্থ্যের প্রভাব পড়েছিল । এ-সময়ের প্রধান চিত্রকর চু মেঙ ফু ঘোড়া এবং স্থানচিত্রের জন্য প্রসিদ্ধ ছিলেন। তিনি কুবলাইএর দরবারে সমাদর পেয়েছিলেন। য়েন হুউ তাণ্ড-আপ্যানের ছবি অঁাকৃতেন । চিন স্বন চু তসবির অঁাকৃতেন । এ-যুগের অর্টিষ্টর স্বণ্ড যুগের চিত্রকেই অনুসরণ করে চলেছে । পারস্তের প্রভাবে রেখায় মৃদুতা এসেছিল। কোন কোন ছবিতে রংয়ের খুব ঔজ্জ্বল্য দেখা যায়। কিন্তু এযুগের আর্টে কোনো স্বজনী শক্তি ছিল না । ১৩৬৮ধৃষ্টাব্দে মঙ্গোলরা মিঙ দের দ্বারা বিতাড়িত হ’লে মিঙ রাজত্ব আরম্ভ হ’ল । স্থঙ-রাজত্বের চিত্রে যে সরল সহজ ভাব ছিল মিচ-রাজত্বের সময় সেটা আলঙ্কারিক এবং আয়াসসাধ্য হ’য়ে পড়েছিল। এযুগে চীনের genre painting বা সংসারের দৈনন্দিন চিত্রের আরম্ভ হয় ।