পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা । বাহির হইয়াছে। পথের উভয় পার্থে সুদৃঢ় বাড়ী ও গোশালা শ্রেণীকদ্ধভাবে নিৰ্ম্মাণ করা হইয়াছে। সকল বাড়ীর আয়তন সমান নহে । আকার ও সুবিধা-অসুবিধার পার্থক্য * আছে। ইহাতে গৃহ-বিচু্যত গরীব লোকেরা পুনরায়-স্ব স্ব অবস্থানুসারে বাসস্থান মনোনীত করিবার সুযোগ পাইয়াছে। শ্রেণীবদ্ধভাবে গৃহাদি নিৰ্ম্মিত হওয়াতে প্রচুর পরিমাণে উন্মুক্ত স্থান রাখা সত্বেও সংস্কৃত স্থানটি পূৰ্ব্বাপেক্ষ অধিক লোকের বাসোপযোগী হইয়াছে । বাড়ীর মূল্য ও ভাড়া যথাসম্ভব দরিদ্রোপযোগ করা হইয়াছে । সংস্কার-কাৰ্য্য দ্বারা নামপল্লী হায়দারাবাদ-নগর সংস্কার

  • হায়দরাবাদ রাজ-সরকারের চাপরাশীদের থাকিবীর গৃহ--এই বাড়ীগুলিতে

প্লেগমুক্ত করা হইয়াছে, একথা নিঃসঙ্কোচে বলা যাণ । খোলার চালের ঘর এখন আর নাই। নৃতম গৃহগুলিতে করা হইয়াছে, যথা— ইছর প্রবেশ করিতে পারে না। এপর্য্যস্ত কোন সংক্রামক রোগের হয় নাই । ংস্কারের পর হইতে প্রাদুর্ভাব তথায় ক্ষতি সীমান্ত ভাড়ায় থাকিতে পারা যায় বিভিন্ন শ্রেণীর গরীবের জন্য বিভিন্ন মূল্যের গৃহ নিৰ্ম্মাণ ( :3 মুল্য S У ф се > s¢ ०५

  • * १०५

BBB BLLL0 tttT ee MeAAA AAAA SAAAAA AAAA AAAA AAAASS SAA AAAA AAAA AAAA AAAAA আংশিক ভাড়৷ N ৪॥০ বা ৫২ ૨|| ૦ Σ υη ο ১২২ টাকার অনুনি মাসিক আয়-বিশিষ্ট ব্যক্তিমাত্রকেই এইসকল গৃহ ভাড়া দেওয়ার উপযুক্ত বিবেচনা করা হয় । ছোট বড় সকল বাড়ী সম্পূর্ণ আলাদাভাবে তৈয়ার করা হইয়াছে প্রত্যেক বাড়ীতে কল, পাইখানা, রান্নাঘর ও শুইবার ঘবের মৃবন্দোবস্ত আছে । পুরমহিলাদিগের জন্য প্রত্যেক বাড়ীতে প্রাচীর-বেষ্টিত একটি অংশ আছে । হায়দরাবাদের লোকের ‘পর্দা’র বিশেষ পক্ষপাতী । যাহার স্ব স্ব গৃহাদি আপন লtrম সংস্কত করিতে সমর্থ,