পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা ] e এবং তাঙ্গাদের মধ্যে কাজ করিবার জন্য ব্যাকুল অঙ্গুরোধ জানাইয়াছে । সমস্ত অঞ্চলটির অবস্থা যথাসম্ভব অবগত হইয়া এবং তাঁহাদের মধ্যে কাযারম্ভের প্রাথমিক ব্যবস্থা করিয়া আমি ঢাকায় চলিয়া আসিয়াছি । নারায়ণগঞ্জের নমঃশূদ্রদিগের মধ্যে ৪ খ্ৰীষ্টিয়ান হুইবার আন্দোলন হইতেছে জানিয়া এই অঞ্চলটিও দেখিয়া যাইতে ইচ্ছা করিয়াছি । সিরাজগঞ্জের নমঃশূদ্রদিগের মন খ্ৰীষ্টিয়াম হুইবার ইচ্ছ। সম্পূণ দূর হইয়াছে এরূপ বলা যায় না, কিন্তু সেই ইচ্ছ। খুবই দুৰ্ব্বল হইয়াছে । তাতাদের মনের চাঞ্চল্য দেখিয়া মুসলমানগণ পৃ তাহাদিগকে ইসলাম ধৰ্ম্ম গ্ৰহণ করিবার জন্য ডাকিতেছে । বানিয়াগাতি গ্রামে এক বিরাটু সভা করিয়া মুসলমানেরা নাকি দলিয়াছে যে, এত নিগৃহীত করিতেন্তে, গুঠতে হিন্দুসমাজ তে মাদিগকে অবিলম্বে তাহার আশ্রয় পরিত্যাগ কর, কিন্তু তোমরা পৗষ্টিয়ান হইবে কেন ? আমর। তোমাদের স্বদেশী ভাই, পপি ল ইসলাম পূৰ্ম্মে অসিয়! আমাদের সহিত মিলিত হও । সকল নিপীড়ন হইতে মুক্তি লাভ করিয়া শান্তি পাইবে । মানলপ্রকাও রক্ষণশাল, ধৰ্ম্মান্তর গঠণ মাতুসের রুচিলিরুদ্ধ । কিন্তু নমঃশব্দগণ এই আহবানে সাড়া দেয় নাই । সহজে মান্তম পিতৃপিত। মঙ্গের পশ্ম পরিত্যাগ করে না। আর-একটি বিষয় উল্লেখ করা প্রয়োজন মনে করি লেছি । "নমঃশদ্রগণ সাধারণতঃ স্বদেশী আন্দোলনের BBBBS BBBBB BBBB BBBB BBB BBB S পরে, স্বরধুজ অর্থ পাকথিত উচ্চশ্রেণীর আধিপত্য প্রতিষ্ঠ । যদি এদেশে স্বরাজ প্রতিষ্ঠিত হদ তপে নমঃ শদ্রদের তা হাতে কোন লাভ নাই বরং ভাঙ্গাদের প্রভি উচ্চশ্রেণীর উৎপীড়ন বাড়িলে মাত্র । আমি জানি, এই ধারণার বশবৰ্ত্তী হইয়া নমঃশদ্রগণ নানা স্থানে কংগ্রেস ও স্বদেশীর বিরুদ্ধে প্রবল আন্দোলন করিয়াছে । সদি ইঙ্গদিগকে স্বদেশাতুরাগী করিতে হয় তবে শুধু বক্তৃত। করিলে চলিবে না, ইতাদিগকে আপনার করিয়া লইয়া ইতাদিগের সেবা করিতে হইবে । গোপালপুরের সভায় নমঃশদ্রদের উন্নতিকল্পে কংগ্রেসাতুরাগী যুবকের তুবড়ির ন্যায় বক্তৃতার বাঙ্গর দেখিয়াছি। কিন্তু সেই বক্তাই সমাজের দোহাই দয়া পরমুহূৰ্ত্তে নমঃপূদ্রদিগের জলগ্ৰহণ করিতে অসম্মত পাবনায় নমঃশূদ্র-সমস্যা ミミ" হইলেন । এইরূপ অপকৰ্ম্ম দ্বার স্বদেশীর প্রতি নমঃশুদ্রদিগের বিরাগ জন্মিলে তাহাদিগকে দোস দে গুয়া যায় না । আমি অনেক নমঃশদ্র-প্রধান স্থান দেখিয়াছি, কিন্তু সিরাজগঞ্জ অঞ্চলের ন্যায় সুন্দর কর্ণস্যক্ষেত্র আর দেখি নাই । এই অঞ্চলে একচাপে বহু নমঃশুদ্রের বাস । ইহাদের অধিকাংশের সাংসারিক অবস্থা সচ্ছল, ইহার গুরুষক । অনেক স্থানের নমঃশদ্র অপেক্ষ ইঙ্গদের আচার ব্যবহার মার্জিত । এই অঞ্চলটি বেশ স্বাস্থ্যকর । ম্যালেরিয়া নাই। নমঃশূদ্রদের অধিকাংশের প্রকাণ্ড প্রকাণ্ড বাড়ী, পরিস্কার-পরিচ্ছন্ন, সুন্দর আলো-হfওয়া-বিশিষ্ট । কিন্তু এসকল সত্ত্বেও ইহণদের বংশবৃদ্ধি অতি অল্প । এক একজনের ৮/১০টি সন্তানের মধ্যে ২১টি জীবিত আছে কেহ কেহ বা নির্বাংশ হইতে চলিয়াছে । অঙ্গুসন্ধানে বুঝিলাম বাল্য বিবাহই ইহার কারণ । কিন্তু বাল্যবিবাহের দোম ইঙ্গাদিগকে বুঝাইয়া দিবার কেহ নাই । বুঝাইব দিলে দুদিনেই যে এই কুপ্রথা দমন হইবে এমন নতে ; কিন্তু দৃঢ়তার সহিত কাসা আরম্ভ করিলে ধীরে ধীবে তাঙ্গার সফল অলশ্রষ্ট গলিবে । এই অঞ্চলের নমঃশ দুদিগের মধ্যে কায্য করিবার জন্য বাহির হইতে আবশ্যক হইবে বলিয়। মনে হয় না। প্রয়োজন শুধু প্রেমপরায়ণ ধৈর্য্যশীল সেবকের । নমঃশদ্রদিগকে উদ্বুদ্ধ করিতে পারিলে বেশী অগসং গ্রহের তাহার নিজেরাই অর্থ দিবে। বিদ্যালয়প্রতিষ্ঠ, পৰ্ম্মগোল স্থাপন, চবুক প্রচলন, হরিসংকীৰ্ত্তন ও স্বজাতির উন্নতি সম্বন্ধে আলোচনার জন্য মাঝে মাঝে জাতীয় সম্মিলন প্রভৃষ্টি কম্মের মেরূপ প্রণালী আমরা স্থির করিয়াছি, তাঙ্গার অনুসরণ করিয়া চলিলে এই অঞ্চলের বিরাটু নমঃপূদ্রজাতি ক্রমে একটি শূন্ন প্রাণময় শক্তি শালী সম্প্রদায়ে পরিণত হইবে সন্দেহ নাই । আমাদের ক্ষুদ্র শক্তি লইয়া, ভগবানের রুপার উপর নির্ভর করিয়া আমরা কাযTারস্থ করিয়াছি - আশা করি, দেশের কল্যাণকামী, নরনারায়ণের সেবুর্থী, ত্যাগী যুবকদল এই কৰ্ম্মক্ষেত্রে অগ্রসর হইবেন এবং সৰ্ব্বসাধারণ আশীৰ্ব্বাদ ও সহানুভূতি দ্বারা এই नां কৰ্ম্মে সাহায্য কুরিবেন । শ্ৰী হেমেন্দ্রনাথ দত্ত্ব