পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রবাসী—বৈশাখ, ১৩৩১ [ ২৪শ ভাগ, ১ম খণ্ড سراغ ها অবসর পাইলে বিনোদ-প্রয়োগকারীও সঙ্গে সঙ্গেই তুরস্তে দক্ষিণাবর্তে ঘুরিয়া ৫ম কিম্ব ৯ম চিত্র-সম্পর্কিত বর্ণনার অল্পরূপ প্রক্রিয়ার উপক্রম করিবে । অসি-ধারীর প্রতিকার প্রতিকার হেতু অসি-ধারীও তুরস্তে দক্ষিণাবৰ্ত্তে অৰ্দ্ধেক খুরিয়া সঙ্গে-সঙ্গেই আসি ঘুরাষ্টয়া"শির" প্রভৃতি আক্রমণের উপক্রম করিবে এবং বাম হস্তে বিনোদ-প্রয়োগকারীর দক্ষিণ কফোণিতে সজোরে আঘাত করিবে । যথা ষোড়শ চিত্রে। ১৬শ বিনোদ বিনোদ-প্রয়োগ-কারীর প্রতি-প্রতিকার বিনোদ-প্রয়োগ-কারীও তুরস্তে দক্ষিণাবর্ষে ঘুরিয়৷ অসি-ধারীর দক্ষিণ পার্শ্বে-পতিত হইয়া বাম হুস্তে অসিধারীর দক্ষিণ কফোণিতে সজোরে আঘাত করিবে এবং যষ্টির পশ্চাৎ-বিন্দু দ্বারা বক্ষের যে-কোনও মর্শে আঘাতের উপক্রমু করিবে। যথা সপ্তদশ চিত্রে । ১৮শ বিনোদ অসি-ধারীর পুনঃপ্রতিকার অসি-ধারীও তুরস্তে বাম হন্তে বিনোদ-প্রয়োগ-কারীর দক্ষিণ মণিবন্ধে সজোরে আঘাত করিয়া সঙ্গে সঙ্গেই দক্ষিণাবৰ্ত্তে অর্ধেক ঘুরিয়া, নিজ বাম হস্ত দ্বারা বিনোদপ্রয়োগ-কারীর দক্ষিণ মণিবন্ধে সজোরে আঘাত করিয়া নিজ দক্ষিণ হস্ত মুক্ত করিয়া বিনোদ-প্রয়োগ-কারীর "শির” “সাও" প্রভৃতিতে আঘাতের উপক্রম করিবে এবং বাম ১৯শ (ক) বিনোদ