পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b・8 হৃদয় তাঙ্গকে খুজিয়া বাহির করিয়৷ কোথা হইতে অনেকগুলি পদ্ম ফুল আনিয়, বালিকা মাতুলানী লজ্জ ও ভয়ে সঙ্কুচিত হইলেও, তাহারপাপূজা করিয়াছিল। ইহার প্রায় ছয় বৎসর পরে তাহার তের বৎসর বয়সের সময় র্তাহাকে শ্বশুর-বাড়ী কামারপুকুর লষ্টয় যাওয়া হয়। সেখানে তিনি এক মাস ছিলেন, কিন্তু রামকৃষ্ণ তখন দক্ষিণেশ্বরে থাকায় তাহার সহিত দেখা হয় নাই। উহার ছয় মাস আন্দাজ পরে আবার শ্বশুর-বাড়ী আসিয়া দেড় মাস ছিলেন। তখনও স্বামীর সহিত দেখা হয় নাই । তাহার তিন চার মাস পর, যখন তিনি বাপের বাড়ীতে ছিলেন, তখন খবর আসিল, রামকৃষ্ণ আসিয়াছেন, তাহাকে কামারপুকুর যাইতে হইবে । তখন তাহার বয়স তের বৎসর ছয় সাত মাস। রামকৃষ্ণ এই সময়ে একটি স্থমহং কৰ্ত্তব্য-সাধনে যত্নবান হইলেন। পত্নীর তাহার নিকট আস না-আসা সম্বন্ধে রামকৃষ্ণ উদাসীন থাকিলেও, যখন সারদামণি তাহার সেবা করিতে কামারপুকুরে আসিয়া উপস্থিত হইলেন, তখন তিনি র্তাহাকে শিক্ষা-দীক্ষাদি দিয় তাহার কল্যাণ সাধনে তৎপর হইলেন । রামকৃষ্ণকে বিবাহিত জানিয়া “ শ্ৰীমদাচাৰ্য্য তোত পুরী তাইকে এক সময়ে বলিয়ছিলেন, তাহতে আসে যায় কি ? স্ত্রী নিফটে থাকিলেও যাহার ত্যাগ বৈরাগ্য বিবেক বিজ্ঞান সৰ্ব্বতোভাবে অক্ষুণ্ণ থাকে, সেই ব্যক্তিই ব্রহ্মে বধার্থ প্রতিষ্ঠিত হইয়াছে , স্ত্রী ও পুরুষ উভয়কেই যিনি সমস্তাপে অগ্নি বলিয়৷ সৰ্ব্বক্ষণ দৃষ্টি ও তদনুরূপ ব্যবহার করিতে পারেন, তাহারই যথার্থ ব্রহ্ম-বিজ্ঞান লাভ হইয়াছে : স্ত্রী-পুরুষে ভেদদৃষ্টিসম্পন্ন অপকু সকলে সাধক হইলেও ব্ৰহ্মবিজ্ঞান হইতে বহুদূরে রহিয়ছে। " তোতা পুরীর এই কথা রামকৃষ্ণের মনে উদিত হইয়৷ তাহাকে দীর্ঘকালব্যাপী সাধন-লব্ধ নিজের বিজ্ঞানের পরীক্ষায় এবং নিজ পত্নীর কল্যাণ সাধনে নিযুক্ত করিয়াছিল। কৰ্ত্তব্য বলিয়া বিবেচিত হইলে তিনি কোন কাজ উপেক্ষা করিতে বা আধাসার করিয়া ফেলিয়। রাখিতে পারিতেন না । এ বিষয়েও তাঙ্গাই হইল। "ঐছিক পরিত্রিক সকল বিষয়ে সব্বতোভাবে তাহার মুখাপেক্ষী বালিকা পত্নীকে শিক্ষা প্রধান করিতে অগ্রসর হইয়া তিনি ঐ বিষয় অন্ধনিম্পন্ন করিয়৷ ক্ষপ্ত হন নাই। দেবতা, গুর ও অতিথি প্রভৃতির. সেবা ও গৃহকৰ্ম্মে যাহাতে তিনি কুশল হয়েন, টাকার সদ্ব্যবহার করিতে পারেন, একু সৰ্ব্বোপরি ঈশ্বরে সব্বথ সমর্পণ কঃিয় দেশকাল-পাত্র-ভেদে সকলের সহিত ব্যবহার কারণ্ঠে নিপুণা ইঙ্গয় উঠেন, ৩দ্বিধয়ে এখন হইতে তিনি বিশেষ লক্ষ্য রাখিয়ছিলেন।" . { প্রবাসী-—বৈশাখ, ১৩৩১ [ ২৪শ ভাগ, .ম খণ্ড চৌদবৎসর বয়সের যুময় যখন সারদামণি দেবীর স্বামীর নিকট হইতে শিক্ষালাভ আরম্ভ হয়, তখন তিনি স্বভাবতঃই নিতান্ত বালিকা-স্ব ভাব-সম্পন্ন ছিলেন । কারণ, “ কামারপুকুপ্ত অঞ্চলের বালিকাদিগের সহিত কলিকাতার বালিকাদিগের তুলনা করিলার অবসর মিণি লাভ করিয়াছেন, তিনি দেখিয়াছেন, কলিকাতা অঞ্চলের বালিকাদিগের দেহের ও মনের পরিণতি স্বল্প বয়সেই উপস্থিত হয়, কিন্তু কামারপুকুর প্রভৃতি গ্রামসকলের বালিকাদিগের তাহ হয় না । --- --- পবিত্ৰ নিৰ্ম্মল গ্রাম-বায়ু সেবন এবং গ্রামমধ্যে যথাতধ স্বচ্ছ বিহারপূর্বক স্বাভাবিকভাবে জীবন অতিবাহিত করিবার জন্তই বোধ হয় ঐরাপ হইয় থাকে।" * . পবিত্র বালিকা রামকৃষ্ণের দিব্য সঙ্গ ও নিঃস্বার্থ আদর যত্ন লাভে ঐ কালে অনির্বাচনীয় আনন্দে উল্লসিত হইয়াছিলেন। পরমহংস দেবের স্বী ভক্তদিগের নিকট তিনি ঐ উল্লাসের কথা অনেক সময়ে এইরূপে প্রকাশ করিয়াছেন ঃ * “ হাদয়-মধ্যে আনন্দের পূর্ণ ঘট নেন স্থাপিত রহিয়াছে, ঐকাল হইতে সৰ্ব্বদ এইরূপ অনুভব করিতাম-- সেই ধার স্থির দি৭্য উল্লাসে অস্তর কতদূর কিরূপ পূর্ণ ধাকিত তাহ৷ বলিয়া বুঝাইবার নহে ।” কয়েক মাস পরে রামকৃষ্ণ স্বপন কামারপুকুর হইতে কলিকাতায় ফিরিলেন, সারদামণি তখন অনন্ত আনন্দসম্পদের অধিকারিণী হইয়াছেন—এইরূপ অসুভব করিতে করিতে পিত্রালয়ে ফিরিয়া আসিলেন । " উহ্ তাহাকে চপল না করিয়া শাস্তস্বভাল করিয়ছিল, প্ৰগলভ। না করিয়া চিন্তাশীল করিয়াছিল, স্থার্থষ্টিনিবদ্ধ না করিয়া নিঃস্বর্থSggK gBBggS gBBB KDD BBBS BBBBB BBBSBBB BBKS স্থি৩ করিয়া মানব-সাধারণের দুঃখকষ্টের সহিত অনন্তসমবেদনসম্পন্ন৷ করিয়t ঐমে উtহাকে করুণার সাক্ষাৎ প্রতিময় পরিণত করিয়াছিল । KBBBSBKK BBB BBB BBBB K00B BBB gBB BBB কষ্ট বলিয় মূলে ইহ চ ন এবং আত্মীয়বর্গের নিকট হইতে আদর-যত্নের প্রতিদান না পাইলে মনে দুঃখ উপস্থিত হইত না । এরূপে সকল বিষয়ে সমস্তে সস্তুষ্ট থাকিয়া বালিক স্থাপনতে আপনি ডুবিয়া তখন পিত্রালয়ে কল কাটাইতে লাগিলেন ।” to: কিন্তু শরীর ঐ স্থানে থাকিলেও তাহার মন স্বামীর পদাঙ্গুসরণ করিয়| এখন হইতে দক্ষিণেশ্বরেই উপস্থিত ছিল। তাহাকে দেখিবার এবং তাহার নিকট উপস্থিত হইবার জন্য মধ্যে মধ্যে মনে প্রবল বাসনার উদয় হইলেও তিনি উঃ যঃে সদা পূৰ্ব্বঞ্চ ধৈর্য্যাবলম্বন করিতেন । ভাবিতেন, প্রথম দর্শনে ঘিনি তাহাকে কৃপা করিয়া এত দূর ভালবাসিয়ছেন, তিনি তাহাকে ভুলিবেন ন-সময় হইলেই নিজের নিকট ডাকিয় লইবেন ।