পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্যা ] এতে জাপানের ইউকিয়োয়ি পদ্ধতির জনশিল্পের পূর্বাভাস পাওয়া যাবে। দরবারী ছবি, পোলো খেলা, আবর্তমান জলের খেলা, মহিলাদের বিভিন্ন অবস্থা প্রভৃতি বিষয়ে—ছবি হয়েছে। আবর্তমান জলের খেলা হচ্ছে কবিতার খেলা । একটা বাটী ঘোরানো জলধারার মধ্যে ভাসিয়ে দেওয়া হ’ত। বাটটা আগের জায়গায় ফিরে আসার মধ্যে একটা কবিতা রচনা করতে হ’ত । লিন লিয়াঙ এযুগের শ্রেষ্ঠ আটিষ্ট । তার একছবি “স্রোতস্বতী তীরে, শরবনে হংসস্বয় ।” এ-ছবিতে তার দক্ষতার পরিচয় পাওয়া যায়। ইাসের শুভ্র কোমলতা অনুভব করা যায়; উ উয়েই আর-একজন বড় আর্টিষ্ট । তার কালিতে জাক এক ছবি “পরী ফিনিক্স পক্ষী” । ফিনিক্স পক্ষী এক কল্পিত পার্থী। পার্থীর লেজ পরীর মাথা ছাড়িয়ে উঠে তা’কে একটা খুব গাম্ভীৰ্য্য দিয়েছে। এই শিল্পীর হাত ছিল মনোক্রোম বা একরঙা ছবি তাকায় । এযুগের আরও আর্টিষ্ট লুচি ওয়েন চেং মিং চিয়া ३६ । ১৬৪৪ খৃষ্টাব্দে বিদ্রোহ উপস্থিত হয়েছিল । সম্রাট, দুরন্ত যাযাবর মাঞ্চু তাতারদের সাহায্য চেয়ে পাঠান। তারা এল, কিন্তু এসে রাজ্য দখল করে বসল। এ যেন ঠিক হিন্দু রাজা জয়চাদের মামুদ গজনীকে নিমন্ত্রণ কবে? আনার মত । চীন ও জাপানে ভ্রমণবিবরণ b': মিং-সাম্রাজ্যের অবসানের সঙ্গে-সঙ্গে চীনের স্বাধীনতা অস্তমিত হ’ল । মাঞ্চুর পরাধীনতার চিহ্নস্বরূপ চীনেদের টিকি রাখতে বাধ্য করলে। চীনের কালচার এবং আর্ট ধীরে ধীরে দেশ থেকে অস্তধর্ণন করলে। এক সময় খৃষ্টান ধৰ্ম্ম এবং ইউরোপীয় সভ্যতা চীনে ঢুকুল ; তা’র ইউরোপের মোহে ভুলে গেল যে, তাদের সভ্যতা এবং আর্ট ছিল । মাঞ্চুদের শাসন থেকে অব্যাহতি পাওয়ার জন্য অনেক চীনে পণ্ডিত সাহিত্যিক, দার্শনিক এবং আটিই চীনে পালাল। এদের প্রধান আডড ছিল নাগাসাকি বন্দরে । এ-দলের আর্টিষ্টদের প্রধান হ’ল চেন নান পিন । তার কাছে জাপানী আটিটর ভিড় করলে শেখার জন্তে । তার একটু ইউরোপীয় বস্তুতন্ত্রতার দিকে ঝে কি ছিল। এই আন্দোলনের ফলে জাপানে চীনের ক্ল্যাসিকৃ অধ্যয়ন করার যুগ আরম্ভ হয় । আমরা যেমন বৌদ্ধ ভারতের অনেক তথ্য চীন থেকে জানতে পাই, চীনসম্বন্ধে অনেক তথ্য তেমনি জাপান থেকে জানা যায়। ইউরোপের রেনে সাসও এরকমে হয়েছিল। তুর্কিদের আক্রমণে বাইজান্টাইন সভ্যতা, মধুচক্রের মধুর মত সমস্ত ইউরোপে ছড়িয়ে পড়ে ; ফলে ক্লাসিকাল চর্চার স্বরু হয় । আজ মহাচীন বিভিন্ন বৈদেশিক জাতির সঙ্ঘর্ষে শতাব্দীর মোহতন্দ্রী:থেকে জেগে উঠেছে, তার রাজনীতি ক্ষেত্রে ; কিন্তু তার কালচার এবং আর্টের জাগরণ হবে কবে ? চীন ও জাপানে ভ্রমণবিবরণ শ্ৰী রবীন্দ্রনাথ ঠাকুর অনেকে আজ আমাকে অনুরোধ করেছেন যে দেশের লোকের কাছে আমার চীন এবং জাপানে ভ্রমণবিবরণ আমি কিছু বল্ব। এই ध्रप्श वांभांद्र वङ्कब्र त्रांछकब्र ७३ मडां वांश्तान करब्रहछन । ठेिक এই সভায় বক্তৃতা দেবার জন্তে আমি প্রস্তুত আছি, একথা স্বীকার করতে পারিনে। আমার মন সম্পূর্ণ প্রস্তুত হয়নি। কারণ প্রথমতঃ ७दै cय, ौन ७ छोश्रोप्न अभि cरु-कोप्छन्न छप्छ आंक्ष्ठ श्रिग्नছিলুম এবং যে-কাজে আমি প্রবৃত্ত ছিলুম তাতে নিজে কিছু বিবিজ্ঞ থেকে চারিদিকের সমস্ত অবস্থা দেগ বীর মত অবকাশ অামার হয়নি ।