পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্যা] তাহাদের গ্রেফতার হইতেছে। প্রয়াগ, কাশী, অযোধ্যা, মথুরা, বৃন্দাবন, কোথাও এমন সাধারণ রাস্ত নাই, যাহা দিয়া মেথরেরাওঁ যাইতে পারে না। কিন্তু দক্ষিণ ভারতে, কেরলে, আছে। এইজন্য স্বামী বিবেকামদ কেরলকে ভারতবর্ষের পাগুলা-গারদ বলিয়াছিলেন । অথচ এই ত্রিবাঙ্কুড় ভারতী-সাম্রাজ্যের সব প্রদেশ ও রাজ্য অপেক্ষা শিক্ষায় অগ্রসর ; কেবল পুরুষদের প্রাথমিক শিক্ষণম ব্ৰহ্মদেশের নীচে । তাহার দ্বারা ইহাই প্রমাণ হয়, যে, কেবল লেখাপড় শিখিলেই মাচুষ মাকুম হয় না । নমঃশূদ্রদিগের খৃষ্টিয়ান হইবার ইচ্ছ খবরের কাগজে এই সংবাদ বাহির হইয়াছে, যে, হাজার হাজার নমঃশত্র, হিন্দুসমাজের “উচ্চতর" জাতিদের দ্বার। অবজ্ঞাত ও লাঞ্চিত হওয়ায়, পৃষ্টিয়ান হইতে ইচ্ছা করিতেছেন । “উচ্চতর” জাতিদের যদি এবিষয়ে কোন কৰ্ত্তব্যবোধ থাকে, তাহা হইলে তাঙ্গারা বকুত্তা, সভায় প্রস্তাব ধার্যকরণ, প্রভৃতি মৌখিক ব্যাপার ছাড় কাজে কিছু করুন । খুষ্টিয়ান সমাজেও শাদ ও কালার সমান স্থান নাই, এবং “উচ্চজাতি" হইতে র্যাহার। খৃষ্টিয়ান হইয়াছেন, তাহারা অনেকে “নিম্নশ্রেণী"র খৃষ্টিয়ানদিগকে নিজেদের সমান মনে করেন না । কিন্তু দক্ষিণ ভারতে খৃষ্টিয়ানদের মধ্যে ফুেরূপ জাতিভেদ আছে, বঙ্গে তাঙ্গ নাই ; এবং হিন্দু নমঃশষ্ট্র অপেক্ষ। খৃষ্টিয়ান নমঃশদ্রের হিন্দুসমাজের নিকট হইতে অধিক বাহ সম্মান পাইবার সম্ভাবন । নমঃশস্ত্রদের প্রতি ব্রাহ্মসমাজেরও কৰ্ত্তব্য আছে। তাহা করিতে হইলে যে সহৃদয়ত, ঈশ্বরে বিশ্বাস ৪ মানবপ্রকৃতিতে বিশ্বাসের প্রয়োজন, তাহ। ব্রাহ্মদিগের থাকিলে তাহারা কিছু করিতে পরিবেন। রসিক লাল দত্ত আর এল দত্ত নামে পরিচিত ডাক্তার রসিক লাল দত্ত খুব বড় চিকিৎসক ছিলেন । বিবিধ প্রসঙ্গ—বালকের সহৃদয়ত ও সাহস ক্টাঙ্গার জীবনের বড় লণ্ড , $83 কথা খবরের কাগজে বাহির হইয়াছে। তাহার পুনরাবৃত্তি না করিয়া আমরা একটি অজ্ঞাত ছোট ঘটনার বিষয় বলিতেছি । সে ৪০ বৎসরেরওঁ আগেকার কথা । দত্ত বাকুড়ার সিবিল সার্জন । সেই সময়ে বাকুড়ার ম্যাজিষ্ট্রেট এণ্ডাস ম্ সাহেব, ঘরে আগুন লাগিলে তাঙ্কা নিবাইবার জন্ত স্কুলের ছেলেদের একটি ফায়ার ব্রিগেড় বা অগ্নি-নির্বাপক দল গড়িয়াছিলেন । তাহাদের একট দমকল, কতকগুলি বালতি, বাশের সিড়ি, প্রভৃতি ছিল। কোথাও আগুন লাগিলেই বীগ বাজিত, আর অম্নি ছেলের ও তাহদের নেতার দমকল, বালতি প্রভৃতি লইয়। ঘটনাস্থলে উপস্থিত হইত। এক দিন কতকগুলি বালক জেলখানার অদূরবত্তী পোদারপুকুরের পাড়ের একটি বাড়ীতে বসিয়া গল্প করিতেছে, এমন সময় জেলের নিকট একখান ছোট গড়ের ঘরে আগুন লাগার পলর তাঙ্গার পাঠল । তাহার| তংক্ষণাং ঘরটার দিকে গেল । ডাক্তার দত্ত জেলের সুপারিন্টেণ্ডেণ্ট ছিলেন, জেল দেপিতে আসিয়াছিলেন। তিনিও বাকির হইয়। আসিলেন । তথন ও দমকল সিড়ি আদি আসিয়া পৌছে মাষ্ট । দু-একজন ছেলে ঘরটার যে-যে দিকের চালে তখনও আগুন লাগে নাই, তাহার গড় টানিয়া ফেলিবার ও তাঁহা ভাঙ্গিয়া ফেলিবার জন্য কোন প্রকারে চালে উঠিয় পড়িল । একটি বলিক উঠিবীর ইচ্ছা সত্ত্বেও উঠিতে পরিষ্ঠেছিল মা । ডাক্তার দত্ত, তাহ দেখিয়া তংক্ষণাৎ তুষ্টয়া ঘড়ি পাতিয়া দিলেন । বালক তাহার কাপে চড়িয় চালে উঠিল । তাতার পর সকলের চেষ্টায় আগুন বিস্তুত হইতে ন পারায়, নিকটস্থ অল্প সব ঘর তপন ডাক্তার রক্ষা পাইল । বালকের সহৃদয়ত ও সাহস গত বরণী মোগে গঙ্গ। স্নান উপলক্ষ্যে পাবনা জেলার হিমাষ্ট্রংপুরের ষ্টীমার ধীটে অনেক যাত্রীর ভিড় কৃষ্ট ছিল । ভিণ্ডের মপো একটি ছয় বংসরের বালক লোতের বেগে ভাসিয়া যাইভেছিল ৷ ফিমাইং পুরের সংসঙ্গ বা তপোবন বিদ্যালয়ের তের বংলর