পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্যা ] চীন ও জাপানে ভ্রমণবিবরণ సె> সে-মন্দিরে গিয়ে তাকে দেখলুম শ্রদ্ধা ভক্তি ও জ্ঞান দ্বার, তাদের বড়কিছু দেবে, আমার কাছ থেকে পেরে তারা ৰঙ্ক হবে এটা মনে ছিল না। भक्का३ बाँच्नेो जन्नुख्य कम्ब्रश्,ि ७त्र छिठग्न दइ योझैौन पूर्ण-पूोरखप्न মনের ধারা বিচিত্রভাবে আপনার কাজ কবৃছে, কত বাধা-বিপত্তিবিকৃতির ভিতর দিয়ে চতুর্দিকের বিপুল পরিবর্তনের ভিতর দিয়ে সে আপনাকে প্রকাশ করছে, সাহিত্যে, কাব্যে, চিত্রে, ধৰ্ম্মে, কৰ্ম্মে, সমাজে, সভ্যতায়—জখচ কত বড়ু পৰ্থ, কত বড় বাধা ভেদ করতে হয়। ভিন্নভিন্ন-রকম মুখের চেহারা, ধরণ-ধারণে, প্রতিদিনের আচার-ব্যবহারে, সমস্ত ভিন্নতার সে কত প্রাচীন তা প্রকাশ করছে, যাকে অতিক্রম করে তার অন্তরের ভিতর প্রবেশ করবার একমাত্র উপায়, মানুষের অন্তরতম যে-গভীরতা তার ভিতর প্রবেশ করবার একমাত্র উপায়। অস্তরে শ্রদ্ধা, তার আলোকে নত হয়ে সেখানে প্রবেশ করা । মাথা তুলে প্রবেশ করতে গিয়ে মিশনারীর দল বলেছে, আমরা তোমাদের চেয়ে বেশি বৃঝি, তোমাদের দয়া করতে এসেছি। কোন দেশকে, কোন ভিন্ন সাংখাই বন্দর জাতিকে এ-রকম অপমান করুবার অধিকার কারো নেই। কোন-কোন বিষয়ে আমাদের কিছু-কিছু শ্রেষ্ঠতা থাকৃতে পারে, ভিন্নতার গৌরব ধাকৃতে পারে, তা সত্ত্বেও যে জাতি যুগ-যুগান্তর বিরোধের ভিতর নিকের মহত্ত্বকে সঞ্জীৰ করে রেখেছে, সে শ্রদ্ধার যোগা। তার ভিতর দিব্য শক্তি ছিল । মানুষের ভিতর যে অসীম শক্তি সেই শক্তিকে যে পহুধা বিস্তুত করেছে তাকে দেখবার মত শ্রদ্ধা-ভক্তি থাকা উচিত। তবে ভিন্ন দেশে গিয়ে সেখানকার সত্যকে উদ্‌ঘাটিত করতে পারি। আমার ভিতর রাষ্ট্রর কোন উদেঙ্গ যদি থাকৃত, এশিয়া শক্তিমান হবে, ভারতবধের জয়ধ্বজ আমরা সেখানে তুলব, এমন ভাব যদি থাকৃত, কখনও সেখানে প্রবেশ করতে পারতুম না । আমি নত হ’য়ে গিয়েছি, মানুষের কাছে মানুষ হয়ে গিয়েছি, আমি কিছু দিতে যাইনি । আমি যেদিন প্রথম চীনদেশে পদার্পণ করলুম, আমার বন্ধুর ( वक्रू বলে গণ্য করবার সময় তখনো হয়নি) তাদের অতিথি দেখে হৃদয়বিগলিত হ’ল। আমি বল্লুম,আমি তোমাদেরই একজন ৷ আমি দার্শনিক চীনদেশের ভূতপূৰ্ব্ব সম্রাট নই, তত্ত্বজ্ঞানী নই, urophet নই। দেশ-বিদেশে খ্যাতি করেছে বটে সেজন্তে আমি লজ্জিত, আমার কাছে কিছু প্রত্যাশা করবে না। আমি কবি সেইগুপ্ত তোমাদের অস্তুরে ৫ বেশ ಇಣಡ್ಕ চাচ্ছি, তোমাদের উপর