পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্য। ] বাকুড়ার উন্নতি বিষ্ণুপুর টেকনিকাল স্কুলের স্বত্রধরের কাজ শিথিবীর শ্রেণীর কার্ব্যরত ছাত্রগণ সহর ও ৩৯৯৯টি গ্রামে ১০,১৯,৯৪১ ইহা আয়তনে ২৬২৫ বর্গমাইল। এত বড় ভূখণ্ডের এত লক্ষ মানুষের জন্য মোটে দুটি হাসপাতাল আছে। দুটিই মিউনিসিপ্যালিটির । তা ছাড়া মেয়েদের জন্য একটি ডাফরিন হাসপাতাল, এবং পুলিস কর্মচারীদের জন্য একটি হাসপাতাল আছে। সৰ্ব্বসাধারণকে বিনা মূল্যে ঔষধ হিতসাধন সমিতি এবিষয়ে মুদ্রিত উপদেশ কিছু প্রচার করিয়াছেন। কিন্তু নিরক্ষর দেশে মুদ্রিত উপদেশের কাৰ্য্যকারিত বেশী নয়। সেইজন্য শিক্ষাবিস্তারের প্রয়োজন বিশেষরূপে অনুভূত হয়। স্বাস্থ্যতত্ত্ব প্রচার সম্বন্ধে কুংগ্রেসকৰ্ম্মীদিগের এবং বাঁকুড়া-সম্মিলনীরও কৰ্ত্তব্য রহিয়াছে। ভাল পানীয় জলের অভাবে অনেক পীড়া ও সাধারণতঃ স্বাস্থ্যহানি হয়। চাষের নিমিত্ত জল সরবরাহের যে-সব বন্দোবস্ত হওয়া উচিত এবং ক্রমশঃ হইতেছে, তাহার দ্বারা পানীয় জলের অভাবও দূর হইবে। অবষ্ঠ পুরুষ ও স্ত্রীলোকদিগকে পানীয় জলের পুকুর দূষিত না-করিতে শিখাইতে হইবে। ম্যালেরিয়া কালাজর ওলাউঠ। ইনফ্লুয়েঞ্চ কুষ্ঠ প্রভৃতিতে চিকিৎসার অভাবে বিস্তর লোৰু মারা যায়। অথচ চিকিৎসার যথেষ্ট বন্দোবস্ত নাই। এই জেলার ৪টি জন মানুষের বাণ । দিবীর ডিস্পেন্সারী মোট ১৪টি আছে। পুলিস হাস্পাতাল বাদে অন্য হাসপাতাল তিনটিকেও ইহার মধ্যে ধরা হইয়াছে। প্রত্যেক ১৮৮ বর্গমাইলে একটি করিয়া দাতব্য ঔষধালয় । ইহ। নিতান্তই অপ্রচুর। মানুষগুস্তি হিসাবে প্রতি ৭২৮৫৩ জন মানুষের জন্য একটি করিয়া দাতব্য ঔষধালয় আছে! দাতব্য ঔষধালয়গুলির ছয়টি ডিষ্টিক্ট বোর্ডের ; বোর্ড আর-একটি খুলিবেন । নফরচন্দ্র কোলে ঔষধালয়টি সম্পূর্ণ বেসরকারী। মাদিীড়াবেসরকারী ঔষধালয় কিছু সাহায্য পান। বাঁকুড়ার