পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- تم }, প্রবাসী—জ্যৈষ্ঠ, ১৩৩১ • . [ ২৪শ ভাগ, ১ম খণ্ড ধৰ্ম্ম তোমার বিশ্বজনীন, পথে পথে তব মন্দির, নগরে নগরে কত মসজিদ গির্জাও প্রতিদ্বন্দ্বীর । সমাধির সব গম্বুজ— কাল-নীয়ে শ্বেত অম্বুজ-- রয়েছে দাড়ায়ে স্বরগ মরতে ফন্দি করিছে সন্ধির । পথ দেখাইয়া পানিপথ দিয়ে ভাঙ গড় কত দিল্লী, কোথাও তোমার বাজিছে সারঙ ! কোথাও ডাকিছে ঝিল্লী । কোথাও মিনার উঠছে কোথা বীণা-তার টুটুছে, কোথাও উগ্র ব্যান্ত্রের বাস। কোথাও অtভীর-পল্পী । তুমি নিয়ে যাও দুৰ্ব্বার সেনা কামান অশ্ব হস্তী, দেশের ফসল নষ্ট করিয়া ছড়ায়ে মৃতের অস্থি । লয়ে যাও দিব। রাত্রি ঝোল। ঝাগু ও যাত্ৰী, সোহাগে কোথাও লোহাকে গলা ও দরিয়ায় স্থাপ বস্তি । ংলা হইতে সঙ্গে নিয়েছ গোবর সর্ষে বাবলাম, সটান চলেছে দৌড়ে কোথায় ধরিয়া কে তায় আগ্লায়। সার্ভাইভ্যাল শ্রেষ্ঠের ,ওট যে নিয়ম কৃষ্টের, হরি রাখে যায় মারিবে কে তায়— বাম্বে সাপে নাহি খাব লায়। স্বৰ্গ না হোক ভূ-স্বরগ যেতে সড়ক বানালে সের শী, সিধা আগাগোড়া, নয় বাকীচোরা, কোনোথানে নয় তেরচ । ভারতের দুই প্রাস্ত এক করে’ তবে ক্ষণস্ত, গঙ্গার তুমি সঙ্গীই বট দেখে মনে হয় ঈর্ষা । তুমিষ্ট মিশালে আমে আপ রোটে আলু-বোখারায় চালতায়, এক পদায় ফুটি সর্দায় পুণকে পালঙ পলতায়, বাঙ্গালী এবং তুর্কে, দুর্গাবাড়ী ও দুর্গে, জর্দার সাথে সাচিপান আর স্বৰ্ম্মার সাথে আলতায় । তুমিই মিশালে শালে মসলিনে হুক কাছে এল ফক্সী, মিস্তিদান পাশে বেদান। বসিল বর্ণর কাছে বড় শী । হিঙ কলায়ের পাশ্বে চিমে’ লওয়া আর ভরি সে, ভূট্র। বালাম বাসমতি সব একদম পাড়াপড় শী । বিল্‌কুল ভাই তকৃলিফ নাই হরঘরই সব ছুটছে, কোথা থাকে-থাক্ ময়ূরের বাক্ টিয়া টাক্সোনা উড়ছে ; হরিণ উষর ক্ষেত্রে চাহিছে আকুল-নেজে, বাঙালীর ছেলে বাঙলার লাগি' তবু আঁখিমন ঝুরছে। । - জী কুমুদরঞ্জন মল্লিক ।