পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

રે૯૭ দক্ষিণ আফ্রিকায় কিম্বালাঁ হীরকগনি প্রসিদ্ধ ইউজিনি হীরাও এইখানেই পাওয়া গিয়াছিল ৰলিয়া শোনা যায়। এক গরীব চাষা এই প্রস্তরখানি তাহার লাঙ্গল মেরামতের মজুরী হিসাবে এক কামারকে দেয় । কামার প্রথমে ইঙ্গাকে মূল্যহীন মনে করিয়া ফেলিয়া দেয়। পরে খুজিয়া লইয়া মান্দ্রাজে আরাটুন্‌ নামে এক বণিকৃকে ৬০০০ টাকায় বিক্রী করে । আরাটুন সম্রাটু তৃতীয় নেপোলিয়নকে অনেক দামে ইহা বিক্রয় করে। এইরূপ অন্য অনেক মহামূল্যবান হীরা এখানে পাওয়া গিয়াছে। প্রসিদ্ধ পিট, হীরা ৭ ,“মহা মোগল" হীরাও এখানেই পাওয়া গিয়াছিল, ইহ অনেক বিশেষজ্ঞের মত । ভুবনবিখ্যাত গোলকোণ্ডার নিকট কোনও হীরার খনি নাই। তবে বোধ হয় কৃষ্ণা ও গোদাবরী অঞ্চলের খনিসমূহ গোলকোগু জেলার আগেকার চৌহদির মধ্যে ছিল। হীরা পাওয়া যায়। বিশেষতঃ মহানদী ও ব্রাহ্মণী নদীর সঙ্গম-স্থল এইজন্য বিখ্যাত। ' বুল্লেখণ্ডে পার-রাজ্যে কয়েক জায়গায় হীরার খনি আছে। " এখানেও এখন পৰ্য্যন্ত অল্প-স্বল্প কাজ মধ্য-প্রদেশ ও উড়িষ্যার সীমানায় সম্বলপুরেও - উপরোক্ত যে কয় জায়গার নাম করা হইল, সকল স্থানেই হীরার অন্বেষণ, খনন ও আহরণ অতীব আদিম প্রথা অনুসারে করা হয়। কখনও বা খনন করিয়া হীরার আকর দেখিয়া অজ্ঞান-বশতঃ লোকে চিনিতে পারে না । আবার কখনও ভুলক্রমে হীরা-বিহীন স্থানে খনি খুড়িয়া পরিশ্রম ও সময়ের অপব্যবহার করে। sk এই দেশ এককালে হীরকের জন্মভূমি বলিয়। ভুবনবিখ্যাত ছিল । এখন বৎসরে সামান্ত ত্রিশ-চল্লিশ হাজার টাকার হীরা খনি হইতে আহরণ করা হয়। হীরার প্রাচীন আকর-ভূমি এদেশ হইতে এখনো লুপ্ত হইয়া যায় নাই। এবং ইহাও সত্য, বে, সেসকল আকর এখনও নিঃশেষ হইয় পড়ে নাই। নিপুণ সন্ধাতা এবং বিচক্ষণ ব্যবসায়ী কিছুমাত্রায় কর্তৃপক্ষের সাহায্য পাইলে (হীরার খনির ইজার গবর্ণমেণ্টের হাতে ) এথনো প্রচুর লাভ করিতে পারেন । * পৃথিবীর মধ্যে এখন দক্ষিণ আফ্রিকার খনিসকল সৰ্ব্বাপেক্ষ বৃহৎ এবং সৰ্ব্বাপেক্ষা বৃহৎ হীরা “কলিনান্‌” ঐ দেশেরই এক খনিতে পাওয়া যায়। কাৰ্য-প্রণালীর দোষে আমাদের দেশে-এই কাজ or - ثه كلاديمي مسة سسسسسسدت نفسـ