পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ջ88 অথবা, পূৰ্ব্ববর্ণিত প্রক্রিয়ামুরূপে বসিয়ু পড়িয়া তুরস্তে উভয় হস্তে পরস্পরে মসিধারীর গুলফসন্ধিদ্বয়ের পশ্চাৎপার্থে ধরিয়া সজোরে সম্মুখে আকর্ষণ করিতে হইবে এবং সঙ্গে সঙ্গেই দক্ষিণ স্কন্ধ দ্বারা অসিপারীর দক্ষিণ জান্সসন্ধিতে সজোরে আঘাত করিতে হইবে । যথা সপদশ চিত্রে । »११ गूपू९र শেষোক্ত প্রক্রিয়া বিশুদ্ধ পদ্ধতিতে সম্পন্ন করিতে পারিলে অসিধারী চিং ইয়। ভূপতিত হইবে । প্রতিকার-কল্পে আসিপারাকে সম ক্ষিপ্রকারিত{সঙ্গ তুরস্তে লম্ফ সহযোগে; দক্ষিণাবর্ষে অৰ্দ্ধেক খুরিয়া সঙ্গে সঙ্গেই অসি চালনা দ্বার যুসংস্ক প্রয়োগকারীর দক্ষিণ পাশ্ব আক্রমণ করিতে হুইবে । যথা অষ্টাদশ চিত্রে । ১৮শ যুযুৎস্ব প্রবাসী জ্যৈষ্ঠ, రిరి [ ২৪শ ভাগ, ১ম খণ্ড প্রতি-প্রতিকার কল্পে যুযুৎস্ন-প্রয়োগকারীকেও তুরস্তে দক্ষিণাবৰ্ত্তে অৰ্দ্ধেক ঘুরিয়া পূর্ণ বিক্রমে অসিধারীর সম্মুখীন হইতে হইবে । t “বিনোদ” ও “যুযুৎস" সম্পর্কিত সমস্ত বর্ণনাতেই দক্ষিণ হস্তের প্রাধান্ত কল্পনা করিয়ু লওয়া হইয়াছে । বাম হস্তের প্রাপান্ত কালে ঐ-সমস্ত বর্ণনা-মধ্যে “দক্ষিণ” স্থলে “বাম” ও “বাম” স্থলে "দক্ষিণ” ধরিয়া লইলেই হইবে । যাহার অসি-চালনায় মুদক্ষ তাঁহাদের প্রতি “বিনোদ” কিম্বা “যুযুৎস্থ’র কৌশল প্রয়োগ করা নিতান্ত সহজ ;াধ্য নয় ; কিন্তু যাহার অসি কৌশলের সঙ্গে “বিনোদ" ও “যুযুৎস্থ”র কৌশলেও স্বদক্ষ তাহারা অসিযুদ্ধ-কালে সুযোগ-মতে “বিনোদ” ও “যুযুৎস্থ’র কৌশল-প্রয়োগেও সমর্থ হন বলিয়া প্রতিদ্বন্দ্বিতীয় সাধারণতঃ তাহদেরই উৎকর্ষ লক্ষিত হইয়া থাকে, তাই “পদচালন” “বিনোদ" এবং ‘যুযুৎস্থ’র দক্ষত-অর্জন-সহযোগেই অসি-শিক্ষার পূর্ণতা সম্পন্ন হইয় থাকে। ক্ষত-প্রতিকার অসি-শিক্ষা-কালে প্রায়ই সামান্য সামান্য আঘাত সহ করিতে হয় ; সময়ে সময়ে রক্তপাতও হইয়া থাকে এবং মস্তকাস্থির উপরিস্থিত চৰ্ম্মও ছিন্ন হইয়া যায়। ঘটনাস্থলে প্রায়ই উপযুক্ত চিকিৎসকের সাহায্য লাভ সম্ভবপর হয় না বলিয়া ঐসমস্তের প্রতিকার হেতু কতিপয় সহজসাধ্য উপায়ও লিপিবদ্ধ হইল। যথা :– o ১ । বেগুন-পাত মৰ্দ্দন করিয়া ঐ বিশুদ্ধ রস ক্ষতমধ্যে প্রবেশ করাইয়া অবশিষ্ট মদিত পদার্থগুলি ক্ষতোপরি প্রয়োগ করিয়া, বেগুনপাত দ্বারাই তাহ ঢাকিয়া পরে বস্তি বন্ধন করিয়৷ দিতে হয় । আহত স্থান হইতে রক্ত নির্গত না হইয়া যদি ঐ স্থান লাল বর্ণ কিম্বা কৃষ্ণাভ লাল বর্ণ ও বেদনাযুক্ত হয়, তাহা হইলেও ঐরূপ বস্তি-বন্ধনে উপকার দশে । ২ । মিষ্টিকুমড়ার পাতা ও লতা, গ্যাদাফুলের পাত, বিশল্যকরণীর পাতা মোচা,থোড় প্রভৃতিরও