পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্যা } ১৩শ বিনোদ অসি-ধারীর প্রতিকার আসি ধারী ও তুরস্তে ঈষং দক্ষিণাবৰ্ত্তে ঘূরিয়৷ বামপদ সম্মুখে আনিয়| বাম হস্তে বিনোদ-প্রয়োগকারীর বাম মণিবন্ধে সজোরে আঘাত করিবে এবং সঙ্গে সঙ্গেই আসি ঘূরাইয়। বিনোদ-প্রয়োগ-কারীর মস্তকে প্রহার করিবার উপক্রম করিবে। যথা চতুদশ চিত্রে । ১৪শ বিনোদ f: নিষ্কৃতি - : প্রতিকার হেতু বিনোদ-প্রয়োগ-কারীও যষ্টির পশ্চাৎবিন্দু দ্বারা অসি-ধারীর উদরে কিম্ব পাখে আঘাতের উপক্রম করিবে , এবং নিস্কৃতি হেতু অসিধারী ও ঈষং, লাঠিখেলা ও অসিশিক্ষা به به نا বামাবৰ্ত্তে ঘুরিয়া সামান্ত লক্ষ-সহযোগে দক্ষিণ পার্থে সরিয়া আসিয়া বিনোদ-প্রয়োগ-কারীর সম্মুখীন হইয়া পড়িবে। পঞ্চম পাঠ “হুলের" আক্রমণে বিনোদ-প্রয়োগকারী তুরন্তে ঈষৎ বামাবৰ্ত্তে ঘুরিয়া সামান্য লম্ফ সহযোগে অগ্রসর হইতে হইতে দক্ষিণ পদ পূর্ণমাত্রায় সম্মুখে অগ্রসর কয়িয়া অসিধারীর মণিবন্ধে সজোরে আঘাত করিবে । যথা পঞ্চদশ চিত্রে ।