পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা ] রস এবং অবশিষ্ট মর্দিত পদার্থ পূৰ্ব্বোক্তরূপে প্রয়োগ করিলে অনেক স্থলে সুফল পাওয়া যায় । ৩। দুৰ্ব্বা ও চাউল একত্রে, কিম্বা শুধু দূৰ্ব্বা পেষণ করিয়া ( অসুবিধা হইলে চৰ্ব্বণ করিয়া ) নিগত রস ক্ষতোপরি প্রয়োগ করিয়া অবশিষ্ট পিষ্ট কিস্ব চৰ্ব্বিত পদার্থসহ ক্ষতে্যুপরি বস্তি বন্ধন করিয়া দিলেও সত্বর ক্ষত আরোগ্য হয় । ৪ । হরিদ্র। পিষিয়া কিঞ্চিৎ চুণের সহিত মিলাইয় ঈষৎ উষ্ণ করিয়া ক্ষতোপরি প্রয়োগ করিয়া বস্তি বন্ধন ক্টরিয়া দিলেও উপকার দশে। । }-- অবশ্ব রক্তবাহী কোন বিশেষ শির। কি স্ব। ধমনী ছিন্ন হইলে কিম্বা কোন মৰ্ম্মস্থল আহত হইলে পূৰ্ব্বোক্ত উপায়সকলে বিশেষ ফল পাওয়া সম্ভবপর ट्रु ठो| ! يفيد ৫ । চক্ষু আগুত হইলে তাড়াতাড়ি উষ্ণ মোঙ্গন মানুষের জীবন-রক্ষায় ইছর 8(t ভোগসই চক্ষুতে বস্তি বন্ধন করিয়ু দিতে হয় ; কিম্বা উষ্ণ স্বেদ দিতে হয় । ৬ । আঘাত-প্রাপ্তি হেতু কোনও সন্ধিস্থল বেদনাযুক্ত হইলে কিঞ্চিং লবণ সংযুক্ত করিয়া সম্প তৈল মদন করিয়া দিতে হয় । ৭ । আহত ব্যক্তিকে তাহার তৃপ্তি অনুরূপ উষ্ণ মোহনভোগ সেবন করাইতে হয় । আমার সামান্য অভিজ্ঞতার অতুরূপে “লাঠিখেলা ও অসিশিক্ষা” এইবারে সম্পূর্ণ হইল। সহৃদয় পাঠকপাঠিকগণ তৃণ, ভ্রাস্তি ও রুটিগুলি নির্দেশ করিয়া আমাকে জ্ঞাপন করিলে নিতান্তই বাধিত ও উপকৃত ইষ্টব । ] ঐ পুলিনবিহারী দাস ৯০৩ মেছুয়াবাজার ষ্ট্ৰীটু, কলিকাত । মানুষের জীবন-রক্ষায় ইছর ( যুক্তরাষ্ট্রের ) জন হপকিনস্ বিশ্ববিদ্যালয়ের বয়েকেমিষ্ট্রির অধ্যাপক ডাক্তার এলমার ভি ম্যাক্কলাম, মানুষের খাদ্যতত্ত্ব-বিষয়ে একজন প্রধান পণ্ডিত । বৎসর পুর্ব হইতে তিনি মাতৃযে: কোন খাদ্য সৰ্ব্বাপেক্ষা প্রয়োজনীয় এবং শরীরবর্দ্ধক এই তত্ত্ব নির্ণয়ে আত্মনিয়োগ করিয়াছেন " মানুষ জানে না, কোন খাদ্য তাহাব সৰ্ব্বাপেক্ষ দরকারী—সেইজন্য ডাক্তার ম্যাকৃকলাম এই সত্য আবিষ্কারে ইদুরের সাহায্য লইয়াছেন । ঈদুরের সাহায্যে এই কার্য্যে ডাক্তার ম্যাকুকলাম যে কতদূর কৃতকাৰ্য্য হইয়াছেন, তাহ কয়েকজন প্রধান প্রধান বৈজ্ঞানিকের সাক্ষ্যে বুঝিতে পারা যায়। কোন একজন লোক এপর্ধ্যস্ত এই বিশেষ কার্ঘ্যে এতদূর অগ্রসর হইতে পারেন নাই । কিন্তু ডাঃ ম্যাকৃকলাম দীর্ঘকাল ধরিয়া পরীক্ষা কার্ধ্যে নিযুক্ত থাকিয়া যাহা বুঝিতে পারিয়াছেন এবং আবিষ্কার করিয়াছেন, তাহাতে তিনি সন্তুষ্ট হইতে পারেন নাই । কয়েক ডাঃ এলমার ভি ম্যাকুকুলাম—- মনুষ্য-খাদ্যতত্ত্ব সম্বন্ধে একজন পৃথিবীবিখ্য পণ্ডিত। বিজ্ঞানাগারে কাজ করিতেছেন